৫০০তম পর্বে ধারাবাহিক চিটার অ্যান্ড জেন্টেলম্যান
সঞ্জিত সরকারের রচনা ও পরিচালনায় আরটিভির প্রচার চলতি মেগা ধারাবাহিক ‘চিটার অ্যান্ড জেন্টেলম্যান’ ৫০০ পর্বে পদার্পন করেছে। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, সালহা খানম নাদিয়া, আখম হাসান, নাবিলা বিনতে ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, ডা. এজাজ, তাহমিনা সুলতানা মৌ, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আব্দুল্লা রানা, মিলন ভট্ট, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন...