ঢাকা   বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ | ৯ মাঘ ১৪৩১

মাথাব্যথার কষ্ট

Daily Inqilab ইনকিলাব

২৩ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম

জীবনে মাথাব্যথা হয়নি এমন মানুষ একটিও খুঁজে পাওয়া যাবে না। আমাদের দেশে এবং অন্যান্য দেশেও মাথাব্যথা হচ্ছে প্রাচীনতম ও প্রধান একটি স্বাস্থ্য সমস্যা। মানুষ এই মাথাব্যথার জন্য প্রতিবছর কোটি কোটি টাকা খরচ করে চিকিৎসা নেয় ও ওষুধ কিনতে বাধ্য হয়। ডাক্তারদের অহরহ এই ধরনের রোগীকে চিকিৎসা দিতে হয়।

প্রত্যেকেরই মাথাব্যথার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু কখন আপনি বুঝবেন যে, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে :

খুব সম্প্রতি শুরু হওয়া মৃদু, মধ্যম বা তীব্র মাথাব্যথা। সাথে যদি থাকে বমি বমিভাব বা বমি।
প্রতিদিন নির্দিষ্ট একটি সময়ে বা প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটি দিনে যদি মাথাব্যথা হয়।
মাথাব্যথা যদি এত তীব্র হয়, যাতে আপনার চিন্তার বা কাজের ব্যঘাত ঘটে। শিশুরা স্কুলে যেতে যদি না পারে।
যদি মাথাব্যথা উপশম করার জন্য উচ্চ ক্ষমতাম্পন্ন ব্যথানাশকের প্রয়োজন পড়ে।
মাথাব্যথার সাথে যদি জ্বর থাকে এবং তা এক বা দুইদিন ধরে চলতে থাকে।

মাথাব্যথা কীভাবে নির্ণয় করা যায় : ডাক্তার জানতে চাইবেন আপনার মাথাব্যথা কতটা তীব্র, ঠিক কোন জায়গাটিতে ব্যথা বেশি, সাথে অন্য উপসর্গ আছে কিনা এবং কী কী করলে ব্যথা তীব্রতর হয়। শারীরিক পরীক্ষা দিয়ে কয়েক ধরনের মাথাব্যথা শনাক্ত করা যায়। প্রয়োজনবোধে প্যাথলজি পরীক্ষা, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই এবং মস্তিষ্ক তরঙ্গের পরীক্ষাও করতে হয়। সচরাচর এসব পরীক্ষা করতে বলেন নিউরোলজিস্ট।

অ্যালার্জির কারণেও কিছু মাথাব্যথা হয়ে থাকে। তবে সব মাথাব্যথার কারণ অ্যালার্জি নয়। তাই মাথাব্যথার জন্য অ্যালার্জি বিশেষজ্ঞের কাছে যাওয়ার পূর্বে আপনাকে যেতে হবে একজন জেনারেল প্রাকটিশনারের কাছে। তিনিই নির্ধারণ করে দিতে পারবেন যে, উচ্চতর চিকিৎসার জন্য আপনি কোন বিশেষজ্ঞের কাছে যাবেন। খুব ভালভাবে পরীক্ষা-নিরীক্ষা করলে ঠিক কোন অ্যালার্জেনের জন্য মাথাব্যথা হচ্ছে তা শনাক্ত করা সম্ভব।
অ্যালার্জির কারণে কোন ধরনের মাথাব্যথা হয়ে থাকে : তিন ধরনের মাথাব্যথার কারণ অ্যালার্জি। সাইনাস হেডএইক, মাইগ্রেইন এবং ক্লাস্টার হেডএইক।

সাইনাস হেডএইকের উপসর্গ ঃ
মাথায় চার গ্রুপের সাইনাস রয়েছে, এগুলোর মূল শেষ হয় নাকে। এগুলো মিউকাস এবং কম্পনের বিনিময়ে কাজ করে। প্রত্যেক গালের হাড়ের পেছনে একটি করে দুুইটি, কপালে একটি এবং নাকের পেছনে এগুলি অবস্থিত। সাইনাসের গর্ত থেকে যা কিছু নির্গত হয়, সেগুলি নাকের মাধ্যমে সচরাচর বেরিয়ে যায়।

এদের নিঃসরণের পথ বন্ধ হয়ে গেলে তখন আর নিঃসরণ ঘটতে পারে না। ভেতরের চাপ বাড়তে থাকে, সাইনাস ফুলে যায়, ফলে মাথাব্যথা ও সাইনাস ব্যথা শুরু হয়। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট সাইনাসের ব্যথা মাথাব্যথার চাইতেও বেশি হয়ে থাকে। যেমন গালের পেছনের সাইনাসে আক্রান্ত হলে গালে স্পর্শ করলেই ব্যথা অনুভূত হয় এবং এই ব্যথা দাঁতে ছড়িয়ে পড়ে। কপালের সাইনুসাইটিসের কারণে ব্যথা হয় কপালে। সাইনাসের ব্যথা খুব তীব্র হয়ে থাকে। সকালে শুরু হয়। শোয়া অবস্থা থেকে সোজা হয়ে উঠে দাঁড়ালে ব্যথার তীব্রতা কমে।

নাকের কনজেশন বা নাসারন্ধ্র বন্ধের কারণে একই ধরনের ব্যথা হতে পারে। বিশেষ করে নাকের মধ্যপ্রচীরে আঘাতের ফলে স্পার তৈরি হলে এটি ঘটে। এই ক্ষেত্রে মুখে বা নাকে ডিকনজেস্টান্ট স্প্রে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ তেমন কার্যকরী নয়। তবে এন্টিবায়োটিক দিতে হবে প্রয়োজন মতো।
আপনার মাথাব্যথা বা ফেস পেইনের সাথে যদি চুলকানি, হাঁচি, সর্দি থাকে তবে ধারণা করা যায় আপনার মাথাব্যথার কারণ অ্যালার্জি। বাতাসে ভাসমান পুষ্পরেণু, ধুলিকণা, প্রাণীর মৃতকোষ অ্যালার্জি উৎপাদক খাদ্য প্রভৃতির কারণে সাইনাস পথে বাধার সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে অন্তর্নিহিত কারণ খুঁজে চিকিৎসা করলে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যায়। এই ধরনের অ্যালার্জিজনিত মাথাব্যথায় ব্যবহৃত হয় এন্টিহিস্টামিন, স্টেরয়েড এবং ক্রোসেবালিন। কিছু ক্ষেত্রে অ্যালার্জেন ইমিউনোথেরাপী (অ্যালার্জি সট্স) দেয়া হয়। যেসব বস্তুর দ্বারা অ্যালার্জি সৃষ্টি হয়, সেগুলি থেকে দূরে থাকলে সবসময় উপকার পাওয়া যায়।

মাইগ্রেন ঃ
এই মাথাব্যথা মৃদু থেকে তীব্র (এমন কী মানুষকে অচল করে দেবার মতো) হতে পারে। এটি হয় মাথার একদিকে। সূর্যের আলোতে এলে বেড়ে যায়। এটি পারিবারিকও হতে পারে। রোগীদের ডাক্তারের শরণাপন্ন না হয়ে পথ থাকে না। এটি দুই ধরনের। ক্লাসিক এবং কমন বা সাধারণ।
কøাসিক মাইগ্রেনের তীব্রতা বেশি এবং দীর্ঘস্থায়ী। ব্যথা শুরুর পূর্বে কিছু শারীরিক ইঙ্গিত থাকে। যেমন ভিন্ন রকম গন্ধ পাওয়া, আংশিকভাবে চোখে কম দেখা ইত্যাদি।
কমন মাইগ্রেন সংখায় বেশি দেখা যায়। আক্রমণের তীব্রতা কম। কোনো পূর্ব সংকেত থাকে না। তবে ব্যথার আক্রমণ খুব ঘন ঘন হওয়ার কারণে রোগী অচল হয়ে পড়তে পারে।

এই ধরনের মাথাব্যথায় অ্যালার্জির ভূমিকা :
বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে খাদ্য অ্যালার্জির কারণে কিছু লোক মাইগ্রেন আক্রান্ত হয় (সবক্ষেত্রে নয়)। এসব রোগী যদি এই ধরনের খাদ্য এড়িয়ে চলেন তাহলে মাইগ্রেনের তীব্রতা কম হবে, ওষুধ কম লাগবে। দেখা গেছে মনোসোডিয়াম গ্লুটামেট (প্যাকেটকৃত খাদ্যে এবং এশীয় রান্নায় ব্যবহৃত হয়) ফিনাইল থাইল অ্যামাইন (চকলেটে ব্যবহৃত) এবং অ্যালকোহল রোগীদের মাইগ্রেনের ঝুঁকি বাড়ায়। কৃত্রিম মিষ্টির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

ডা. গোবিন্দ চন্দ্র দাস
অ্যালার্জি ও অ্যাজমা রোগ বিশেষজ্ঞ
দি অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা সেন্টার
মোবাইল- ০১৭২১৮৬৮৬০৬


বিভাগ : স্বাস্থ্য


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

হঠাৎ ঘাড় বেঁকে যাওয়া
স্মৃতি শক্তি বাড়িয়ে নিন
শীতে হাঁপানী রোগীদের কষ্ট বাড়ে
স্ট্রোক এড়াতে সকালে যা প্রয়োজন
জিহ্বায় মানচিত্র
আরও

আরও পড়ুন

ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?

ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?

রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে জাপান

রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে জাপান

প্রবাসী উপদেষ্টার আশ্বাসে মালয়েশিয়া গমনেচ্ছুদের আন্দোলন স্থগিত

প্রবাসী উপদেষ্টার আশ্বাসে মালয়েশিয়া গমনেচ্ছুদের আন্দোলন স্থগিত

মহার্ঘভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা

মহার্ঘভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা

পুরো বইমেলা মনিটরিং হবে ড্রোনে-ডিএমপি কমিশনার

পুরো বইমেলা মনিটরিং হবে ড্রোনে-ডিএমপি কমিশনার

যানবাহন চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা

যানবাহন চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা

মাস্ক বা অন্য কেউ টিকটক কিনলে বিনিয়োগ করবে প্রিন্স তালালের কোম্পানি

মাস্ক বা অন্য কেউ টিকটক কিনলে বিনিয়োগ করবে প্রিন্স তালালের কোম্পানি

মৃত বাবার রেখে যাওয়া ঋণ পাওনাদার নিতে না চাওয়া প্রসঙ্গে?

মৃত বাবার রেখে যাওয়া ঋণ পাওনাদার নিতে না চাওয়া প্রসঙ্গে?

খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকশিত হয় -ডিসি তৌফিকুর রহমান

খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকশিত হয় -ডিসি তৌফিকুর রহমান

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ বৈঠক

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ বৈঠক

জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান

জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সিলেটজুড়ে স্বস্তি

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সিলেটজুড়ে স্বস্তি

৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আবু রেজা নদভী

৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আবু রেজা নদভী

মাদারীপুরে জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্কবিষয়ক কর্মশালা

মাদারীপুরে জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্কবিষয়ক কর্মশালা

রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে সমন্বয়ককে মারধর

রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে সমন্বয়ককে মারধর

মাদারীপুরে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

মাদারীপুরে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

এক বছরে উখিয়া-টেকনাফে ১৯২ জন অপহরণ

এক বছরে উখিয়া-টেকনাফে ১৯২ জন অপহরণ

‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’ দেয়ালে লিখে হত্যার হুমকি

‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’ দেয়ালে লিখে হত্যার হুমকি

বিমানের এই কর্মকা- সহ্য করার মতো নয় -সিলেট সুধীজন

বিমানের এই কর্মকা- সহ্য করার মতো নয় -সিলেট সুধীজন

বাণিজ্যমেলায় শেষ মুহূর্তে নিত্যপণ্য কেনাকাটার ধুম

বাণিজ্যমেলায় শেষ মুহূর্তে নিত্যপণ্য কেনাকাটার ধুম