কান চলচ্চিত্র উৎসবে থাকবে বাংলাদেশের অফিসিয়াল স্টল
১৬ মে দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে শুরু হতে যাচ্ছে কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসর। সাগরপাড়ের শহর কানে অবস্থিত পালে দে ফেস্টিভ্যাল ভবনে প্রথমবারের মতো অফিসিয়াল স্টল নিতে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে সরকারিভাবে স্টল বরাদ্দের যাবতীয় প্রক্রিয়া স¤পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন, বিএফফডিসির চিফ অব ফ্লোর অ্যান্ড সেট এবং জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়–য়া। উৎসবটির বাণিজ্যিক বিভাগ মার্শে দ্যু ফিল্মে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে...