প্রিয়জনদের সাথে ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ
০২ জুলাই ২০২৩, ১০:৩৫ পিএম | আপডেট: ০৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে গতকাল খুলেছে অফিস-আদালত। তাই জীবিকার টানে ঢাকা ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তবে ট্রেনে বাড়িফেরা যাত্রীদের চাপ এখনো কম। অন্যদিকে ঈদের তিন দিন অতিবাহিত হলেও ঢাকা ছাড়ছে বিপুল সংখ্যক মানুষ। গতকাল রোববার রাজধানীর কমলাপুর রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাট ঘুরে এ চিত্র দেখা গেছে।
বেসরকারি চাকরিজীবী রাশেদ বলেন, ঈদের ছুটি শেষ হয়েছে। অফিস করতে হবে। তাই সকাল সকাল ঢাকায় আসা। ছুটি কম হলেও আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ করতে পেরেছি, এতেই আনন্দ। ট্রেন যথাসময়ে ছেড়েছে এবং ঢাকায় এসেছে। ফিরতে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি। ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনে ঢাকায় আসা কবির বলেন, অফিস-আদালত খুলেছে। কোর্ট-কাচারিতে কাজ আছে, তাই ঢাকা এসেছি।
রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির বলেন, ঈদ পালন শেষে যাত্রীরা যেন নিরাপদে নিশ্চিন্তে ঢাকায় ফিরতে পারে তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া নেওয়া হয়েছে। ৫২ জোড়া ট্রেন চলাচল করছে। এছাড়া বিশেষ ট্রেন রয়েছে।
এদিকে, প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ। তবে এখনো ঢাকা ফেরত যাত্রীদের চাপ নেই সদরঘাট লঞ্চ টার্মিনালে। স্বাভাবিক সময়ের মতোই রয়েছে ঢাকামুখী যাত্রীর সংখ্যা।
ঢাকা-চাঁদপুরগামী এক লঞ্চের স্টাফ বলেন, ঢাকায় ফেরা যাত্রী এখনো তেমন হয়নি। যাত্রী নিয়ে চাঁদপুর থেকে রওনা হয় লঞ্চটি। যা সাধারণ সময়ের চেয়েও কম বলে জানান তিনি। তবে সোমবার বেশি যাত্রী পাবেন বলে আশা করেন তিনি।
ঢাকা-ইলিশা রুটের লঞ্চ সুরভী-৮ এর স্টাফ বলেন, ৩০০ জনের মতো যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে আমাদের লঞ্চ। স্বাভাবিক সময়েও এমন যাত্রী নিয়ে চলাচল করে লঞ্চটি। ঈদ ছুটির তেমন একটা প্রভাব পড়েনি বলে জানান তিনি।
লঞ্চ সংশ্লিষ্টরা জানিয়েছেন, বরিশাল ও ভোলা থেকে ফেরত আসা লঞ্চগুলোতে যাত্রী বেশি ছিল। লঞ্চগুলো ভোর ৪টা থেকে সকাল ৭টার মধ্যে ঘাটে ফিরেছে। আবার বিকেল ৩টার পর ফিরতে শুরু করবে। এজন্য ভোরের দিকে যাত্রীদের চাপ বেশি ছিল সদরঘাটে।
সদরঘাট লঞ্চ টার্মিনালের ট্রাফিক কন্ট্রোল বিভাগের কর্মকর্তা এস এম মামুন জানান, ১২টার পর থেকে সকাল ১০টা পর্যন্ত নদীপথের বিভিন্ন রুটের ৫২টি লঞ্চ ঘাটে ফিরেছে এবং ২৩টি লঞ্চ ঘাট ছেড়েছে। ঈদের ছুটি শেষে যেমন যাত্রী থাকার কথা তেমন নেই। স্বাভাবিক সময়ে যেমন থাকে তেমন যাত্রী লক্ষ্য করা গেছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
বরিশালে গানমাধ্যম সংস্কার কমিশন সংবাদ কর্মীদের মতামত গ্রহন করল
বার্সার কাছে হেরে খুবই হতাশ রিয়াল কোচ
২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ শহীদ আবু সাঈদের পরিবারের
১৯ জানুয়ারি ইসলামী আইনজীবী পরিষদের সম্মেলন সফল করার আহ্বান"
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে কোরআন খতম ও দোয়া
অধ্যক্ষ হয়ে ভাগ্য বদলে যায় অনুতোষ কুমারের
দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে : কর্নেল অলি
ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে : ইসি
সিলেটকে উড়িয়ে জয়ের ধারায় চট্টগ্রাম
ঈশ্বরগঞ্জে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সচিবালয়ের পথে জবির অনশনকারী শিক্ষার্থীরা
হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যুর অভিযোগ
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা: চেয়ারম্যানকে আসামি করে মামলা
নরকিয়া ও এনগিডিকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দ. আফ্রিকা দল
বান্দরবানে দূর্বৃত্তের গুলিতে মার্মা নারী আহত
‘বিতর্ক ওঠায়’ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল
পুলিশকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : পুলিশ সুপার
কুয়াকাটায় জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ৩
বাংলাদেশে থেকে ওরা পালিয়েছে- আল্লামা তারেক মনোয়ার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সমস্যা সমাধানে কঠোর পদক্ষেপ চাই