নতুন সরকারকে কমপক্ষে দুই-চার বছর সময় দিতে হবে-কুদ্দুস বয়াতি
অন্তর্বর্তী সরকারের কাছে দাবি বাস্তবায়ন নিয়ে বিভিন্ন শ্রেণীর মানুষের আন্দোলনে বিরক্ত। এরা শাহবাগকেই বেছে নেয়। এ নিয়ে বিরক্ত সঙ্গীতশিল্পী কুদ্দুস বয়াতি। সর্বশেষ রিকশাওয়ালাদের দাবি নিয়ে সড়ক অবরোধ করা নিয়ে বেশি বিরক্ত হয়েছেন তিনি। তার ফেসবুকে এক পোস্টে কুদ্দুস বয়াতি লিখেন, শাহবাগের নাম পাল্টে ‘মামাবাড়ির আবদারবাগ’ রাখা হোক। কুদ্দুস বয়াতি বলেন, ফেসবুকে পোস্টটা আমি দিয়েছি। কয়েক দিন আগে নতুন সরকার এসছে।...