আমিরাতে দেশের ভাবমর্যাদা নষ্ট করছে একশ্রেণির বাংলাদেশি
১৪ জুলাই ২০২৪, ০৬:৪৩ পিএম | আপডেট: ১৪ জুলাই ২০২৪, ০৬:৪৩ পিএম
লুঙ্গি
বাংলাদেশিদের জাতীয় পোশাক বা দেশীয় সংস্কৃতি ঐতিহ্যের পোশাক বটে! তবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমর্যাদা অক্ষুণœ রাখার স্বার্থে সংশ্লিষ্ট দেশের কালচারের প্রতি শ্রদ্ধায় খেয়াল রাখা খুবই জরুরি। অভিমত সচেতন প্রবাসীদের।
অথচ একশ্রেণির বাংলাদেশি আরব আমিরাতে লুঙ্গি পরে ঘরের বাইরে অবাধ চলাফেরা করে অশোভনীয় ও বেমানান কাজ করে যাচ্ছে। এসব লোক জনসম্মুখে, শপিংমলে, মসজিদে, বাস ও রাস্তা-ঘাটসহ বিভিন্ন জায়গায় লুঙ্গি পরে অবাধ চলাফেরা করে দেশের ভাবমর্যাদা নষ্ট করছে। দেশে লুঙ্গি পরে অবাধ চলাফেরা করা শোভনীয় হলেও বিদেশের মাটিতে বা উন্নত দেশে এসে লুঙ্গি পরে দেশীয় সংস্কৃতির মতো অবাধ চলাফেরা করা দেখলে মনে হয় যেন নিজ দেশের মতো করেই চলাফেরা করছে তারা। যা একেবারেই পছন্দ করেন না আমিরাতের নাগরিক ও পুলিশ প্রশাসন। এতে বিরূপ মন্তব্য করতেও শোনা যায় তাদের। অপরদিকে অশোভনীয় এ কাজটিতে লজ্জিত ও বিব্রতবোধ করছেন অন্য প্রবাসী বাংলাদেশিরাও।
ঘরের বাইরে লুঙ্গি পরে চলাফেরা অশোভনীয় এবং দেশের ভাবমর্যাদা নষ্ট হয় এমন কথা বলতে গেলে পরনিন্দায় ওইসব লোক বলে থাকে অমুক দেশের লোকেরা লুঙ্গি পরে ঘরের বাইরে জনসম্মুখে, রাস্তায়, শপিংমল ও মসজিদে আসলে কোনো দোষ হয় না। আর আমরা বাঙালীরা লুঙ্গি পরে ঘরের বাইরে আসলেই যতো দোষ। বাংলাদেশিদের হাজারো সমস্যা আছে সেগুলো কি নজরে আসে না। শুধু লুঙ্গি নিয়ে এতো কথা বলেন কেন। তাদের মতে, লুঙ্গি বাংলাদেশের জাতীয় পোশাক। দেশীয় সংস্কৃতি ঐতিহ্যের পোশাক। সুতরাং তাতে কোনো দোষ হওয়ার কথা নয়। কিন্তু এটা যে নিজ দেশ নয়, তাছাড়া শ্রমবাজারেও এর প্রভাব পড়তে পারে। এমন চিন্তা-ভাবনা নেই ওইসব লোকদের ধারেকাছেও। মনে হচ্ছে যেন সেটা বেমালুম ভুলেই গিয়েছে তারা। কিন্তু কে বুঝাবেন এসব লোকদের। অথচ আমিরাতে ভিসা লাগানোর আগে প্রশাসনের পক্ষ থেকে ভিডিও লাইভের মাধ্যমে সুন্দর ও শান্তিপ্রিয় দেশটির আইনশৃঙ্খলা সম্পর্কে বাস্তব চিত্র তুলে ধরে ধারণা দেয়া হয়।
অপরদিকে আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর ও দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে এ দেশটির আইন-কানুনের প্রতি সম্মান রেখে দেশের ভাবমর্যাদা উজ্জ্বলে কাজ করার আহবান জানিয়ে আসছেন নিয়মিত।
সচেতন প্রবাসীদের মতে, অন্য দেশের লোকদের মধ্যে কে কিভাবে চলাফেরা করলেন বা করেন সেটা আমাদের দেখার বিষয় নয়। বরং আমরা সভ্য জাতি হিসেবে বিদেশের মাটিতে বা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের দেশের সম্মান অক্ষুণœ রাখার স্বার্থে কিভাবে চলাফেরা করছি বা করতে পারি সেটাই কিন্তু আমাদের দেখার বিষয়।
বিভাগ : প্রবাস জীবন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বেনাপোল পৌরসভার নাগরিকদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন
ভারতীয় আগ্রাসী মনোভাব মোকাবেলা করবে বাংলাদেশের জনগণ: আলহাজ হাফিজ সাব্বির আহমদ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২৯ জন
চাঁদপুরে কিশোরচালক মহিন হত্যা মামলার ৩ আসামী আটক
পার্থিব ও ওহীর জ্ঞানের সমন্বয়ে গঠিত মাদরাসা শিক্ষা: অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী
ভারত বাংলাদেশের ওপর যুদ্ধ বাধানোর চক্রান্ত করছে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
আবারো রাঙ্গুনিয়ায় বন্যহাতির তাণ্ডব : কৃষক দিশাহারা
আগাম আলুর দামে খুশি নীলফামারীর চাষিরা
দৌলতখানে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় ৩ মাস ২৮ দিন পর কবর থেকে লাশ উত্তোলন
হাবিপ্রবিতে ৩ দিনব্যাপী কর্মশালা
দুই কোটি টাকার ব্রিজে উঠতে হয় মই দিয়ে
আমতলীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ : নিম্নমানের ইট ব্যবহার
হত্যা মামলায় ঝিনাইদহের আ.লীগ নেতাসহ দু’জনের রিমান্ড মঞ্জুর
ভারতবিরোধী স্লোগানে উত্তাল খুলনা
বর্জ্য-আবর্জনার শহর সৈয়দপুর
ছাত্র-জনতার বিপ্লবে ভারতের স্বপ্ন ভেস্তে গেছে : হাজী ইয়াছিন
ডেঙ্গু থেকে মুক্তি চাই
ভারতের ষড়যন্ত্রে কোনো কাজ হবে না
আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে ইসকন-বিজেপি খেল দেখাতে চাইছে