ফ্রান্সে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার পেল নির্বাণ
নির্মাতা আসিফ ইসলাম ‘নির্বাণ’ নামে সংলাপহীন একটি সিনেমা নির্মান করেছেন। সিনেমাটি ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি জুরি পুরস্কারও পায়। এবার জুরি পুরস্কার পেল ফ্রান্সের গঞ্জ সুর সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। নির্মাতা আসিফ ইসলাম জানান, প্যারিসে আরও একটি জুরি পুরস্কার তাদের পুরো টিমের জন্য আনন্দের। উৎসবগুলোতে ‘নির্বাণ’ যেভাবে জুরিদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে, সেটা...