তালিকা প্রকাশে হাইকোর্টের রুল ৩৩ বছরে কতজনের দ- মওকুফ?
বিগত ৩৩ বছরে দায়িত্বে থাকা প্রেসিডেন্টগণ মোট কত জনের মৃত্যুদ- মওকুফ করেছেন সেই তালিকা প্রকাশ করতে রুল জারি করা হয়েছে। রিটের শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। এ তথ্য জানিয়েছেন রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। এর আগে গত ৩৩ বছরে দায়িত্বে থাকা প্রেসিডেন্টগণ কতজনের দ- মওকুফ...