অধিকৃত কাশ্মীরে দুই মুক্তিকামীকে গুলি করে মারল ভারতীয় সেনা
ফের রক্তাক্ত উপত্যকা। অধিৃকৃত উত্তর কাশ্মীরের কুপওয়াড়ায় নিয়ন্ত্রণরেখার কাছে ডোবানারে পুলিশ ও সেনার যৌথ বাহিনীর গুলিতে নিহত হয়েছে দুই মুক্তিকামী। এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে বলে জম্মু ও কাশ্মীরের পুলিশের তরফে জানানো হয়েছে।
এলাকায় মুক্তিকামীদের অনুপ্রবেশের ঘটনা বাড়ায় সতর্ক প্রশাসন। শ্রীনগরের চিনার কর্পসের লেফটেন্যান্ট অমরদীপ সিং আউলিয়া জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখায় বাহিনীর আরও সতর্ক থাকা প্রয়োজন। কেননা সীমান্তের ওপারে যারা রয়েছে তারা এখানকার...