ফাঁকা সড়কে মোটরসাইকেলে গতির ঝড়
০৪ এপ্রিল ২০২৫, ১২:২২ এএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ১২:২২ এএম

সাধারণ সময়ে যানজটের শহর ঢাকায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সুযোগ থাকে না। পাশাপাশি বিভিন্ন মোড় ও স্থানে ট্রাফিক পুলিশের তদারকির কারণে নিয়ম মেনেই সড়কে চলাচল করেন বেশিরভাগ মোটরসাইকেল চালকরা। ঈদের ছুটিতে যানজটের শহরে ফাঁকা সড়ক পেয়ে বেপরোয়া হয়ে উঠেছেন মোটরসাইকেল চালকরা। সাধারণ সময় সড়কে চলাচলের নিয়ম-কানুন মেনে চললেও এখন সেই তোয়াক্কা নেই। ফলে দেখা দিচ্ছে দুর্ঘটনার শঙ্কা।
ফাঁকা সড়ক পেয়ে গতির ঝড় তুলছেন বেশিরভাগ মোটরসাইকেল চালক। উঠতি বয়সীদের ভেতর এই প্রবণতা সবচেয়ে বেশি। তাছাড়া অনেকে হাইড্রোলিক হর্ণসহ সাইলেন্সরে হলার ব্যবহার করে সৃষ্টি করছেন শব্দ দূষণ। দুইজনের জায়গায় তিনজনও বহন করতে দেখা গেছে। অনেকে ছোট শিশুদের মোটরসাইকেলের সামনে বসিয়ে অনিরাপদভাবে চলাচল করছেন।
ওয়েলকাম পরিবহনের চালক হায়দার বলেন, মোটরসাইকেল চালকরা সাধারণ সময়ই,উড়াধুরা চালায়। এখন ফাঁকা রাস্তায় তো টানের ওপর আছে। পোলাপাইন যারা চালায় তারা এদিকে ওদিকে বাউলি দেয়। বাস চালানোর সময় সব সময় মোটরসাইকেলের জন্য ভয়ে থাকতে হয়। তাদের জন্য দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে তিনদিনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) জরুরি বিভাগে চিকিৎ সা নিয়েছেন ১৬৯ জন। হাসপাতাল সূত্র জানিয়েছে, ঈদের আগের দিন দিবাগত রাত ১২টা থেকে ঈদের দিন দিবাগত রাত ১২টা পর্যন্ত ৯০ জন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হাসপাতালে জরুরি বিভাগে এসেছেন। এর মধ্যে ৮৭ জন পুরুষ ও ৩ জন নারী। এছাড়া ঈদের দিন দিবাগত রাত ১২টা থেকে বুধবার বিকেল ৩টা পর্যন্ত চিকিৎসা নিতে এসেছেন ৭৯ জন আহত। তাদের মধ্যে ৭৪ জন পুরুষ ও ৫ জন নারী। আহতদের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে আবার অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতালটির কর্তৃপক্ষ। এদিকে হাসপাতালটির ক্যাজুয়েলিটি ওয়ার্ড-১ এ গিয়ে দেখা যায় সেখানে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অনেকে অনেকে ব্যথায় কাতরাচ্ছেন। তাদের কারো হাত ভেঙে গেছে তো কারো পা।
তেমনি একজন মো. আল-আমিন। ঈদের দিন বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে দুর্ঘটনার শিকার হন। তারা ডান পা ভেঙে গেছে।
আল-আমিন বলেন, তিন বন্ধু মিলে একট মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলাম। পথে একটা বাঁকে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় ওই মোটরসাইকেলের চালকের হেলমেট খুলে রাস্তার ওপর চলে আসে। তখন একটি অটোরিকশা হেলমেট বাঁচাতে গিয়ে আমাদের মোটরসাইকেলে লাগিয়ে দেয়। সরাসরি এসে আমার পায়ে লাগে। আমার আরেক বন্ধুও আহত হয়েছে। তারও পা ভেঙে গেছে। কিন্তু আমারটা গুরুতর হওয়ায় ঢাকায় নিয়ে আসতে হয়েছে। আল আমিন বলেন, বন্ধুকে বলছিলাম আস্তে চালাতে। কিন্তু ফাঁকা সড়ক পেয়ে সে গতি কমায়নি। এখন আমি হাসপাতালে নিচ তলায় আর সে ৯ তলায় শুয়ে আছে। ঈদের আনন্দ পুরো মাটি করে দিয়েছে। তাও ভালো এখনো বেঁচে আছি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

নেত্রকোনায় চাঞ্চল্যকর আনোয়ার হত্যাকান্ডের রায়ে একজনের ফাঁসি

ড. ইউনূসের সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ

কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে বাড়ি-দোকান ভাংচুর, লুটপাট অর্ধশত আহত

জিম্বাবয়ের বিপক্ষে যে কারণে শক্তিশালী দল দিল বিসিবি

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও মেয়েদের বড় জয়

মহেশপুর সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত আহত ৪

লালমোহনে প্রান্তিক কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

দেশে বিনিয়োগের এত অনুকূল পরিবেশ আগে ছিল না: ড. ইউনূস

বিশ্বের শক্তিশালী ৫০ দেশের তালিকায় বাংলাদেশ

বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে ২৪ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

এনডিবি আরও ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে

ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলো শিবির

সৈয়দপুরে গাজায় মুসলিম জনতাকে গনহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন

মির্জাগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ বস্তা চাল জব্দ

২৪ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর মনি হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার

গাজায় গণহত্যার প্রতিবাদে ওসমানীনগরে তালামীযে ইসলামিয়ার বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

স্পিড ব্রেকারের দাবিতে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি