আমিরাতে দেশের ভাবমর্যাদা নষ্ট করছে একশ্রেণির বাংলাদেশি
১৪ জুলাই ২০২৪, ০৬:৪৩ পিএম | আপডেট: ১৪ জুলাই ২০২৪, ০৬:৪৩ পিএম

লুঙ্গি
বাংলাদেশিদের জাতীয় পোশাক বা দেশীয় সংস্কৃতি ঐতিহ্যের পোশাক বটে! তবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমর্যাদা অক্ষুণœ রাখার স্বার্থে সংশ্লিষ্ট দেশের কালচারের প্রতি শ্রদ্ধায় খেয়াল রাখা খুবই জরুরি। অভিমত সচেতন প্রবাসীদের।
অথচ একশ্রেণির বাংলাদেশি আরব আমিরাতে লুঙ্গি পরে ঘরের বাইরে অবাধ চলাফেরা করে অশোভনীয় ও বেমানান কাজ করে যাচ্ছে। এসব লোক জনসম্মুখে, শপিংমলে, মসজিদে, বাস ও রাস্তা-ঘাটসহ বিভিন্ন জায়গায় লুঙ্গি পরে অবাধ চলাফেরা করে দেশের ভাবমর্যাদা নষ্ট করছে। দেশে লুঙ্গি পরে অবাধ চলাফেরা করা শোভনীয় হলেও বিদেশের মাটিতে বা উন্নত দেশে এসে লুঙ্গি পরে দেশীয় সংস্কৃতির মতো অবাধ চলাফেরা করা দেখলে মনে হয় যেন নিজ দেশের মতো করেই চলাফেরা করছে তারা। যা একেবারেই পছন্দ করেন না আমিরাতের নাগরিক ও পুলিশ প্রশাসন। এতে বিরূপ মন্তব্য করতেও শোনা যায় তাদের। অপরদিকে অশোভনীয় এ কাজটিতে লজ্জিত ও বিব্রতবোধ করছেন অন্য প্রবাসী বাংলাদেশিরাও।
ঘরের বাইরে লুঙ্গি পরে চলাফেরা অশোভনীয় এবং দেশের ভাবমর্যাদা নষ্ট হয় এমন কথা বলতে গেলে পরনিন্দায় ওইসব লোক বলে থাকে অমুক দেশের লোকেরা লুঙ্গি পরে ঘরের বাইরে জনসম্মুখে, রাস্তায়, শপিংমল ও মসজিদে আসলে কোনো দোষ হয় না। আর আমরা বাঙালীরা লুঙ্গি পরে ঘরের বাইরে আসলেই যতো দোষ। বাংলাদেশিদের হাজারো সমস্যা আছে সেগুলো কি নজরে আসে না। শুধু লুঙ্গি নিয়ে এতো কথা বলেন কেন। তাদের মতে, লুঙ্গি বাংলাদেশের জাতীয় পোশাক। দেশীয় সংস্কৃতি ঐতিহ্যের পোশাক। সুতরাং তাতে কোনো দোষ হওয়ার কথা নয়। কিন্তু এটা যে নিজ দেশ নয়, তাছাড়া শ্রমবাজারেও এর প্রভাব পড়তে পারে। এমন চিন্তা-ভাবনা নেই ওইসব লোকদের ধারেকাছেও। মনে হচ্ছে যেন সেটা বেমালুম ভুলেই গিয়েছে তারা। কিন্তু কে বুঝাবেন এসব লোকদের। অথচ আমিরাতে ভিসা লাগানোর আগে প্রশাসনের পক্ষ থেকে ভিডিও লাইভের মাধ্যমে সুন্দর ও শান্তিপ্রিয় দেশটির আইনশৃঙ্খলা সম্পর্কে বাস্তব চিত্র তুলে ধরে ধারণা দেয়া হয়।
অপরদিকে আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর ও দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে এ দেশটির আইন-কানুনের প্রতি সম্মান রেখে দেশের ভাবমর্যাদা উজ্জ্বলে কাজ করার আহবান জানিয়ে আসছেন নিয়মিত।
সচেতন প্রবাসীদের মতে, অন্য দেশের লোকদের মধ্যে কে কিভাবে চলাফেরা করলেন বা করেন সেটা আমাদের দেখার বিষয় নয়। বরং আমরা সভ্য জাতি হিসেবে বিদেশের মাটিতে বা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের দেশের সম্মান অক্ষুণœ রাখার স্বার্থে কিভাবে চলাফেরা করছি বা করতে পারি সেটাই কিন্তু আমাদের দেখার বিষয়।
বিভাগ : প্রবাস জীবন
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

মুহাম্মদ ফাউন্ডেশনের পক্ষ থেকে হাসপাতালে হুইল চেয়ার বিতরণ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ব্যবস্থাপনা পরিচালক পদে মতলবের মাহবুবের রহমানের যোগদান

মার্কিন শুল্কে জালিয়াতি বেড়ে যাওয়ার আশংকায় ভিয়েতনাম

সামুদ্রিক মৎস্যখাতে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নকল সরবরাহের খবর প্রকাশের জের সাংবাদিকের ‘হাঁটু ভেঙে দেওয়ার’ হুমকি অধ্যক্ষের

যুক্তরাষ্ট্র থেকে ৩৪ অবৈধ অভিবাসী বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে

কাশ্মীরে গুলিতে নিহত ২৬, হামলার কারণ সম্বন্ধে যা বলছে পাকিস্তানের ডন

নারী কমিশনের প্রস্তাব বাতিলের দাবিতে শনিবার বিক্ষোভ ঢাকায় বিভিন্ন দলের প্রতিবাদ অব্যাহত

অবশেষে জিতল বাংলাদেশ

এশিয়ান অ্যাথলেটিক্সে ইরানের কামারের স্বর্ণ জয়

এআই-চালিত অতি-গোপন’ অস্ত্র ইরান সেনাবাহিনীর হাতে

সাভারে শুরু হয়েছে 'বাংলাদেশ অ্যামেচার ওপেন ২০২৫' গলফ টুর্নামেন্ট

হজযাত্রায় বিড়ম্বনার আশঙ্কা

বিশ্বকবি শেখ সাদি সিরাজি জাতীয় দিবস উদযাপন

শুধু পাথর আমদানিতেই সীমাবদ্ধ শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর!

মহিপুরে আবারো এসএসসি পরীক্ষার্থীর গলায় ফাস লাগানো মরদেহ উদ্ধার

সমালোচনার মুখে পদত্যাগ করলেন ড. আমিনুল

বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে গঠন করতে হবে গ্রহণযোগ্য নতুন কমিশন -মুফতী উসামা

আল্ট্রা স্লিম ডিজাইনের ভিভো ভি৫০ লাইটের প্রি-অর্ডার শুরু

এবার ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা সামিট কমিউনিকেশনের