বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
২৩ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
চারদিকে বেশি আলাপ এখন নির্বাচন নিয়ে। কথা ছিল আগে সংস্কার পরে নির্বাচন। এখন সংস্কারের চেয়ে কথা বেশি নির্বাচন নিয়ে। মাত্র কদিনের ব্যবধানে মতিগতিতে ব্যাপক পরিবর্তন। নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপিসহ কয়েকটি দল। রোডম্যাপ বললেও সোজা কথায় নির্বাচনের সিডিউল বা তফসিল চায়। এমন কথাও বলা হচ্ছে, নির্বাচনের পর সংস্কার হবে। নির্বাচিত প্রতিনিধিরা প্রয়োজন মতো সংস্কার করবেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস, রাজনৈতিক দলগুলো কী চায়, তার ওপর গুরুত্ব দিয়েছেন। বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি নির্বাচন চায় তাহলে তিনি সংস্কার বাদ দিয়ে নির্বাচন দিয়ে চলে যাবেন। এতে বিএনপিসহ রাজনৈতিক দলগুলো অনেকটা ‘থ’ বনে গেছে।
ওদিকে মুখে মুখে নানা কথা বলা হলেও ভেতরে ভেতরে নির্বাচিত সরকারের মেয়াদ কমানোর পক্ষে নয় বিএনপি। অন্যান্য দলেও নানা মত। নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছরের জায়গায় চার বছর করার প্রস্তাব এসেছে বলে ড. ইউনূসের বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনের অন্দরে ক্রিয়া-প্রতিক্রিয়া চলছে। তারেক রহমানের এক প্রস্তাবনায়ও চার বছরের কথা রয়েছে। কিন্তু, কথাটি প্রচার পেয়েছে ইউনূসের বরাতে। আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের (কপ২৯) ফাঁকে কাতারভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরাকে সাক্ষাৎকার দেন ড. মুহাম্মদ ইউনূস। এই ভিডিও সাক্ষাৎকারটি সম্প্রচার করেছে আল-জাজিরা। সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, সাধারণত নিয়মিত সরকারের মেয়াদ পাঁচ বছর। মানুষ সরকারের মেয়াদ কম চায়। সংবিধানে নতুন করে চার বছরের প্রস্তাব করা হচ্ছে।
সংবিধান সংস্কার কমিশন এ পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধি ও সংগঠনের সঙ্গে ১৫-১৬টি সভা করেছে। কমিশনের একাধিক সূত্র জানিয়েছে, এসব বৈঠকে অংশগ্রহণকারীদের বেশির ভাগই নির্বাচিত সরকারের মেয়াদ চার বছর করার পক্ষে মত দিয়েছেন। কিন্তু, বিএনপিসহ আলোচিত দলগুলোর মনোভাব ভিন্ন। এই ভিন্নতার মাঝে আরেক ভিন্নতা প্রকাশ করেছেন কবি, রাষ্ট্রচিন্তক ফরহাদ মযহার। তিনি বিএনপিকে নির্বাচনের জন্য উতলা না হয়ে ধৈর্য্য ধরতে বলেছেন। জাতীয়বাদী ঘরানার আরেক চিন্তক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের মাইন্ডে আরেক চিন্তা। তিনি চান, দেশ আবার প্রেসিডেনশিয়াল ফরমেটে ফিরুক। তার যুক্তিও বাজারে এসেছে। তার অভিমত, দেশ স্বাধীন হওয়ার পর সংসদীয় শাসন পদ্ধতি কখনো সুষ্ঠুভাবে পরিচালিত হয়নি। শাসনের নামে কায়েম হয়েছে অপশাসন। গণতন্ত্রের নামে বার বার দেয়া হয়েছে দুর্বৃত্তায়ন-স্বৈরতন্ত্রের গাঁথুনি। সেইসঙ্গে তৈরি হয়েছে বৈষম্যের চর্চা। গণতন্ত্র থেকেছে কেবল কথার কথায়। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই পাকিস্তান ভাঙ্গা হয়েছে। বাংলাদেশ তৈরি হয়েছে। বাস্তবে দেশ স্বাধীনের পর গণতন্ত্রের টুটি চেপে সর্বময় ক্ষমতায় দখলদারিত্ব কায়েম করা হয়েছে। এর মাঝে আর রাখঢাকও রাখা হয়নি। সিনা টান করে বীরবিক্রমে একদলীয়-একনায়কীয় বাকশালই প্রতিষ্ঠা করা হয়েছে। এরপর ক্ষমতার পালাবদল হয়েছে। দফায় দফায় শাসক বদলেছে। কিন্তু, একদলীয় ও কর্তৃত্ববাদ ঠিকই চলেছে। প্রেসিডিয়ানশিল পদ্ধতি তা ঠেকাতে পারবে বলে যুক্তি তাদের।
এমন নানা যুক্তি ও কথার মাঝেই বোমা ফাটিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’। সেখানে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কি না, এ প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘এটা ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সুতরাং তারা ইতোমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না।’ তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই, সে প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। আমি রাজনীতিকদের আকাক্সক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি।’
ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেওয়া ওই সাক্ষাৎকারটি সোমবার প্রচার হয় দ্য হিন্দুর অনলাইন সংস্করণে। সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে দেওয়া বিবৃতির কথা তুলে ধরে হিন্দুর সাংবাদিক প্রধান উপদেষ্টার কাছে জানতে চান, নতুন যুক্তরাষ্ট্র প্রশাসনের সময় আন্তর্জাতিক সহায়তা অব্যাহত থাকার বিষয়ে তিনি কতটা আত্মবিশ্বাসী। জবাবে ড. ইউনূস বলেন, ‘আমি মনে করি, প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোনো বিবৃতি দেননি।’ তখন হিন্দুর সাংবাদিক বলেন, ‘তিনি দিয়েছেন, সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে...।’ জবাবে ড. ইউনূস বলেন, ‘ভালো। এখন বাংলাদেশ ও সংখ্যালঘুদের বিষয়ে বলি। সম্ভবত তিনি সঠিকভাবে অবগত নন। এটা অপপ্রচার, যা বিশ্বজুড়ে চলছে। কিন্তু যখন তিনি বাংলাদেশের সঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবতা সম্পর্কে জানবেন, তখন জনাব ট্রাম্প অবাক হবেন যে তাকে কতটা ভিন্নভাবে বাংলাদেশ সম্পর্কে জানানো হয়েছে।’ এই আনলিমিটেড সংবাদের মধ্যে যোগ হয়েছে ফরহাদ মযহারের হাটহাজারীর ইসকন মন্দিরে যাওয়ার ঘটনা। ফরহাদ মযহার মাত্র ৯ নভেম্বর ইসকনের বিরুদ্ধে একটা কড়া লম্বা পোস্ট লিখেছিলেন। এর ৯ দিনেই আরেক রূপ। এই সময়ের মাঝেই ইসকনের একটিভ সদস্যা তুলসী গ্যাবার্ডের নাম যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে গত ১৩ নভেম্বর ঘোষণা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংস্কার ও নির্বাচন বিষয়ক জল্পনা, গুঞ্জন, কানাঘুষার মাঝে এসব ঘটনাও নতুন নতুন বিষয়, যা একত্রিত হয়ে গোটা আবহকে এবড়োখেবড়ো করে দিচ্ছে। নির্বাচনের রোডে খানাখন্দক বাড়াচ্ছে। ম্যাপে আনছে ঘষামাজা। কেউ কেউ ভুলেই যাচ্ছেন, ১৫ বছর ৭ মাসের কর্তৃত্ববাদের কথা। সেইসঙ্গে অবিশ্বাস্যভাবে সেই দানবীয় সরকারটির পতনের ঘটনাবলী, যা ধারণা করাও কঠিন কারো কারো জন্য। কী থেকে কী হয়ে গেল! কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনটি শুরুতে ছিল কয়েকটি বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ও শান্তিপূর্ণ। তাদের দাবিগুলো ছিল একদিকে যৌক্তিক, আরেকদিকে সুনির্দিষ্ট বিষয়ে। তারা ক্ষমতার প্রার্থী ছিল না। সরকারের বিদায়ও চায়নি। তারা চেয়েছিল শুধু সরকারি চাকরিতে কোটাপদ্ধতির সংস্কার। কোটার বিলুপ্তিও নয়। সরকারের পক্ষে ওই দাবি মেটানো সম্ভব ছিল। কিন্তু, সরকার তা কেবল অগ্রাহ্যই করেনি। মারমুখী হয়ে হত্যা-দমন-পীড়নে ছাত্রদেরকে প্রতিপক্ষ করে দিয়েছে। আর গোটা সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছে। এর পর যা হবার তাই হলো।
১৫ বছর ৭ মাসের তুলনায় তিন-সাড়ে তিন মাস কোনো সময়ই নয়। কিন্তু, মানুষের চাহিদা-আকাক্সক্ষা অফুরান। দাবিও বিস্তর। দাবিতে কোনো ছাড় নেই। নগদে সবার সব দাবি এখনই পূরণ করতে হবে, মানতে হবে। নইলে আদায় করে ছাড়া হবে। এ অবস্থা কারা করেছে, তা সবারই জানা। অবস্থাটা এমন খুন-খারাবি, চুরি-পাচার করে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পারিষদ, এখন সে সবের দায় শোধের ভার প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তার সরকারের। সেই দায়িত্ব তিনি পালন করে চলছেনও। রাষ্ট্র মেরামতসহ নানা দাবি ও মানুষের উচ্চ মাত্রার প্রত্যাশা অন্তর্বর্তী সরকারের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ জিততেই হবে সরকারকে। ষড়যন্ত্র, প্রতিবিপ্লবের অপচেষ্টা বা সময়কে দোষারোপের কোনো সুযোগ নেই।
সম্প্রতি ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরসূরীদের সংবর্ধনা অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, বীর মুক্তিযোদ্ধারাই দেশের শ্রেষ্ঠ সন্তান। কারণ, তাদের জন্য দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযোদ্ধা, শহীদ, আহত ও জীবিত ছাত্র-জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। ছাত্র-জনতার আন্দোলনের ফলে যে সুযোগ তৈরি হয়েছে, তার মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর সামনে দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। তিনি বলেন, নতুন দেশে আমাদের দায়িত্ব সব মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা থাকবে কিন্তু আমরা কেউ কারও শত্রু হবো না। কাউকে তার মতের এবং ধর্মের জন্য শত্রু মনে করবো না। আমরা সবাই সমান। এই সরকার সাম্য ও মানবিকতার ভিত্তিতে দেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ।
ড. ইউনূস বিভিন্ন সময় তার কিছু যন্ত্রণার কথাও বলেছেন। কিছু অপশক্তি তাকে নানা ষড়যন্ত্রে ব্যর্থ করতে চায়, সরকারের বিরুদ্ধে পতিত স্বৈরাচার, তার দোসর এবং ভারতের মোদি সরকার একের পর এক ষড়যন্ত্র-চক্রান্ত চালিয়ে যাচ্ছে।
একথা আগে এভাবে বলেননি। বলেছেন বলে তিনি এবং তার সরকার নিস্তার পেয়ে গেছেন? মোটেই না। এ সরকারকে ব্যর্থ করতে তার মাথা ও ঘাড়ের ওপর ঘুরতে থাকা যন্ত্রগুলো কেবল মোকাবেলা নয়, জনপ্রত্যাশাও পূরণ করতে হবে। দেশে প্রায় ১৬ বছর গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই। গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য এদেশের মানুষ লাগাতার সংগ্রাম করেছে। সুতরাং, এই সরকারের অপরিহার্য দায়িত্ব দেশকে গণতন্ত্রে উত্তরণ নিশ্চিত করা। এ জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করব, গণতন্ত্রের পথের অভিযাত্রাকে সরকার যথোচিত গুরুত্ব দেবে। ষড়যন্ত্রের শিরোমনিদের বিচার, সংস্কার, নির্বাচনসহ সরকারের কাজের ভলিউম বিশাল। সেইসঙ্গে গণআন্দোলনে আহতদের চিকিৎসা, তাদের কর্মসংস্থান, আইনশৃঙ্খলা পরিস্থিতি আয়ত্তে আনা, প্রশাসন ঠিক করা, নিত্যপণ্যের বাজারের আগুন নেভানোসহ কাজের লিস্ট বড় দীর্ঘ। এগুলোর একটিও পাশ কাটানোর সুযোগ নেই তার।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট।
[email protected]
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
শেষ বিকেলে লুইস-অ্যাথানেজের 'আক্ষেপে' ম্যাচে ফিরল বাংলাদেশে
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ