ঢাকা   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১

ছয় জেলায় সড়কে নিহত ৮ আহত ১৮

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

০৪ জুলাই ২০২৩, ১০:৫৩ পিএম | আপডেট: ০৫ জুলাই ২০২৩, ১২:০১ এএম

দেশের ছয় জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও আরো ১৮ জন আহত হয়েছে। এরমধ্যে কুড়িগ্রাম ও কক্সবাজারে দুইজন করে এবং ব্রাহ্মণবাড়িয়া, নাটোরের বড়াইগ্রামে, মুন্সীগঞ্জের সিরাজদিখানে ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একজন করে নিহত হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনÑ

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, কুড়িগ্রামের রাজারহাটে পিক্যাপভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এসময় ইজিবাইকের ৫ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে রাজারহাট উপজেলার মিলের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সে উলিপুর উপজেলার নাওডাঙ্গা গ্রামের গাফফার আলী মোল্লার ছেলে সিরাজুল ইসলাম ও রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বাসিন্দা রহিমা বেগম।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানান, উলিপুর রাজারহাট সড়কের মিলের পাড় নাম এলাকায় উলিপুরগামী একটি পিক্যাপভ্যান ও রাজারহাটগামী একটি ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজি বাইকটি সড়ক থেকে নিচে পড়ে যায়। এতে ইজিবাইকে যাত্রী সিরাজুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়।

রাজারহাট থানার ওসি আব্দুল্লাহিল জামান জানান, এ ঘটনায় পিকআপভ্যান ও ইজিবাইকটি থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এ সময় আরো চারজন আহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় রাধিকা-শিবপুর সড়কের সদর উপজেলার বিরামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আহতদের মধ্যে মোহন মিয়া নামের একজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সদর উপজেলা থেকে নবীনগরে যাওয়ার পথে রাধিকা-শিবপুর সড়কের বিরামপুরে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহীরা সড়কে ও পাশের খাদে পড়ে যান। এ সময় গুরুতর আহত দুই যুবককে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত মোহন মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বড়াইগ্রাম (নাটোর) উপজেলা সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে প্রাইভেটকার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক আম ব্যবসায়ী নিহত ও আরো ৮ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহসাড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম সাভারের আমিন বাজার এলাকার আব্দুল জব্বারের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, গতকাল সকালে রাজশাহী থেকে আম কেনার পর চারজন ব্যবসায়ী প্রাইভেটকারে ঢাকা যাচ্ছিলেন। অপর দিকে, ঢাকা বিমানবন্দর থেকে বিদেশ ফেরৎ এক যুবককে নিয়ে ৯ জন অপর একটি মাইক্রোবাসে চেপে নাটোর ফিরছিলেন। পথে মানিকপুর কলাবাগান এলাকায় প্রাইভেটকার ও মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় যানবাহন দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্বসড়কে উল্টে পড়ে আব্দুল করিম ঘটনাস্থলে নিহত ও আরো ৮ জন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ আহতদের বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদতা জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা নামক এলাকায় ঢাকাগামী সার্ভিস লেনের পশ্চিম পাশ থেকে লাশটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ । নিহত মো. তোফাজ্জল হোসেন গাজীপুর জেলার টংগী থানার করমুন পূর্ব পাড়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে।

হাসাড়া হাইওয়ে থানার এস আই জামিরুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ঘাতকযানের শনাক্তের চেষ্টা চলছে।

কক্সবাজার : কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক যাত্রী। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের সরলিয়া বাজার এলাকার আহমদ নবীর ছেলে শেহাব উদ্দিন ও আনোয়ারা উপজেলার হাবিবুর রহমানের ছেলে নুরুল আমিন। আহত নারীর পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার এবিসি সড়কের ধনিয়াকাটা বাজারের দক্ষিণ পাশের তিন রাস্তার মোড়ে পেকুয়াগামী যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রামগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী শিহাব উদ্দিন ঘটনাস্থলে মারা যান। দু’জন গুরুতর আহত হন। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল আমিন।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার বলেন, ঘটনাস্থল ও হাসপাতাল থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। চালক ও সরকারী পালিয়েছে।

সিরাজগঞ্জ : ঢাকা-নাটোর মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকালল মঙ্গলবার সকাল ১০টার দিকে সলঙ্গা আজিজ পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার নুর মোহাম্মাদের ছেলে।

উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান, নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে। ঘাতক গাড়িটিকে পুলিশ খুঁজছে।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সীমান্তে বাংলাদেশি নিহত : পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ

সীমান্তে বাংলাদেশি নিহত : পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ

নিকোলাস মাদুরোর তৃতীয় শপথ, রাজনৈতিক দমন-পীড়নের আশঙ্কা

নিকোলাস মাদুরোর তৃতীয় শপথ, রাজনৈতিক দমন-পীড়নের আশঙ্কা

সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ

সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ

কার সাথে সংসার করছেন জয়া?

কার সাথে সংসার করছেন জয়া?

২৪ বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে

২৪ বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে

টানা চার ম্যাচে রোনালদোর গোল,নতুন বছর জয় দিয়ে শুরু নাসেরের

টানা চার ম্যাচে রোনালদোর গোল,নতুন বছর জয় দিয়ে শুরু নাসেরের

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় : উপদেষ্টা মাহফুজ

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় : উপদেষ্টা মাহফুজ

টঙ্গীবাড়ীতে মসজিদের ইমামকে কুপিয়ে জখম

টঙ্গীবাড়ীতে মসজিদের ইমামকে কুপিয়ে জখম

জার্মানিতে পাঁচ লাখের বেশি মানুষ গৃহহীন

জার্মানিতে পাঁচ লাখের বেশি মানুষ গৃহহীন

চীনে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

চীনে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি : আইন পর্যালোচনায় রোববার বৈঠকে বসছে ইসি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি : আইন পর্যালোচনায় রোববার বৈঠকে বসছে ইসি

কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান

কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান

যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই

যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই

টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার

টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার

আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট

আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট

লস অ্যাঞ্জেলেসে দাবানল, প্রবল বাতাসে পরিস্থিতি ভয়াবহ

লস অ্যাঞ্জেলেসে দাবানল, প্রবল বাতাসে পরিস্থিতি ভয়াবহ

কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান

কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি, মানবিক বিপর্যয় অব্যাহত

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি, মানবিক বিপর্যয় অব্যাহত

নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক

নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক

শেখ হাসিনার সাথে হত্যা মামলায় জড়িত পটুয়াখালীর ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোজাম্মেল আটক

শেখ হাসিনার সাথে হত্যা মামলায় জড়িত পটুয়াখালীর ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোজাম্মেল আটক