চিনি চোরাচালান নিয়ে পোস্টের জেরে সিলেটে এক এপিপির উপর হামলা : কেন্দ্রিয় ছাত্রলীগের তদন্ত কমিটি
১১ আগস্ট ২০২৩, ০৭:৪৫ পিএম | আপডেট: ১১ আগস্ট ২০২৩, ০৭:৪৫ পিএম
কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য ও সিলেট জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজনের উপর ঘটেছে হামলার ঘটনা। জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি এবং চিনি চোরাচালান নিয়ে তার একটি ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে গতকাল (বৃহস্পতিবার) রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য ৪ সদস্যে বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আজ শুক্রবার বিকাল পৌণে ৫টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেইজে উপ দপ্তর সম্পাদক সাদি মোহম্মদ আকাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, গতকাল (১০ আগস্ট) সিলেটে ঘটা অনাকাঙ্খিত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের উদ্দেশ্যে ০৪ (চার) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো এবং তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত রির্পোট ২৩, বঙ্গবন্ধু এভিনিউতে দপ্তর সেলে জমা দেয়ার দেয়া হলো নির্দেশ। কমিটির সদস্যরা হচ্ছেন, ফুয়াদ হোসেন শাহাদাত, সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, বরিকুল ইসলাম বাধন, সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, মাইনুল হাওলাদার, সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ এবং মো. তাওহীদ বনি, আইন সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ।
সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী মোটর সাইকেল নিয়ে বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে দাড়িয়াপাড়া পয়েন্টে জড়ো হন। এসময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা পূজনের উপর হামলা চালায়। হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় পূজনকে লক্ষ্য করে ঘটানো হয় ককটেলের বিস্ফোরণ। এতে পায়ে স্পিল্টার বিদ্ধ হয়ে আহত হন পূজন। পরে হামলাকারীর মিছিল দিয়ে ত্যাগ করে ঘটনাস্থল।
হামলার পর অ্যাডভোকেট পূজন জানান, সিলেট জেলা ও মহানগরের ছাত্রলীগের কমিটি এবং চিনি চোরাচালান নিয়ে ফেসবুকে কয়েকটি পোস্ট করেন তিনি। পরে দলের সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধে পোস্টটি মুছে ফেলেন পূজন। এই পোস্টের জেরে ছাত্রলীগের নেতাকর্মীরা হুমকি দিয়ে আসছিলেন তাকে। বৃহস্পতিবার রাত আটটার দিকে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এবং মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ হেলমেট পরিহিত অবস্থায় এ হামলায় নেতৃত্ব দেন। এ ঘটনায় তোলপাড় চলছে সিলেট ছাত্রলীগের ঘরে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে