নেত্রকোনায় পারিবারিক কলহের বলি হতে হলো ৫ মাসের নিষ্পাপ শিশু আরিয়ানকে
পারিবারিক কলহের বলি হতে হলো ৫ মাসের নিষ্পাপ শিশু আরিয়ানকে। লোমহর্ষক ঘটনাটি ঘটেছে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের ছয়ারগাতী গ্রামে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ছয়ারগাতী গ্রামের ওমান প্রবাসী নুরুল ইসলামের ছেলে ট্রাকের হেলপার জিহাদ মিয়ার (১৮) সাথে প্রায় দুই বছর আগে বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী মাইজপাড়া গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে পান্না আক্তারের (১৭) বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবন...