চকরিয়া-পেকুয়ায় আল্লামা সাঈদীর গায়েবানা জানাযা ঘিরে সংঘর্ষে গায়েবী মামলায় আসামী ১০ হাজার
১৭ আগস্ট ২০২৩, ০৮:১৯ পিএম | আপডেট: ১৮ আগস্ট ২০২৩, ১২:০৮ এএম
- ৪ সাংবাদিককে আসামী করায় ক্ষুব্ধ সাংবাদিক সমাজ
জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাযা নামাজ ঘিরে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় পৃথক ৫টি গায়বী মামলায় আসামী করা হয়েছে ১০ হাজার মানুষ।
বিষয়টি চকরিয়া-পেকুয়ার মানুষের জন্য মরার উপর খাড়ার ঘার মত হয়েছে। অথচ চকরিয়ায় মিছিল থেকে প্রকাশ্যে ভারী অস্ত্র উঁচিয়ে গুলি করে মানুষ মারার চিহ্নিত সন্ত্রাসীর ভিডিও ভাইরাল হলেও পুলিশ তিনদিনেও তাদের ধরতে পারেনি।
ওই দিন পুলিশ-ছাত্র লীগ ও বিক্ষুব্ধ জনতার সংর্ঘষে একজন নিহত হওয়ার ঘটনায় চকরিয়া থানায় পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে। এতে আসামী করা হয়েছে ৮ হাজার মানুষকে।
একইভাবে পেকুয়া উপজেলায়ও দুইটি মামলা রুজু করা হয়েছে। এতে আসামী করা হয়েছে ২হাজার ১৫১ জনকে।
বুধবার রাতে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আল ফোরকান বাদি হয়ে পুলিশের কর্তব্য কাজে বাঁধা দিয়ে তাদের উপর হামলার অভিযোগে (পুলিশ এসল্ট) একটি মামলা ও ঘটনায় সংঘর্ষের সময় পুলিশ ও হাসপাতালের চিকিৎসকের গাড়ি ভাংচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আরো একটি মামলা করা হয়েছে। এ
দুইটি মামলার এজাহারে ৭৫ জন করে ১৫০ জনকে এজাহারনামীয় এবং ২ থেকে ৩ হাজার করে দুই মামলায় ৮হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে পুলিশের দাযেরকৃত দুই মামলায় চকরিয়া কর্মরত ৪ পেশাদার সাংবাদিককেরা আসামী হয়েছেন। তারা হলেন, দৈনিক মানবকন্ঠের চকরিয়া প্রতিনিধি আবদুল মজিদ, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার চকরিয়া উপকূল সংবাদদাতা এ এম ওমর আলী, দ্যা ডেইলি ইন্ড্রাস্টি ও কক্সবাজার সংবাদ পত্রিকার চকরিয়া প্রতিনিধি একেএম বেলাল উদ্দিন, আলোকিত বাংলাদেশ পত্রিকার চকরিয়া প্রতিনিধি একেএম ইকবাল ফারুক। এর মধ্যে ওমর আলী চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি।
অপরদিকে, ঘটনায় সংর্ঘষের সময় গুলিতে নিহত ফোরকানুর রহমান (৫৫) নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় তাঁর স্ত্রী নুরুচ্ছাফা বেগম বাদি হয়ে বুধবার বিকালে চকরিয়া থানায় ২ হাজার ২শত অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা রুজু করেছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাযা ঘিরে সংর্ঘষের ঘটনায় চকরিয়া থানায় পৃথক ভাবে তিনটি মামলা রুজু করা হলেও বৃহস্পতিবার পর্যন্ত পুলিশ কোন আসামিকে আটক করা হযনি বলে নিশ্চিত করেছেন।
পেকুয়া উপজেলায় আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা শেষে পুলিশের উপর হামলার অভিযোগ এনে জামায়াত নেতা অধ্যাপক নুরুজ্জামান মন্জু ও বারবাকিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা এইচ এম বদিউল আলমসহ ২হাজার ১৫১ জনকে আসামী করে পেকুয়া থানায় দু’টি মামলা দায়ের করেছে পুলিশ।
বুধবার দুপুরে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বাদি হয়ে মামলা দুটি দায়ের করেন। যার মামলা নং-০৭/২৩ ও ০৮/২৩। মামলায় এজাহার নামীয় ১৫১ জন ও অজ্ঞাত আরও দু’হাজার জনকে আসামি করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার মামলা রেকর্ডের সত্যতা নিশ্চিত বলেন, সরকারি কাজে বাধা, পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় সহিংসতা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দুটি রুজু হয়েছে।
নামাজ শেষ হওয়ার সাথে সাথে শুরু হয় পুলিশের ওপর হামলা।এসময় আমিসহ ১৫ জন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমার গাড়ি ও থানা পুলিশের ভ্যান গাড়ি ভাঙচুর করা হয়েছে।
এদিকে গাযেবানা জানাযা নামাজকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশের দাযেরকৃত মামলায় চকরিয়ায় কর্মরত পেশাদার ৪ সংবাদকর্মীকে আসামি করার বিষয়ে ক্ষেপেছেন পুরো সাংবাদিক মহল। এতে নিন্দার ঝড় উঠেছে জেলাজুড়ে। অপরদিকে, চকরিয়ায় সংর্ঘষ ও নিহতের ঘটনায় থানায় পৃথক তিনটি মামলা রুজু হওয়ার পরে ৮ হাজার এবং পেকুয়ায় ২ হাজার অজ্ঞাতনামা আসামি করার খবর পেয়ে বিএনপি-জামায়াতের দলীয় নেতাকর্মী ছাড়াও ওই দুই উপজেলার সাধারণ জনগণ গ্রেপ্তার আতংকে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন বলে জানা গেছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার
হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি
জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি
সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন
কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০
প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে
কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ
জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল
ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন
সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন
বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত
স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই
‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ