শেষ হয়েছে দুবলারচরের শুঁটকি মৌসুম লোকসানের বোঝা মাথায় নিয়ে বাড়ী ফিরছেন জেলেরা
০৫ এপ্রিল ২০২৫, ০২:৩৪ পিএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ০২:৩৪ পিএম

শেষ হয়েছে দুবলারচরের শুঁটকি মৌসুম । দীর্ঘ পাঁচ মাস সাগরে মাছ ধরা শেষে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের অনেকেই লোকসানের বোঝা মাথায় নিয়ে বাড়ী ফিরতে শুরু করেছেন। অপরদিকে এবছর বনবিভাগের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হবেনা বলে বনবিভাগ সূত্রে জানা গেছে। বনবিভাগ সূত্রে জানা যায়, প্রতি বছর অক্টোবর মাসের শেষ সপ্তাহে দুবলারচরে শুঁটকি মৌসুম শুরু হয়ে ৩১ মার্চ মৌসুম শেষ হওয়ার কথা কিন্তু জেলেদের আবেদনে বিশেষ বিবেচনায় ৮দিন বাড়িয়ে এপ্রিলের ৮ তারিখ পর্যন্ত মৌসুমের সীমা বাড়িয়েছে বনবিভাগ। দুবলার আলোরকোল, মাঝেরকেল্লা, শেলারচর ও নারিকেলবাড়ীয়া এ চারটি চরে অবস্থান নিয়ে জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরে শুঁটকি করে থাকেন।
এ বছর দুবলারচরে ১০ হাজার জেলে ও মৎস্যজীবী জড়ো হয়েছিলেন। আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজি, মাঝেরকেল্লার জেলে পিরোজপুরের ফরিদ মিয়া, আলোরকোলের জেলে রামপালের তাহের আলী, নারিকেলবাড়ীয়ার জেলে আঃ খালেক. শেলারচরের জেলে তুষখালীর আঃ রহিম বলেন, এবছর হাতে গোনা কয়েকজন জেলের ব্যবসা মোটামুটি ভালো হলেও বেশির ভাগ জেলে লোকসানের বোঝা মাথায় নিয়ে বাড়ী ফিরেছেন। দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ বলেন, এ বছর দুবলার ৯৯ ভাগ জেলে মহাজন দেনার দায় মাথায় নিয়ে বাড়ী ফিরেছেন কারণ হিসেবে তিনি বলেন, মৌসুমের ৫ মাসে জেলেরা সাগরে ১০টি গোন মাছ ধরে।
প্রথম দিকে সাতটি গোনের সময় ছিলো প্রাকৃতিক দুর্যোগ এবং জেলেরা সাগরে তেমন মাছ পায়নি। মৌসুম শেষের তিন গোনে সাগরে প্রবল পশ্চিমা বায়ু ও ডাকাতের ভয়ে জেলেরা সাগরে মাছ ধরতে পারেনি। জেলেরা মাছ না পেলেও বনবিভাগকে দ্বিগুণ হারে রাজস্ব দিতে হয়েছে। এ সকল কারণে জেলে ও মহাজনরা লোকসানের বোঝা মাথায় নিয়ে মলিন মুখে বাড়ী ফিরে যাচ্ছেন বলে ফিসারমেন গ্রুপ সভাপতি জানান।
জেলেপল্লী শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টর দিলীপ মজুমদার বলেন, পাঁচ মাসের দুবলারচরের শুঁটকি মৌসুম শেষ হয়েছে। অধিকাংশ জেলে ইতোমধ্যে বাড়ীর পথে রওয়ানা হয়েছেন এবং অনেকে তাদের অস্থায়ী বাসা ভেঙ্গে মালামাল নৌকা ট্রলারে বোঝাই করছেন। সব জেলেকে ৮ এপ্রিলের মধ্যে দুবলারচর ছেড়ে চলে যেতে হবে।
জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান বলেন, দুবলার শুটকি আহরণ মৌসুম ৩১ মার্চ শেষ হলেও বিশেষ বিবেচনায় জেলেদের ৮ এপ্রিল পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
অনেক জেলে ইতিমধ্যে দুবলারচর ছেড়ে বাড়ী ফিরে গেছেন। এ বছর বনবিভাগের রাজস্ব আয় লক্ষ্যমাত্রা পূরণ করবেনা। এ বছর গত জুলাই থেকে মার্চ পর্যন্ত রাজস্ব আয় হয়েছে ৬ কোটি ২০ লাখ ৯৫২ টাকা মাত্র।যা গত বছর একই সময়ে রাজস্ব আয় হয়েছিলো ৭ কোটি ২৩ লাখ ৭৯ হাজার ৯৯০ টাকা মাত্র। এবার সাগরে কম মাছ পাওয়া, প্রাকৃতিক দুর্যোগ ও জলদস্যুদের ভয়ে জেলেরা সাগরে না যাওয়ায় রাজস্ব ঘাটতির অন্যতম কারণ বলে দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

পুরোনো পদে ফিরলেন গাঙ্গুলি

আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল

রূপায়ণ সিটিতে শতকন্ঠে বর্ষবরণ

বর্ষবরণকে স্বাগত জানিয়ে গাজীপুরে জেলা বিএনপির শোভাযাত্রা

আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি: ফারুকী

ভারতীয়দের হজ কোটা ৮০ শতাংশ কমাল সৌদি

চীনা দূতাবাসের সৌজন্যে ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো

নাসিরনগর প্রশাসনের বর্ষবরণে উপস্থাপক ছাত্রলীগ কর্মী, সাংবাদিককে এসিল্যান্ড বললেন কিছু হবে না!

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ মারা গেছেন

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি, ভালোবাসা আর আনন্দের প্রতীক : সমাজকল্যাণ উপদেষ্টা

নববর্ষে আইন শৃঙ্খলা সুরক্ষায় প্রশংসনীয় ভূমিকায় র্যাব - ৯

ছাত্রদলের সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করায় কুপিয়ে আহত করলো সভাপতি-সম্পাদক

সর্বাধুনিক যুদ্ধজাহাজ তৈরি করছে উত্তর কোরিয়া

লৌহজংয়ে বিএনপির পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

নতুন বছরের প্রথমার্ধে এর মাধ্যমে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে - প্রিন্স

আন্দোলনে গুলি চালানোর নির্দেশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার

কুমিল্লায় ক্রেতা-বিক্রেতার কলরবে মুখরিত পহেলা বৈশাখের মাছের মেলা

টানা দুই দিন সংঘর্ষ, ১৪৪ ধারা জারি রাজৈরে

নির্বাচনের রোডম্যাপের সমাধান হবে আলোচনার মাধ্যমে: মির্জা ফখরুল

মহেশখালীতে ছাত্রলীগ নেতার হাতে বিএনপির কর্মী খুন -রাজনীতি নিয়ে কথা কাটাকাটি