গাজীপুরে সড়ক দূর্ঘটনায় প্রাইভেটকার চালকের মৃত্যু
০২ এপ্রিল ২০২৫, ১২:২১ পিএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ১২:২১ পিএম

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার ধাক্কায় রেজাউল ইসলাম নামে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। বুধবার(২ এপ্রিল) সকালের দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এরআগে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের মক্কা মদিনা নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম (৩০) ময়মনসিংহ জেলার ধোবাউরা উপজেলায় ঘোষগাঁও গ্রামের মৃত ঈমান আলীর ছেলে। তিনি বর্তমানে শ্রীপুরের ২নং সিএনবি এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করে প্রাইভেটকার চালাতেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় রেজাউল করিম বলেন,'আনুমানিক ১ বছর ধরে শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারির প্রাইভেটকার চালাতেন রেজাউল করিম। গত রাতে বেপারির পরিবারের সদস্যদের ঢাকা থেকে বাড়িতে পৌঁছে দিয়ে প্রাইভেটকার পার্কিং করে নিজ বাড়িতে রওয়ানা দেন রেজাউল। হেঁটে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের মক্কা মদিনা নামক স্থানে পৌঁছাতেই দ্রুত গতির অটোরিকশা ধাক্কা দেয় তাকে। এসময় সড়কে ছিটকে পড়ে আহত হন রেজাউল।
পরে অটোরিকশা চালক তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে বুধবার ভোরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান রেজাউল করিম। পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারি বলেন,' অত্যন্ত ভদ্র ও শান্তশিষ্ট ছিলেন রেজাউল করিম। সে শুধু আমার গাড়ি চালকই নয় আমার পরিবারের সদস্য হিসেবেই থাকতেন। গতকালও হাসিখুশি হয়ে আমার পরিবারের কাছ থেকে ঈদের ছালামি নিয়েছেন। পরে রাতে সড়ক দুর্ঘটনায় আহত হলেও ভোরে আমরা জানতে পারি। জানার সঙ্গে সঙ্গেই তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজে নেওয়ার চেষ্টা করি। কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর। আমার পরিবার শোকাভিভূত।' উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: বিজন মালাকারের সুত্রে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম বলেন,'রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাতনামা একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি সন্দেহ জনক অজানা বিষক্রিয়ায় আক্রান্ত ছিলেন। তাঁর শরীরে কোনো আঘাত ছিলো না।
তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছিল। ভোর রাতে ফেসবুকের কল্যানে পরিচয় জানার পর তাঁর পরিবারের লোকজন হাসপাতালে আসে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি রাতেই থানায় অবগত করা হয়।' শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল যায়যায়দিনকে বলেন,' অটোরিকশা চাপায় মারা যাওয়ার বিষয়টি কেউ থানায় অবগত করেনি। খোঁজ নিয়ে পরে জানাতে পারবো। এছাড়াও নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

শেষ হয়েছে দুবলারচরের শুঁটকি মৌসুম লোকসানের বোঝা মাথায় নিয়ে বাড়ী ফিরছেন জেলেরা

ইতালিতে নতুন নিরাপত্তা আইন, রোমজুড়ে তীব্র বিক্ষোভ

ঈদের ৯দিন ছুটির পর চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম চালু হয়েছে

সাতক্ষীরায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন! আরো এক ভাই আহত

ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নান করতে এসে পুণ্যার্থীর মৃত্যু

সরকারের দুই উপদেষ্টা আ’লীগ পুনর্বাসনে ব্যস্ত বলে রাশেদ খানের অভিযোগ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন মিয়ানমারের প্রধানমন্ত্রী

ভারতকে হটিয়ে তবে কি কাশ্মীর দখলে নিচ্ছে পাকিস্তান?

৪০ বছর ইমামতি শেষে ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায়

সড়ক দুর্ঘটনায় নিঃশেষ হয়ে গেল পুরো পরিবার

পাবনার সুজানগরে বেড়াতে গিয়ে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

আনোয়ারায় দুর্ধর্ষ ডাকাতি, আহত ৮

পাকিস্তানের বেলুচিস্তানে রাজনৈতিক কর্মী জাহির বালোচ গ্রেপ্তার

মাথায়গুলি নিয়েই মারা গেলেন জুলাই যোদ্ধা হৃদয়

আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২জন এসএসসি পরীক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শেরপুরের গজনী অবকাশ কেন্দ্র ও মধুটিলা ইকোপার্কে ঈদের পরে ৬ষ্ঠ দিনেও পর্যটকের ভিড়!

বেনাপোল বন্দর দিয়ে ৮ দিন পর আমদানি-রপ্তানি শুরু

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল নিউজিল্যান্ড

তুরস্কে কেনাকাটা বয়কটের আন্দোলনে গ্রেপ্তার ১১