দুরন্ত টেলিভিশনের নতুন সিজন
শিশুদের চ্যানেল দুরন্ত টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ২৯তম সিজন। ২৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই সিজন সাজানো হয়েছে ১৯টি অনুষ্ঠান দিয়ে। নিয়মিত অনুষ্ঠানের পাশাপাশি থাকছে গান শেখা ও গানের অনুষ্ঠান, নাটক, বাংলায় ডাবিংকৃত কার্টুন সিরিজ, কারাতে ও রান্নাবিষয়ক অনুষ্ঠান। মামা-ভাগনে পিকলু আর পাইয়ের মজার ঘটনা নিয়ে তৈরি ধারাবাহিক নাটক ‘পিকলু অ্যান্ড পাই’ দেখা যাবে ২৭ অক্টোবর থেকে...