পিকেএসএফ’র পেইস প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী
২৮ মে ২০২৪, ০৭:১৬ পিএম | আপডেট: ২৮ মে ২০২৪, ০৭:১৬ পিএম
অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করছে পিকেএসএফ। সরকার থেকে প্রতিষ্ঠিত শীর্ষ এ উন্নয়ন প্রতিষ্ঠানটি টেকসইভাবে ক্ষুদ্র উদ্যোগ খাতের উন্নয়নে কাজ করছে জানিয়ে তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে দক্ষতা ও সক্ষমতার জন্য পিকেএসএফ জাতীয় ও আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করেছে।
মঙ্গলবার (28 মে) পিকেএসএফ ভবনে আয়োজিত ‘প্রোমোটিং এগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজেস (পেইস)’ শীর্ষক প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে পিকেএসএফ-এর বিপুল কর্মযজ্ঞ নিঃসন্দেহে সহায়ক ভূমিকা পালন করছে।
ক্ষুদ্র উদ্যোগ খাতের উন্নয়নে, বিশেষ করে কৃষি-সংশ্লিষ্ট উদ্যোগের বাণিজ্যিক প্রসারে পেইস প্রকল্প বাস্তবায়ন করে পিকেএসএফ। ২০১৫-২০২৩ মেয়াদে বাস্তবায়িত ১২৯ মিলিয়ন ডলার তহবিল সংবলিত প্রকল্পটিতে অর্থায়ন করে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)।
প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ইফাদের কান্ট্রি ডিরেক্টর ড. আর্নড হ্যামেলিয়ার্স বলেন, বাংলাদেশ “প্রায় উন্নত” দেশের পর্যায়ে চলে এসেছে। বিশ্বজুড়ে ইফাদ-অর্থায়িত প্রায় ৭০০ প্রকল্পের মধ্যে পেইস গুণগত মানের দিক থেকে দ্বিতীয় শ্রেষ্ঠ প্রকল্প। বাংলাদেশের কৃষি খাতকে অধিক উৎপাদনশীল ও টেকসই করার লক্ষ্যে ইফাদ পিকেএসএফ-এর সাথে সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন বলেন, পেইস প্রকল্পটি কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মানুষের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি করেছে এবং তাদের নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছে। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি এবং বৈষম্য-বঞ্চনা থেকে মুক্তির যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, তা পূরণে পিকেএসএফ-এর পেইস প্রকল্পটি “আলোকবর্তিকা হিসেবে কাজ করেছে” বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
স্বাগত বক্তব্যে পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এনডিসি বলেন, পেইস প্রকল্পের আওতায় ১৫টি কৃষিজ ও ১৫টি অকৃষিজ উপখাতে মোট ৮৮টি উপ-প্রকল্প বাস্তবায়ন করা হয়। এসবের মধ্যে উল্লেখযোগ্য একটি কার্যক্রম ছিলো দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর পরিবেশ রক্ষার মাধ্যমে এ নদীর বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন কার্প জাতীয় মাছের উৎপাদন ও বাজার সম্প্রসারণ। এ প্রকল্পের সহায়তাপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে ৬০ শতাংশই নারী বলে তিনি জানান।
পেইস প্রকল্পের সাফল্য, অর্জন ও শিখন সম্পর্কে উপস্থাপনা প্রদান করেন পিকেএসএফ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের। অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনা পর্বে অংশ নিয়ে পিকেএসএফ-এর পরিষদ সদস্য, বিভিন্ন উন্নয়ন সহযোগী ও মাঠ কার্যক্রম প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নকারী সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ তাদের মত ব্যক্ত করেন। এছাড়া, অনুষ্ঠানে মাঠ পর্যায় থেকে আসা প্রকল্পের অংশগ্রহণকারী উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং প্রকল্পের কার্যক্রম বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
Download all attachments as a zip file
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয় দিবসে ইবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি
মোল্লা কলেজে অর্ধশতাধিক শিক্ষার্থী ভবনে আটক, আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন
শহীদের রক্তের ঋণ পরিশোধে কাজ করে যাবো: ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবি ভিসি
মোল্লা কলেজে ব্যাপক হামলা-ভাঙচুর
ব্রিটেনে ঝড় বার্টের তাণ্ডবে বহু প্রাণহানি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেয়েছেন দৈনিক ইনকিলাবের সাংবাদিক সাখাওয়াত হোসেন
অস্ট্রেলিয়াকে উড়িয়ে এগিয়ে গেল ভারত
সাভারে হেফাজতে ইসলামের নেতাকে হয়রানীর বিচার দাবীতে প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান
ফিলিপাইনে মার্কোসের ওপর হত্যার হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ
সৈয়দপুরে ঘন কুয়াশার কারনে বিমানবন্দরে দুটি বিমান অবতরণ করতে পাড়ে নাই
সাটুরিয়ায় বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
শাকিবের 'বরবাদ' এ আইটেম গার্ল নুসরাত জাহান
ব্রাহ্মণপাড়ায় এক বছরে বিষপানে ২৪৩ জন আত্মহত্যার চেষ্টা
ভিলনিয়াস বিমানবন্দরের কাছাকাছি মালবাহী বিমান দুর্ঘটনায় নিহত ১
মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে যাচ্ছে কবি নজরুল-সোহরাওয়ার্দীর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
বড়লেখায় পুত্রের কুড়ালের আঘাতে প্রাণ গেলো বৃদ্ধ পিতার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি
ঋণের প্রলোভনে শাহবাগে লাখো মানুষের সমাবেশের চেষ্টা, এরা কারা
পাকিস্তানে পুলিশের সাথে ইমরান খানের সমর্থকদের ব্যাপক সংঘর্ষ
ঢাকায় আসার পথে ৩৬ নারী-পুরুষকে পুলিশ হেফাজতে