রাণীনগরে বলাৎকারের ঘটনায় গ্রাম্যশালিসে আদায় করা জরিমানার টাকায় মন্দিরের উন্নয়ন
নওগাঁর রাণীনগরের সদর ইউনিয়নের খট্টেশ্বর গ্রামের পুরাতন হাটখলা নামক স্থানে সপ্তম শ্রেণিতে পড়ুয়া মানসিক বিকারগ্রস্থ ছেলেকে এক বৃদ্ধ দ্বারা বলাৎকার করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় গ্রাম্য শালিসের মাধ্যমে জরিমানা করা ১০হাজার টাকা দান করা হয়েছে স্থানীয় মন্দিরের উন্নয়নের কাজে। এই ঘটনা এলাকায় এক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৭জুন) পুরাতন হাটখলা এলাকার মৃত রতন সরকারের ছেলে নীরাঞ্জন...