শুধু ভালো ফলাফল নয় ভালো মানুষও হতে হবে হাসান আহমেদ চৌধুরী কিরণ
২১ মার্চ ২০২৩, ০৮:১৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪৬ পিএম
আজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংস্কৃতি চর্চা নেই, খেলাধুলা নেই, বিজ্ঞান চর্চা নেই, বিনোদন নেই। আছে শুধু পড়া পড়া আর পড়া। এতে শিশু কিশোরদের জিপিএ-৫ পাওয়ার আসক্তির দিকে ঠেলে দেয়া হচ্ছে। যা শিশু কিশোরদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে। বিতর্ক হচ্ছে এমন একটি সহপাঠ্যক্রম যা কোমলমতি শিক্ষার্থীদের দক্ষতা ও চিন্তার প্রসার ঘটায়। যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। তাই শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হিসেবেও নিজকে গড়ে তুলতে হবে। আজ মঙ্গলবার নওগাঁ’র মান্দা উপজেলা আয়োজিত মাসব্যাপী বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এসব কথা বলেন। উপজেলার মুক্তমঞ্চ সোপানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বাক্কার সিদ্দিক।
সভাপতির বক্তব্যে মো. আবু বাক্কার সিদ্দিক বলেন, সৎ মানুষ হতে হবে। কারণ সততাই পারে মানুষকে বড় করতে। সুস্থ্য সংস্কৃতির চর্চা শিক্ষার্থীদের সুন্দর জীবন গড়ে দিতে পারবে। প্রন্তিক পর্যায়ের শিক্ষার্থীদের সময়োপযোগী করতে বিতর্কের মত প্রতিযোগিতা আরও বেশি বাড়াতে হবে। যেন ধীরে ধীরে উপস্থাপনার ভয় কাটে, দক্ষতা বাড়ে তরুণ প্রজন্মের।
কিশোর অপরাধ বৃদ্ধির কারণ নিয়ে চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিকদের বক্তব্যের প্রেক্ষিতে হাসান আহমেদ চৌধুরী কিরণ আরও বলেন, সাম্প্রতিক সময়ে দেশে আশঙ্কাজনক হারে কিশোর অপরাধ বৃদ্ধি পাচ্ছে। সামাজিক যোগাযোগ বা তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণে এই অপরাধের মাত্রা আরো বাড়ছে।
বিশেষ করে টিকটক, লাইকি, ইমু, ফেসবুক, স্ট্রিমকার, মাইস্পেস, হাইফাইভ, বাদু ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার কিশোর-তরুণদের বিপথগামী করে তুলছে।
তবে সামাজিক অবক্ষয়, পারিবারিক বন্ধনের ঘাটতি, বাবা-মায়ের বিচ্ছেদের ফলে সন্তানের প্রতি অনাদর, সন্তানকে সময় না দেয়া, মাদকের সহজলভ্যতা, সুশাসনের অভাব, রাজনৈতিক প্রতিহিংসাও কিশোর অপরাধ বৃদ্ধির জন্য দায়ী।
কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক ও শিক্ষকসহ সমাজের বিভিন্ন পেশার মানুষকে সমন্বিত ভাবে কাজ করতে হবে। বিশেষত পরিবারে সন্তানদের প্রতি বাবা মায়ের নজরদারি বাড়াতে হবে। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।
যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি এই শ্লোগানে এবারের বিতর্ক প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণেই কিশোর অপরাধ বাড়ছে শীর্ষক বিষয়ে চুড়ান্ত প্রতিযোগিতায় পরানপুর হাই স্কুলকে পরাজিত করে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় বিজয়ী হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হবার গৌরব অর্জন করে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয়ের বিতার্কিক নুসরাত জাহান নওমি। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে মেডেল, ট্রফি, সনদপত্র সহ ২৫,০০০ টাকা করে ৫০,০০০ টাকা প্রদান করা হয়। শ্রেষ্ঠ বক্তাকে ট্রফি ও ১০,০০০ টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: মাহবুবা সিদ্দিকা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিমসহ মান্দা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ