জিহ্বায় মানচিত্র
২৩ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম
সারা বিশ্বে মোট জনসংখ্যার শতকরা ৩ ভাগ মানুষেরই জিওগ্রাফিক টাং বা জিহ্বা দেখতে পাওয়া যায়। জিওগ্রাফিক টাং হঠাৎ করে দেখলে মানচিত্রের মত মনে হতে পারে। জিওগ্রাফিক জিহবা ছেলেদের চেয়ে মেয়েদের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায়। জিওগ্রাফিক টাং বা জিহ্বাকে বিনাইন মাইগ্রেটরি গ্লসাইটিসও বলা হয়। শুধু তাই নয় জিওগ্রাফিক টাং বা জিহ্বা কন্টিনেন্টাল জিহ্বা নামেও পরিচিত। আকাশ সংস্কৃতির যুগে ছোট-বড় সবারই জিওগ্রাফিক চ্যানেল দেখতে ভালো লাগে। কিন্তু মানুষের জিওগ্রাফিক টাং বা জিহ্বা দেখতে কারোরই ভালো লাগে না আর রোগীদের ক্ষেত্রে তা এক বিড়ম্বনাকর অনুভূতি। জিওগ্রাফিক টাং অর্থাৎ জিহ্বা যদি মানচিত্রের মতো দেখা যায় তাহলে আপনার কেমন লাগবে? আর আপনার পাশে থাকা প্রিয়জনের মনের অবস্থা কেমন হবে?
জিওগ্রাফিক টাংয়ে জিহ্বা উপরিভাগে লাল বর্ণের প্যাচ বা দাগ দেখা যায়, যার পাশে ধূসর সাদা বর্ডার দেখতে পাওয়া যায়। জিহ্বার প্যাপিলা লাল বর্ণের স্থানে দেখা যায় না। ধূসর সাদা বর্ডারের উপর বেশি দেখা যায়। জিওগ্রাফিক টাংয়ের অবস্থা স্বতস্ফূর্তভাবে ভালো হয়ে যায়। কিন্তু নতুন করে দেখা দেয় এবং কয়েক ঘণ্টা বা দিনের মধ্যেই জিহ্বায় ম্যাপের এর মতো আকৃতি পরিবর্তন হয়ে যায়। এ কারণেই একে বিনাইন মাইগ্রেটরি গ্লসাইটিস বলা হয়।
জিওগ্রাফিক টাং বা জিহ্বার কারণসমূহ : জিওগ্রাফিক টাংয়ের কারণ এখনও সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যায়নি। অনেকগুলো জিনের কারণে জিওগ্রাফিক টাং হয়ে থাকে। যাদের পরিবেশগত সংবেদনশীতা বেশি তাদের ক্ষেত্রে জিওগ্রাফিক্যাল টাং বা জিহ্বার সৃষ্টি হতে পারে। তাদের পরিবেশগত সংবেদনশীলতার মধ্যে রয়েছেÑ (ক) অ্যাজমা (খ) অ্যালার্জি (গ) একজিমা। যাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল তাদের জিওগ্রাফিক্যাল টাং হওয়ার সম্ভাবনা বেশি। ভিটামিন বি-এর অভাবের কারণেও জিওগ্রাফিক্যাল টাং হতে পারে। অনেকের মতে মানসিক চাপ থেকে এমনটি হতে পারে। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের সাধারণ মানুষের চেয়ে ৪ গুণ বেশি সম্ভাবনা থাকে। জিওগ্রাফিক্যাল টাং বা জিহ্বা ধারণকারী মেয়েদের মধ্যে যারা জন্ম নিরোধক বড়ি সেবন করেন তাদের ক্ষেত্রে সেবনকালীন সময়ের ১৭তম দিনে জিওগ্রাফিক্যাল টাং সবচেয়ে খারাপ রূপ ধারণ করে। এতে প্রতীয়মান হয় যে, হরমোনের পরিমাণ জিওগ্রাফিক্যাল টাংয়ের উপর প্রভাব বিস্তার করে। হরমোনের তারতম্যও এর বিভিন্ন ধাপে এ ভূমিকা রাখে। মানচিত্র জিহ্বার কারণে জিহ্বার ফিলিফরম প্যাপিলা দেখা নাও যেতে পারে।
মানচিত্র জিহ্বার লক্ষণসমূহ : সাধারণত কোন সুনির্দিষ্ট লক্ষণ থাকে না। কিছু রোগী মসলা বা ঝাল জাতীয় খাবার গ্রহণ করে জালা-পোড়ার অভিযোগ করে থাকেন। এলকোহল, তামাক পাতা, কিছু টুথপেস্ট এবং মাউথওয়াশ জিওগ্রাফিক টাংয়ের অবস্থা খারাপ করতে পারে।
মানচিত্র জিহ্বার চিকিৎসা : জিওগ্রাফিক টাং বা কন্টিনেন্টাল জিহ্বার সুনির্দ্দিষ্ট কোন চিকিৎসা নেই। রোগীদের বেশি গরম খাবার গ্রহণ করা ঠিক নয়। অতিরিক্ত মসলা জাতীয় খাবার পরিহার করা উচিত। খাদ্য তালিকায় কিছু পরিবর্তন ও সংযোজন এনে অবস্থার অনেক উন্নতি সাধন করা সম্ভব। জিওগ্রাফিক টাং বা জিহ্বার চিকিৎসা রোগের কারণ, বয়স, লিঙ্গ ও ধরন অনুযায়ী প্রদান করতে হয়। অনুমানের উপর সবার জন্য একই চিকিৎসা প্রদান করলে জিওগ্রাফিক্যাল টাং বা জিহ্বার অবস্থার মারাত্বক অবনতি হতে পারে। তাই রোগ দেখা দিলে কোন ভাল চিকিৎসকের পরামর্শে চিকিৎসা শুরু করতে হবে। কোন অবস্থাতেই সাধারনের উপদেশে এটাকে আরও খারাপের দিকে নিয়ে যাবেন না।
ডা. মো. ফারুক হোসেন
ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন
মোবাইল : ০১৮১৭৫২১৮৯৭
ই-মেইল : [email protected]
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?
রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে জাপান
প্রবাসী উপদেষ্টার আশ্বাসে মালয়েশিয়া গমনেচ্ছুদের আন্দোলন স্থগিত
মহার্ঘভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা
পুরো বইমেলা মনিটরিং হবে ড্রোনে-ডিএমপি কমিশনার
যানবাহন চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
মাস্ক বা অন্য কেউ টিকটক কিনলে বিনিয়োগ করবে প্রিন্স তালালের কোম্পানি
মৃত বাবার রেখে যাওয়া ঋণ পাওনাদার নিতে না চাওয়া প্রসঙ্গে?
খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকশিত হয় -ডিসি তৌফিকুর রহমান
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ বৈঠক
জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সিলেটজুড়ে স্বস্তি
৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আবু রেজা নদভী
মাদারীপুরে জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্কবিষয়ক কর্মশালা
রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে সমন্বয়ককে মারধর
মাদারীপুরে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
এক বছরে উখিয়া-টেকনাফে ১৯২ জন অপহরণ
‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’ দেয়ালে লিখে হত্যার হুমকি
বিমানের এই কর্মকা- সহ্য করার মতো নয় -সিলেট সুধীজন
বাণিজ্যমেলায় শেষ মুহূর্তে নিত্যপণ্য কেনাকাটার ধুম