গেম খেলে লাখ টাকা জেতানোর নামে প্রতারণা
ফেসবুক আইডি হ্যাক ও পরে র্যাব কর্মকর্তা সেজে টাকা দাবির অভিযোগে আশরাফুল প্রত্যয় ওরফে লুনেটিক প্রত্যয় নামে এক হ্যাকারকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গতকাল রোববার সাভারের বাস স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, প্রত্যয় ‹লাখ টাকার জ্যাকপট’, ‘মিলিয়ন ডলারের লটারি’ ইত্যাদি লোভনীয় লিংক বিভিন্ন জনকে ম্যাসেঞ্জারে পাঠান। কেউ সেগুলোতে...