ডেঙ্গু মোকাবেলায় সাধারণ মানুষের সচেতনতা জরুরি
০৪ জুলাই ২০২৩, ০৮:২১ পিএম | আপডেট: ০৫ জুলাই ২০২৩, ১২:০১ এএম
রাজধানী ঢাকায় মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু জ্বর। দেশের বিভিন্ন স্থানেও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। গতকাল বিভিন্ন দৈনিকে প্রকাশিত রিপোর্ট অনুসারে, ২৪ ঘন্টায় প্রায় সাড়ে ৪শ’ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ জনের। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্যের চেয়ে আক্রান্তের প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে মনে করা হচ্ছে। অনেক রোগী হাসপাতালে আসে না। চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসাপত্র নিয়ে তারা ঘরেই চিকিৎসা নিয়েই সুস্থ হওয়ার চেষ্টা করছে। ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন শত শত ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হিমসিম খাচ্ছে সংশ্লিষ্টরা। এবারের ডেঙ্গুর প্রকোপ ২০১৮ সালের চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে বলে প্রকাশিত রিপোর্টে জানা যায়। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে মারাত্মক ধরণ ডেনভি-৩ এর প্রবণথা বেশি। এর ফলে ফুসফুস, মস্তিস্ক, লিভার ও হার্টের জটিলতায় ভুগছে রোগীরা। গত ৬ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯ হাজারের বেশি এবং ৫৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। এদের বেশিরভাগই শক সিনড্রোমে মারা গেছে বলে প্রকাশিত রিপোর্টে যানা যায়।
ডেঙ্গু মহামারি ও মৃত্যুর ভয়াবহতা হঠাৎ করেই আসেনি। সাধারনত বর্ষাকালে এডিস মশার বংশবৃদ্ধির সাথে সাথে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়লেও এখন সারাবছরই মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। এডিস মশার সাথে ডেঙ্গু সরাসরি সম্পর্কযুক্ত। গত বছর সারাদেশে ৬২ হাজারের বেশি ডেঙ্গু আক্রান্তের মধ্যে দুই তৃতীয়াংশই ছিল ঢাকায়। এর মানে হচ্ছে, ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় এডিস মশার প্রজণন ও আক্রমণ বেশি। গতকাল একটি ইংরেজী দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে সম্প্রতি ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় ডিজিএইচএস’র উদ্যোগে পরিচালিত এক জরিপ রিপোটে ঢাকায় এডিস মশার প্রাদুর্ভাবের তুলে ধরা হয়েছে, যা উদ্বেগজনক। দুই সিটির ৯৮টি ওয়ার্ডের ৩,১৫০টি বাড়িতে পরিচালিত জরিপে ঢাকা উত্তরের ২০ শতাংশ এবং দক্ষিণের ১৫ শতাংশ বাড়িতে এডিস মশা ও লার্ভার অস্তিÍত্ব খুঁজে পাওয়া গেছে। তবে শহরের পয়:প্রনালী, পরিত্যক্ত স্থান ও উন্নয়ন প্রকল্পের স্থানগুলোতে মশার প্রাদুর্ভাব অনেক বেশি। ঢাকা সিটি কর্পোরেশন নগরীর পরিচ্ছন্নতা ও মশক নিধনে বছরে শত শত কোটি টাকা ব্যয় করলেও মশক নিধন করে স্বাস্থ্য ঝুঁকি নিরসনে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। তবে শুধুমাত্র সিটি কর্পোরেশন ও জনপ্রতিনিধিদের পক্ষে এডিস মশা নিরোধ ও সামগ্রিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব নয়। নগরীর প্রায় ২ কোটি নাগরিক এবং লাখ লাখ বাড়ির মালিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। বারবার ডেঙ্গু সচেতনতার কথা বলা হলেও, অনেকে উদাসীন হয়ে রয়েছে। নিজেরাই এ সমস্যা সৃষ্টি করছে। তাদের সচেতন হওয়া এখন সময়ের দাবী। ঢাকাসহ দেশের সবগুলো মেট্রোপলিটান সিটি, জেলাশহর থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে এডিস মশার উৎস এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের সমন্বিত উদ্যোগ নিতে হবে। স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে জাতীয় ও স্থানীয় সরকারের সমন্বিত উদ্যোগ ও প্রচারনায় এডিস মশার বিস্তার ও ডেঙ্গুজ্বর বিষয়ক জনসচেতনতা গড়ে তোলার বিকল্প নেই।
অর্থনীতি এখন চরম সংকটের সম্মুখীন। মূল্যস্ফীতির যাঁতাকলে পড়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এ অবস্থায় ডেঙ্গু মহামারি আকার ধারণ করলে সামাজিক-অর্থনৈতিক ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলতে পারে। অর্থনৈতিক সংকটের মধ্যে একটি মধ্যবিত্ত পরিবারের একজন বা একাধিক ব্যক্তি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে, সেই পরিবারটি আর্থিক মানবিক বিপর্যয়ের মুখে পড়ে যাবে। নি¤œবিত্তদের কি অবস্থা হবে, তা বলা বাহুল্য। ডেঙ্গুর উৎস এডিস মশা ও লার্ভা ধ্বংস ও পরিচ্ছন্নতা অভিযান জোরদারের পাশাপাশি দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে সহজে ও সুলভে ডেঙ্গু রোগের চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে। স্বাস্থ্য অধিদফতর, পরিবেশ অধিদফতর, সমাজসেবা অধিদফতর, ভোক্তা অধিকার, সকল স্তরের জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগে ডেঙ্গুর প্রকোপ মোকাবেলা করার কার্যকর পদক্ষেপ নিতে হবে। ঢাকা শহরে ক্রমবর্ধমান ডেঙ্গু রোগীর জন্য দ্রুততম সময়ে কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। বাড়ি ও স্থাপনার চারপাশে জমে থাকা পানিতে ডেঙ্গুর লার্ভা ও মশা দমনে প্রত্যেক নাগরিকের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। ডেঙ্গু প্রতিরোধে তাদেরই বেশি দায়িত্ব পালন করতে হবে।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
দিল্লিতে দূষণ-কুয়াশার কারণে ভ্রমণ ব্যবস্থা বিপর্যস্ত ,যাত্রীদের ভোগান্তি
বাগেরহাটে লখপুর গ্রুপের কর্মহীন শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ
নিকলীতে দশ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘গণঅভ্যুত্থানে আহত ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, আরও যাবেন ২৮ জন’
১০ কোটিতে মাল্টার পাসপোর্ট নেওয়ার চেষ্টা টিউলিপের চাচীর
জামিন বাতিল করে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি
পাকিস্তানকে ছেড়ে ভারতের দিকে ঝুঁকছে তালেবান?
টাঙ্গাইলে জিয়া মঞ্চে ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ
পলাতক ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি, অভিযানে সেনাবাহিনী-পুলিশ-র্যাব
কানাডার লিবারেল পার্টি ৯ মার্চ নতুন নেতা নির্বাচন করবে
স্বৈরাচারের সহযোগীদের রাজনৈতিক দলে ঢোকালে প্রতিরোধ করা হবে : ড. রিপন
দশ বছর পর ফের পুরষ্কৃত মালালা, ফিরছেন পাকিস্তান
ভারতে এক মাসে এক গ্রাহক পেলেন ২১০ কোটির বিদ্যুৎ বিলের কপি
সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরী নিহত
সীমান্তে অতন্দ্র প্রহরী জনগণ, রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, মৃদু শৈত্য প্রবাহের কবলে গোট জেলা
খলনায়ক এআই, একধাক্কায় বেকার হতে চলেছেন ২ লাখ কর্মী
মক্কায় বন্যার পানিতে ভেসে গেল গাড়ি, ৪ জনের মৃত্যু
পাকিস্তানে অস্ত্রের মুখে ১৭ সরকারি কর্মীকে অপহরণ
যুক্তরাষ্ট্রে দাবানল নেভানোর কাজে এবার নামানো হলো কারাবন্দিদের