ভোটারদের কেন্দ্রে আনাই বরিশাল সিটি নির্বাচনে প্রার্থী ও নির্বাচন কমিশনের বড় চ্যলেঞ্জ হয়ে উঠছে
২৮ মে ২০২৩, ০৫:২৮ পিএম | আপডেট: ২৮ মে ২০২৩, ০৫:২৮ পিএম
বরিশাল সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে ভোটারদের কেন্দ্রে নেয়াই নির্বাচন কমিশন ও প্রার্থীদের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। অতি সম্প্রতি গাজীপুর সিটি নির্বাচনে ভোটারের উপস্থিতি বিষয়টিকে নির্বাচন কমিশনের দায়িত্বশীলদের মনে নানা প্রশ্নে জন্ম দিতে শুরু করেছে। তবে যেহেতু ২০১৮ সালে বরিশাল সিটি নির্বাচন পরিস্থিতি ছিল গাজীপুরের চেয়েও বেশী ন্যক্কারজনক,তাই এ নগর পরিষদ নির্বাচনে ভোটারদের কেন্দ্রে নেয়াটা এখন প্রার্থীদের কাছেও বড় দুঃশ্চিন্তার। এ অবস্থাতেই গত শণিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল পেশী শক্তি সহ যারা বেপথে ভোটকে প্রভাবিত করতে চান, তাদের জন্য কঠোর বার্তা দিয়ে গেছেন।
ইতোমধ্যে ১২ জুনের বরিশাল সিটি নির্বাচনে ১২৬টি কেন্দ্রের মধ্যে ১০৬টিকেই পুলিশ সহ আইনÑশৃংখলা বাহিনী ঝুকিপূর্ণ বিবেচনা করে বাড়তি আইনÑশৃংখলা বাহিনী মোতায়েনের কথা বলেছে। এমনকি শণিবার মত বিনিময় সভায় নির্বাচন কমিশনার আসসান হাবিব খান কোন ধরনের অনিয়মকে প্রশ্রয় না দেয়ার কথা জানিয়ে অনেক কেন্দ্রেই ভোটারের চেয়ে আইনÑশৃংখলা বাহিনীর সংখ্যা বেশী থাকবে বলে জানিয়েছেন। তারমতে বিচলিত হবার কিছু নেই। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার সহ কমিশনের সচিব পর্যন্ত আসন্ন এ নির্বাচনে কঠোর অবস্থানের কথা বলে গেছেন।
তবে এরপরেও নগর পরিষদের আসন্ন নির্বাচনে ভোটারদের উপস্থিতি নিয়ে শংকিত বেশীরভাগ প্রার্থী। এমনকি প্রথমবারের মত বরিশাল সিটির সবগুলো কেন্দ্রে ইভিএম-এ ভোট হওয়ায় ভোটারদের মধ্যে, বিশেষ করে নারী ভোটরদের মধ্যে এক ধরনের ভীতি থেকে উপস্থিতি হ্রাস পেতে পাড়ে বলেও মনে করছেন অনেক প্রার্থী।
আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে ২ লাখ ৭৫ হাজার ২৬৭ জন ভোটার ১২৪টি কেন্দ্রের ৯৫৩টি কক্ষে ভোট দেয়ার কথা। ২০১৮ সালে ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৪২ হাজার ১৬৬।
তবে নগরীর ৩০টি ওয়ার্ডের ১১৬ জন সাধারন কাউন্সিলর, ৪২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ৭ জন মেয়র প্রার্থীর প্রায় সকলেই ইতোমধ্যে ভোটারদের কেন্দ্রে আনার ব্যাপরে মনযোগী হতে শুরু করেছেন বলে জানা গেছে। এক্ষেত্রে আগামী কয়েক দিনে ভোটারদের মনোভাব আরো স্পষ্ট হবে বলে আশা করছেন নির্বাচনী পর্যবেক্ষকগন।
এদিকে সপ্তাহের প্রথম কর্মদিবস, রোববার পুরো বরিশাল মহানগরী যুড়ে মূল মেয়র প্রার্থীগন সহ বেশীরভাগ কাউন্সিলর প্রার্থীরা পুরো নগরী চষে বেরিয়েছেন। আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস ও ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করিনম সহ জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু নগরীর বিভিন্ন ওয়ার্ডে ভোটারেদের দ্বারে দ্বারে ঘুরে শুভেচ্ছা বিনিময় ও দোয়া কামনা করেছেন। সবাই নারী ও শিশু বান্ধব নগরী সহ পরিবেশ বান্ধব বরিশাল গড়ারও অঙ্গিকার করছেন। তবে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়েরকে বেশী বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে নগরকর সহ বর্তমান নগর পরিষদের নানা অনিয়ম, সেচ্চারিতা ও অব্যবস্থার প্রশ্নের জবাব দিতে গিয়ে। ফলে তিনি যেখানেই যাচ্ছেন, নাগরিক বান্ধব নগর কর সহ পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার অঙ্গিকার করছেন। এমনকি তিনি নির্বাচিত হলে ‘পুরো নগর ভবন নগরবাসী ও করদাতাদের পারামর্শ অনুযায়ী চলবে’ বলেও অঙ্গিকার করছেন।
জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস বর্তমান নগর পরিষদের নানা সমালোচনা করে সব অনিয়ম অব্যবস্থা দুর করা সহ নগরভবনকে দূর্নীতিমুক্ত করার কথা বলছেন। এমনকি এখন ৫ মিনিট ভারি বর্ষন হলে পুরো নগরী পানির তলায় চলে যায় বলে সমালোচনা করে এ পরিস্থিতি উত্তরনে সব কিছু করবেন বলেও জানিয়েছেন।
ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করিম ছাহেবও নানামুখি অঙ্গিকার সহ প্রতিশ্রুতি দিচ্ছেন। রোববার তিনি নগররী বিভিন্ন এলাকা ঘুরে নির্বাচিত হলে বরিশাল মহানগরীকে মশকমুক্ত করার কথাও বলছেন।
এদিকে সাবেক মেয়র ও অধুনালুপ্ত পৌর চেয়ারম্যান মরহুম আহসান হাবীব কামালের পুত্র কামরুল আহসান রুপন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করে ঘড়ি প্রতিকে নির্বাচন করলেও এখনো তিনি বিএনপি বা সমমনা কোন দলের নুন্যতম সহানুভুতিও লাভ করেন নি। ফলে অনেকটা ‘একলা চলো নীতি’ নিয়েই ভোটের মাঠে প্রচারনায় রয়েছেন রূপন।
জাকের পার্টির প্রার্থী মিজানুর রহমান বাচ্চু দলীয় কর্মীদের সাথে নিয়ে গনসংযোগ করছেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
সিলেটে শেখ মুজিবের ম্যুরাল অপসারণে ৩ দিনের আল্টিমেটাম
ডিএনসির ‘হাত-পা বাঁধা’ থাকায় মাদক সাম্রাজ্য চালিয়েছেন বদি
মৌলভীবাজারে মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের উদ্যেগে ১ হাজার কম্বল বিতরণ
বিপিএলের মাধ্যমে তারুণ্যের উৎসব গতি পেয়েছে: ফাহিম
শমী কায়সারের ব্যবসায়িক তথ্য তলব
লাখো মানুষের স্বাস্থ্যসেবায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও বিদ্যানন্দের ভাসমান হাসপাতাল ‘জীবন খেয়া’
সৈয়দপুরে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমির টপ সয়েল
আগামীর নির্বাচন হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের: জোনায়েদ সাকি
বিরলে একই জমিতে কলা ও বাঁধাকপি চাষ করে সফল এক নারী কৃষক
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় রোর ফ্যাশনের শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ
৭২-এর সংবিধানে মুক্তিযুদ্ধকে ছিনতাই করা হয়েছে: মামুনুল হক
দেশের জন্য কল্যাণকর ও ফলপ্রসূ গবেষণায় গুরুত্ব দিতে হবে: খুবি উপাচার্য
সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা জরিমানা
খুবিতে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু শুক্রবার থেকে
কোনো অতিথিকে সরকারি অর্থে হজে নেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা
সিলেটে আড়াই‘শ ভরি স্বর্ণ চুরি
'জংলি'তে বিভৎস রূপে সিয়াম, জানা গেল সিনেমা মুক্তির তারিখ
জিয়াউর রহমানের মাজারে স্বেচ্ছাসেবক দল নেতাদের শ্রদ্ধা নিবেদন
আর্থিক সুরক্ষায় গার্ডিয়ান লাইফ ও বাংলাদেশ ফাইন্যান্সের নতুন উদ্যোগ
লক্ষ্মীপুরের মেঘনায় তীর সংরক্ষণ বাঁধে নিম্নমানের পাথর ও বালি ব্যবহার