দেশকে এগিয়ে নিতে ঐক্যের কোন বিকল্প নেই- এ জেড এম জাহিদ
১৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম
বিএনপির স্থায়ী কমটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐক্যের কোন বিকল্প নেই। দেশের স্বার্থে, দেশের জনগনের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রংপুর বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমরা সংখ্যাগুরু না, সংখ্যালঘুও না। আমরা বাংলাদেশি। কাজেই এই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐক্যের কোন বিকল্প নেই। কারণ, জাতির মধ্যে বিভাজন থাকলে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সবাইকে এক করতে না পারলে কেউ পেছনে পড়বে কেউ সামনে এগিয়ে যাবে। যেমন পতিত স্বৈরাচার সরকার মেগা প্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি করেছে। এতে এক শ্রেণি এগিয়ে গেছে, অন্য শ্রেণি পেছনে পড়ে গেছে।
ডা. জাহিদ বলেন, অনেকেই অনেক রকম কথা বলবেন। জিএনজিরা হয়তো বলবেন, ৫ আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্পষ্ট ভাষায় বলতে হবে, ১৯৪৭ না হলে ১৯৭১ হতো না, ৯০ না হলে ২০২৪ এর ৫ আগস্ট হতো না। তাই অতীতকে সামনে রেখে এগিয়ে যেতে হবে নতুনভাবে। তবে অতীতকে ভুলে যাওয়া যাবে না। তাহলে অতীতের মতোই অবস্থা হবে।
তিনি আরও বলেন, নিজের দুই নাবালক সন্তনের কথা ও সহধর্মিণীর কথা চিন্তা না করে শুধুমাত্র দেশের কথা চিন্তা করে একজন মেজর হয়ে শহীদ জিয়া কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শুধু ঘোষণা দিয়ে বসে থাকেননি। তিনি নিজে যুদ্ধ করেছেন। শহীদ জিয়া যখন ঘোষণা করেন, তখন তিনি সিনিয়র মেজর ছিলেন। অথচ তিনি স্বাধীন বাংলাদেশে বৈষম্যের শিকার হলেন।
তিনি আরও বলেন, ৫ আগস্টের তিনদিন আগে এক নেত্রী বলেছিলেন, অমুকের বেটি কখনো পালায় না। অথচ তিনদিন পরেই ঘটলো উল্টোটা। তাই বলতে হবে, আমরা অসীম না, আলাহ তায়ালা অসীম। আমরা ক্ষমতাশালী না, ক্ষমতাশালী হলো জনগণ। তাই জনগণকে সামনে রেখে জাতি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারে।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার সবসময় চলমান প্রক্রিয়া। এক প্রজন্ম থেকে সামনের প্রজন্ম সব প্রজন্মের আলাদা চাহিদা থাকে। তাই জনগণের চাহিদাই সংস্কারের শর্ত পূরণ। এজন্য ড. কামাল হোসেন বলেছেন- কলমের খোঁচায় সংবিধান সংস্কার করা যায় না। জনগণকে সঙ্গে নিয়ে সংস্কার করতে হয়। এজন্যই আমাদের দেশনায়ক তারেক জিয়া ৩১ দফা দিয়েছেন। আমরা সেই ৩১ দফা নিয়ে জনগণের কাছে যাচ্ছি।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক ও সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম এবং রংপুর জেলা বিএনপির আহŸায়ক সাইফুল ইসলাম। রংপুর মহানগর বিএনপির আহŸায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সমাজ ও রাজনীতি বিশ্লেষক ড. আব্দুল্লাহ আল মামুন।
সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। আলোচনা সভায় বিএনপি ও তার অঙ্গ সহযোগী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ
বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান
গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর
ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমান উঠা-নামার ব্যবস্থা গ্রহণের দাবী- প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটে স্মারকলিপি
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৬
জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন এনগিডি
দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে দেওয়া হবে ইউনিক আইডি কার্ড
যে কারণে হারপিকে মেতেছে নেটিজেনরা
আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান
প্যারাগুয়ে ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ
অর্থাভাবে ব্যক্তিগত বিমান ভাড়া দিয়েছেন শন ডিডি, বিক্রি করবেন বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী
ভারতীয় গণমাধ্যম আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নরসিংদীতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
পুলিশ সংস্কার ও একটি কৌশলপত্র
মোস্তফা সরয়ার ফারুকীকে কেন উপদেষ্টা করতে হবে?
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
অভ্যুত্থানে আহতদের প্রতি এই অবহেলা অমার্জনীয়
নাট্যকার হুমায়ূন আহমেদ