আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে রেকর্ড ১৫৭৪ টাকা
৩১ অক্টোবর ২০২৪, ১০:২৬ এএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ১০:২৬ এএম
দেশের ইতিহাসে অল্প সময়ের মধ্যে অন্তত ৪০ বার স্বর্ণের দাম উঠা-নামা করেছে। এর মধ্যে বার বার বেড়েছে। মাত্র কয়েক বছরের ব্যবধানে ভরি লাখ টাকা ছাড়িয়ে গেছে।
জানা যায় : দেশের বাজারে স্বর্ণের দামে ফের রেকর্ড। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ায় আট দিনের ব্যবধানে এই মূল্যমান ধাতুটির দাম বাড়ানো হয়েছে।
সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৩ হাজার ৫২৫ টাকা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বুধবার (৩০ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৩ হাজার ৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৭ হাজার ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৯৫ টাকা বাড়িয়ে ১ লাখ ১৭ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৬ টাকা বাড়িয়ে ৯৬ হাজার ৫১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৩ অক্টোবর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮৯০ টাকা বাড়িয়ে ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৯৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৪০ টাকা বাড়িয়ে ১ লাখ ১৬ হাজার ১৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩০৬ টাকা বাড়িয়ে ৯৫ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়।
তার আগে ২০ অক্টোবর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৪০ হাজার ৬১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫০৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ৭০৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৪৬ টাকা বাড়িয়ে ১ লাখ ১৪ হাজার ৫৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৮৩২ টাকা বাড়িয়ে ৯৪ হাজার ১১৭ টাকা নির্ধারণ করা হয়।
২৮ সেপ্টেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৬০ টাকা কমিয়ে ১ লাখ ৩৭ হাজার ৪৪৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২০১ টাকা কমিয়ে ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা, ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৯ টাকা কমিয়ে ১ লাখ ১২ হাজার ৪৫২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৮৭৫ টাকা কমিয়ে ৯২ হাজার ২৮৫ টাকা নির্ধারণ করা হয়।
বর্তমানে এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকায় বিক্রি হচ্ছে। যা ছিলো দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এর আগে ২০ অক্টোবর এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪০ হাজার ৬১ টাকা ছিল। তারআগে ২৮ সেপ্টেম্বর এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৪৪৮ টাকা ছিলো৷ তারআগে গত ২৬ সেপ্টেম্বর এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা দরে বিক্রি হয়েছে।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা দরে বিক্রি হয়েছে। তারআগে ২২ সেপ্টেম্বর এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকায় বিক্রি হয়েছে। ১৫ সেপ্টেম্বর এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকায় বিক্রি হয়েছে। তারওআগে ২৬ আগস্ট একভরি স্বর্ণের দাম ছিল এক লাখ ২৬ হাজার ৩২১ টাকা। গত ২ সেপ্টেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬২১ টাকা কমিয়ে ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকায় বিক্রি করা হয়। তারওআগে গত ২৬ আগস্ট থেকে দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকায় বিক্রি হয়েছে।
এরআগে ২৩ আগস্ট দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ এক লাখ ২৬ হাজার ৬ টাকায় বিক্রি হয়েছে।
তারআগে গত ২১ আগস্ট দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ এক লাখ ২৪ হাজার ৫০১টাকায় বিক্রি হয়েছে। তার দুই দিন আগে গত ১৮ আগস্ট দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ এক লাখ ২২ হাজার ৯৮৫ টাকায় বিক্রি হয়েছে। তারওআগে গত ১৫ জুলাই ১ লাখ ২০ হাজার ৮১ টাকায় বিক্রি হয়েছে।
বিভাগ : ব্যবসা-বাণিজ্য
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
তারাকান্দায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় আহত-৫
দেরি করে ভাত দেওয়ায় নানীকে গলা কেটে হত্যা করলো নাতি!
বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় উবায়দুল মোকতাদির রিমান্ডে
বকেয়া মজুরি না পাওয়ায় এনটিসির চা শ্রমিকদের মানবেতর জীবন যাপন, মজুরী আদায়ে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি
মুরাদনগরে শাশুড়ির শরীরে গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ, পুত্রবধূর বিরুদ্ধে
অভিনেতা মাসুদ আলী খানের মৃত্যুতে নুসরাত ইমরোজ তিশা'র আবেগঘন পোস্ট
তরুণরা সর্বক্ষেত্রে নেতৃত্বে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে : নাহিদ
কক্সবাজারে গাজীপুর শহর যুবলীগের সাধারণ সম্পাদক এসএম আলমগীর হোসেন আটক
ফিলিস্তিনে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
আশুলিয়ায় ডিম ভর্তি পিকআপ ডাকাতি, গ্রেপ্তার ৬
বন্যায় রিয়াল-ভ্যালেন্সিয়া ম্যাচ স্থগিত
কক্সবাজারে অসহনীয় লোডশেডিং অতিষ্ঠ জনজীবন
যশোরে তীব্র লোডশেডিংয়ের ভোগান্তি জনজীবন
দেশ সংস্কার করে দ্রুত নির্বাচন দিন-ব্যারিষ্টার খোকন
আগামী প্রজন্মকে দূষণমুক্ত খাল আর দূষণমুক্ত নদী দেখাতে হবে- পানি সম্পদ উপদেষ্টা
কোভিডের চেয়েও ভয়ংকর হতে পারে ‘এমপক্স’ সিডিসির সতর্কতা
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আ.লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার ৬ পুলিশ সদস্য
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র আবাসিক এলাকায় বন্য হাতি তান্ডব চালিয়ে আনসার কোয়ার্টার ভাংচুর করেছে
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ কষ্টে আছে, বাজার সিন্ডিকেট ভাঙতেই হবে : জামায়াত আমির