জাবি ছাত্রী নিহতের ঘটনায় বহিষ্কৃত চার কর্মকর্তা-কর্মচারীকে স্বপদে ফেরানোর দাবি
২২ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রিকশা দুর্ঘটনায় প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচি’র মৃত্যুতে বহিষ্কার হওয়া চার কর্মকর্তাকে আগামী ২৪ নভেম্বরের মধ্যে স্বপদে ফেরানোর দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের তিন সংগঠন অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এক আবেদনপত্রে এই দাবি জানায় তারা।
আবেদনপত্রে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৯ নভেম্বর সন্ধ্যায় ঘটে যাওয়া মর্মান্তিক অটো রিকশা দুর্ঘটনায় মার্কেটিং বিভাগের ৫৩ তম ব্যাচের শিক্ষার্থী আফসানা করিম রাচি’র নির্মম মৃত্যুতে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন গভীরভাবে শোক প্রকাশ করছে এবং শোকাহত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। সেই সাথে মার্কেটিং বিভাগের পরিবারের পক্ষ থেকে উপাচার্য বরাবর দেয়া ১১ দফা দাবির সাথে অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন একমত পোষণ করছে। উক্ত দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছে। ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার প্রেক্ষিতে অফিসার সমিতির ২ জন সম্মানিত কর্মকর্তা ও কর্মচারী সমিতির ২ জন কর্মচারীকে বিনা অপরাধে সাময়িক বহিস্কার করায় অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করছি।
আগামী ২৪ নভেম্বরের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে এতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য প্রক্টর অফিস প্রক্টোরিয়াল বডির অঞ্চলভিত্তিক ডিউটি রোস্টার আছে। উক্ত রোস্টার অনুযায়ী নতুন কলা ভবন ও শহীদ মিনার অঞ্চলের একজন সহকারী প্রক্টরের দায়িত্ব ছিল। কিন্তু প্রশাসন বৈষম্যমূলকভাবে শুধুমাত্র কর্মকর্তা ও কর্মচারীগণ বিভিন্ন দায়িত্ব থাকার কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে, যা কর্মকর্তা ও কর্মচারীদের সাথে সুবিচার করা হয়নি। আগামী ২৪ তারিখের মধ্যে ২ জন সম্মানিত কর্মকর্তা ও ২ জন সম্মানিত কর্মচারীর সাময়িক বহিস্কারদেশ প্রত্যাহারের জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় অফিসার সমিতি কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়নের যৌথ সাধারণ সভার মাধ্যমে পরবর্তী কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এ বিষয়ে সাময়িক বরখাস্ত হওয়া এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার ও অফিসার সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল বলেন, কোনো মৃত্যুই কাম্য নয়। আফসানা রাচির অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে তার পরিবারের প্রতি অমার সমবেদনা। শিক্ষার্থীদের করা সকল দাবির সাথে আমরা একাত্মতা পোষণ করছি। কিন্তু আরেকটি বিষয়ও বলা দরকার, আসলে বিশ্ববিদ্যালয়ের উপচার্য যে নির্দেশনা দেন এস্টেট অফিস কেবল তা পালন করে মাত্র। একসময় ছাত্রদের দাবির প্রেক্ষিতেই ব্যাটারিচালিত রিকশা চালু করা হয়েছিল। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বিষয় দেখার জন্য নিরাপত্তা শাখাও আছে। তাই আমাকে কোনোরূপ পূর্বনোটিশ না দিয়ে বহিষ্কার করা অন্যায় হয়েছে বলে মনে করি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বলেন, আবেদনপত্রটি এখনো হাতে পাইনি। আগামী কর্মদিবসে হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ