গাজীপুরে সড়ক দূর্ঘটনায় প্রাইভেটকার চালকের মৃত্যু
০২ এপ্রিল ২০২৫, ১২:২১ পিএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ১২:২১ পিএম

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার ধাক্কায় রেজাউল ইসলাম নামে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। বুধবার(২ এপ্রিল) সকালের দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এরআগে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের মক্কা মদিনা নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম (৩০) ময়মনসিংহ জেলার ধোবাউরা উপজেলায় ঘোষগাঁও গ্রামের মৃত ঈমান আলীর ছেলে। তিনি বর্তমানে শ্রীপুরের ২নং সিএনবি এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করে প্রাইভেটকার চালাতেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় রেজাউল করিম বলেন,'আনুমানিক ১ বছর ধরে শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারির প্রাইভেটকার চালাতেন রেজাউল করিম। গত রাতে বেপারির পরিবারের সদস্যদের ঢাকা থেকে বাড়িতে পৌঁছে দিয়ে প্রাইভেটকার পার্কিং করে নিজ বাড়িতে রওয়ানা দেন রেজাউল। হেঁটে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের মক্কা মদিনা নামক স্থানে পৌঁছাতেই দ্রুত গতির অটোরিকশা ধাক্কা দেয় তাকে। এসময় সড়কে ছিটকে পড়ে আহত হন রেজাউল।
পরে অটোরিকশা চালক তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে বুধবার ভোরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান রেজাউল করিম। পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারি বলেন,' অত্যন্ত ভদ্র ও শান্তশিষ্ট ছিলেন রেজাউল করিম। সে শুধু আমার গাড়ি চালকই নয় আমার পরিবারের সদস্য হিসেবেই থাকতেন। গতকালও হাসিখুশি হয়ে আমার পরিবারের কাছ থেকে ঈদের ছালামি নিয়েছেন। পরে রাতে সড়ক দুর্ঘটনায় আহত হলেও ভোরে আমরা জানতে পারি। জানার সঙ্গে সঙ্গেই তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজে নেওয়ার চেষ্টা করি। কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর। আমার পরিবার শোকাভিভূত।' উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: বিজন মালাকারের সুত্রে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম বলেন,'রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাতনামা একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি সন্দেহ জনক অজানা বিষক্রিয়ায় আক্রান্ত ছিলেন। তাঁর শরীরে কোনো আঘাত ছিলো না।
তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছিল। ভোর রাতে ফেসবুকের কল্যানে পরিচয় জানার পর তাঁর পরিবারের লোকজন হাসপাতালে আসে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি রাতেই থানায় অবগত করা হয়।' শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল যায়যায়দিনকে বলেন,' অটোরিকশা চাপায় মারা যাওয়ার বিষয়টি কেউ থানায় অবগত করেনি। খোঁজ নিয়ে পরে জানাতে পারবো। এছাড়াও নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

চোখের সামনে যাকে পেয়েছি, তাকেই হত্যা করেছি : ইসরায়েলি সেনার স্বীকারোক্তি

সাগরে মাছ ধরতে চাঁদা দিতে হয় বিএনপি নেতাকে

খুলনায় বাটা শোরুম ও কেএফসিতে ভাঙচুর-লুটপাটের ঘটনায় আটক ৩১

গাজায় গমের একটা দানাও ঢুকবে না : ইসরায়েল

বরিশাল জাতীয় পর্যায়ের ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’র উদ্বোধন করছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ট্রাম্প ইসরায়েল ও ইহুদিদের ‘অসাধারণ বন্ধু’: নেতানিয়াহু

এবার জরুরি খাদ্য সহায়তাও বন্ধ করছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনে গণহত্যা প্রতিরোধে মুসলিম দেশগুলোকে ঐক্যের বিকল্প নেই -হাফেজ নুরুন্নবী

আসছে হরর সিক্যুয়েল 'ফাইনাল ডেস্টিনেশন : ব্লাডলাইন'

ভূরুঙ্গামারী সীমান্তে সড়ক নির্মাণে কাজে বিএসএফের বাধা

তুরিন আফরোজের মোবাইল-ল্যাপটপে মিলেছে সরকারবিরোধী তথ্য : পুলিশ

যেভাবে গ্রেফতার করা হলো ব্যারিস্টার তুরিন আফরোজকে

প্রাথমিকের ক্লাস শুরু, মাধ্যমিক খুলবে বুধবার

ট্রেনের পাওয়ার কারে যাত্রী পেলে চালককে শাস্তির নির্দেশ

পাকিস্তানে ১৫ এপ্রিল দেশজুড়ে কৃষক আন্দোলনের ডাক জামায়াতে ইসলামী’র

ইসরায়েলিদের বিপক্ষে অবস্থান নিল ফ্রান্স

যুক্তরাষ্ট্র-ইরান সরাসরি পারমাণবিক আলোচনায় বসছে: ট্রাম্প

আমরা ইসরায়েলি কোম্পানি নই : বাটা

মতলবে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

শুল্ক নিয়ে আলোচনার ঘোষণা দিলেন ট্রাম্প