টুইটারের বিজ্ঞাপন বাবদ আয় কমে অর্ধেক
১৮ জুলাই ২০২৩, ০৮:১১ এএম | আপডেট: ১৮ জুলাই ২০২৩, ০৮:১১ এএম
গত বছরের অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নিয়েছিলেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক।
কিনে নেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে নিজের মতো করে উপস্থাপনের চেষ্টাও চালিয়ে যাচ্ছেন তিনি। তবে কিছুতেই যেন সমস্যা পিছু ছাড়ছে না। ইতিমধ্যে টুইটারের বিজ্ঞাপন বাবদ আয় কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে।
টুইটারের বিজ্ঞাপনী আয়ে এমন ধসের খবর প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক নিজেই জানিয়েছেন।
সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জুনে যে পরিমাণ বিজ্ঞাপন বাবদ আয় আশা করা হয়েছিল তেমনটা হয়নি বলে জানিয়েছেন ইলন মাস্ক। তবে একইসাথে তিনি এও জানিয়েছেন, জুলাইয়ের আয় 'কিছুটা আশাব্যঞ্জক'।
উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবরে টুইটার কিনে নেয়ার পর খরচ কমাতে প্রতিষ্ঠানটির সাড়ে সাত হাজার কর্মীর প্রায় অর্ধেক ছাঁটাই করেন ইলন মাস্ক।
এদিকে টুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ 'থ্রেডস'-এর ব্যবহারকারীর সংখ্যা বেড়ে ১৫ কোটিতে পৌঁছেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আরেক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের সঙ্গে বিল্ট-ইন সংযোগ থাকায় তা মেটার নতুন প্রকল্প 'থ্রেডস'-এর জন্য সয়ংক্রিয়ভাবে প্রায় ২০০ কোটি ব্যবহারকারী পাওয়ার পথ সুগম করেছে। আর সেক্ষেত্রে বিজ্ঞাপনী আয়ের দিক থেকে টুইটার আরও চাপে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারকে বড় ধরনের ঋণের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে। অন্যদিকে বিজ্ঞাপন থেকে অর্থপ্রবাহও নেতিবাচক বলে জানিয়েছেন ইলন মাস্ক, যদিও আয় ৫০ শতাংশ কমে যাওয়ার ক্ষেত্রে কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি।
এক টুইটে তিনি বলেন, 'অন্য কিছু করার আগে আমাদের ইতিবাচক অর্থপ্রবাহের ধারায় যাওয়া দরকার।'
এক টুইটে তিনি বলেন, 'অন্য কিছু করার আগে আমাদের ইতিবাচক অর্থপ্রবাহের ধারায় যাওয়া দরকার।'
এর আগে কয়েক হাজার কর্মীকে ছাঁটাই ও ক্লাউড সেবার বিল কাটছাঁটের পর ইলন মাস্ক জানিয়েছিলেন, ২০২৩ সালে ৩০০ কোটি ডলার আয়ের পথে আছে টুইটার। অথচ ২০২১ সালেই টুইটারের আয় ছিল ৫১০ কোটি ডলার।
সূত্র : আজকাল
বিভাগ : আইসিটি এন্ড ক্যারিয়ার
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ধার্মিক জামাই পেলে শোবিজ ছাড়বেন প্রিয়াঙ্কা, শেষ ইচ্ছা হাফেজ হওয়া
আন্দোলনে নামলেন এবার ২৫ ক্যাডারের কর্মকর্তারা
রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নিহত
চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যা: সেই ইরফান গ্রেপ্তার
নির্বাচন পরবর্তী সহিংসতায় মোজাম্বিকে নিহত ১০৩
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব : সেনাপ্রধান
ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার
সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ
হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি
পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা