ঢাকায় হেলথকেয়ার এক্সপো শুরু বৃহস্পতিবার
২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৩ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ এএম
ঢাকায় আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল হেলথকেয়ার এক্সপো-২০২৩’। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ এক্সপোতে বাংলাদেশের পাশাপাশি আরও ৫টি দেশের হাসপাতাল ও হেলথকেয়ার পরিষেবা দেয়া প্রতিষ্ঠান অংশ নেবে। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এ এক্সপোতে দর্শনার্থীরা বিকেল ৫টা পর্যন্ত বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরই) সংবাদ সম্মেলন করে এক্সপোর উদ্যোক্তা সংস্থা সুবিধা ইন্টারন্যাশনাল ও এমপ্যাথি সলিউশন’র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুবিধা ইন্টারন্যাশনালের মালিক মুরাদ হোসাইন এবং এমপ্যাথি সলিউশনের (ইন্ডিয়া) পরিচালক দীলিপ কুমার চোপড়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুরাদ হোসাইন বলেন, আগামী ২৮-৩০ সেপ্টেম্বর ঢাকার শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে ভিন্নধর্মী ইন্টারন্যাশনাল হেলথকেয়ার এক্সপো অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ ভারত, ইরান, তুরস্ক, হাইল্যান্ড ও মালয়েশিয়া হাসপাতাল ও হেলথকেয়ার পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ৩ দিনব্যাপী এ এক্সপোতে অংশগ্রহণ করবে।
তিনি বলেন, এক্সপোতে অন্তত ১০টি স্বাস্থ্যবিষয়ক ইন্টারঅ্যাক্টিভ ওয়ার্কশপ, প্যানেল ডিসকাশন। যাতে অংশগ্রহণ করবেন বিভিন্ন স্পেশালিটির দেশি-বিদেশি প্রথিতযশা চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞানী, গবেষক। দেশের চিকিৎসা খাতে স্ব ক্ষেত্রে অবদানের জন্য উল্লেখযোগ্য সংখ্যক খ্যাতনামা চিকিৎসককে দেওয়া হবে সম্মাননা ও রিওয়ার্ড। একই সঙ্গে থাকছে এনএবিএইচ (ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর হসপিটালস অ্যান্ড হেলথকেয়ার প্রোভাইডার) চিকিৎসক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেল ভ্যালু ট্র্যাভেল ফ্যাসিলিটেটরসহ হেলথ সেক্টরের শতাধিক পেশাজীবীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এনএবিএইচ স্ট্যান্ডার্ড ও কোয়ালিটি বিষয়ে ট্রেনিং প্রোগ্রাম ও সনদ দেয়া হবে- বলে উল্লেখ করেন মুরাদ হোসাইন।
মুরাদ হোসাইন বলেন, এক্সপোতে নেতৃস্থানীয় হাসপাতাল, ওয়েলনেস সেন্টার, স্বাস্থ্যসেবা প্রদানকারীরা প্রতিষ্ঠান, ফার্মাসিউটিক্যালস ও তাদের অত্যাধুনিক প্রযুক্তি, পণ্য প্রদর্শিত হওয়ার পাশাপাশি টেলিমেডিসিন অগ্রগামী হেলথ সেক্টরের বৈপ্লবিক অগ্রগতিও অংশগ্রহণকারী ও ভিজিটররা প্রত্যক্ষ করতে পারবেন। সুযোগ থাকবে নিজেদের পেশাগত দক্ষতা তুলে ধরার একই সঙ্গে নিজেদের অধিকতর সমৃদ্ধ করারও।
তিনি বলেন, এক্সপোর আন্তর্জাতিক সহায়তাকারী হিসেবে রয়েছেন, ফাউন্ডেশন অব হেলথকেয়ার অ্যান্ড ওয়েলনেস প্রমোশন, হেলথ ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টার অফ ইসলামিক কান্ট্রিজ, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এবং সার্ভিস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অব ইন্ডিয়া। মুরাদ হোসাইন বলেন, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন সামন্ত লাল সেন, স্নায়ুরোগ বিশেষজ্ঞ কাজী দীন মোহাম্মদ এবং শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ শহিদুল্লাহসহ মোট ১৭ জনকে চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা দেয়া হবে।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
সাংবাদিক নূরুল কবিরকে হয়রানি, তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
রাজধানীতে আজও ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ
"বহুল সমালোচিত ডা. সাবরিনা এবার নাম লেখালেন অভিনয়ে"
রাজধানীর যাত্রাবাড়ীতে আবারো সড়ক অবরোধ
৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে ছাত্রশিবির
ঘোড়াঘাটে যৌথবাহিনীর অভিযানে যুবক আটক, পিস্তল ও গুলি উদ্ধার
বাঘ শিকারী ও রোলস রয়েস চালানো ভারতীয় মুসলিম রাজকন্যা আবিদা সুলতানা
মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭, বার্ন ইনস্টিটিউটে ভর্তি
ট্রাম্পের সহায়তায় পুরো পশ্চিম তীর দখলের প্রত্যাশা ইসরায়েলের
মানিকগঞ্জে তেলের অবৈধ পাম্পে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
পঞ্চগড়ে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ মা-ছেলে আটক
"অন্তবর্তী সরকারের কাছে বেশ কিছু দাবি এবং প্রশ্নের ব্যাখ্যা জানতে চেয়ে আসিফ আকবরের ফেসবুক পোস্ট"
অবশেষে বরিশালের ঐতিহ্যবাহী ‘হীমনীড়’এর ‘পদ্মপুকুর’ থেকে শ্বেতপদ্ম বিনাশের ঘটনায় তদন্ত কমিটি কাজ শুরু করল
কাজে এলো না ‘বাংলাদেশি’ ইস্যু, ঝাড়খণ্ডে বিজেপির ভরাডুবি
কপ২৯-সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জন্য ৩০০ বিলিয়ন ডলারের চুক্তি
সভাপতি মাসুদ পারভেজ সম্পাদক মানিক খান
ছক্কা হাঁকিয়ে জয়সোয়ালের সেঞ্চুরি
পশ্চিমবঙ্গে উপনির্বাচন : ৬ আসনেই মমতার হাসি, বিজেপির ভরাডুবি
'গণহত্যা-মুক্ত' নতুন পানীয় গাজা-কোলা যুক্তরাজ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে
বঙ্গবাজারে আগুনের ঘটনায় সাবেক মেয়র তাপসসহ ৩০ জনের নামে মামলা