ঢাকা   বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১

তরুণ উপদেষ্টাদের নেতৃগুণ অত্যন্ত প্রশংসনীয়

Daily Inqilab ইনকিলাব

২২ অক্টোবর ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৪, ১২:০৯ এএম

অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে নিষ্ঠা, বুদ্ধিমত্তা, মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে যাচ্ছেন, যা ইতোমধ্যে সকলের প্রশংসা অর্জন করেছে। তাদের বয়স কম, অভিজ্ঞতা কম; কিন্তু তা তাদের দায়িত্ব পালনে বাধার কারণ হতে পারছে না। সুনির্দিষ্ট লক্ষ্যাভিসারী চিন্তা-ভাবনা, উদ্যম ও সততা তাদের পথ দেখাচ্ছে। এও মনে রাখা দরকার, তারা ছাত্র-জনতার বিপ্লব যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের অন্যতম। নাহিদ ইসলাম কেন্দ্রীয় সমন্বয়কদের নেতৃত্বের দায়িত্ব পালন করেন। ফলে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কিংবা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম প্রমুখের মধ্যে বিল্পবের লক্ষ্য ও মর্মবাণী অধিকতর ক্রিয়াশীল অবস্থায় রয়েছে। এ জন্য তাদের কথাবার্তা স্পষ্ট ও দ্বিধাহীন। তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গীও অত্যন্ত পরিষ্কার ও স্বচ্ছ। অন্যদিকে গালাগল্প ও গুজব তৈরি হয়েছে, স্বৈরাচার শেখ হাসিনা দেশে ফিরবেন। তিনি নিজেও এমন বলেছেন, চট করে দেশে ঢুকে পড়বেন। পর্যবেক্ষকরা এটা মনে করেন না। তার এ খায়েশ কখনো পূর্ণ হবে না। তিনি দেশ যেভাবে ধংস করেছেন, ভারতের পদানত করেছেন, গণহত্যাসহ মানবতা বিরোধী অপরাধ করেছেন। তাতে দেশে এসে রাজনীতি করার অধিকার তার শেষ হয়ে গেছে। তার কৃতকর্মের জন্য বিচারের কাঠগড়া প্রস্তুত। এই কাঠগড়ায় ওঠার জন্য তিনি স্বেচ্ছায় দেশে আসতে পারেন অথবা তাকে বিচারের জন্য ফিরিয়ে আনা হতে পারে। সে ক্ষেত্রে ফাঁসির দণ্ড তার জন্য অবধারিত। এই সারসত্য অনেকেই বুঝতে চান না। কিন্তু নাহিদ ইসলাম বুঝেছেন। যারা শেখ হাসিনা ফিরে আসবেন, রাজনীতি করবেন বলে ভাবছেন তাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করার জন্য আর ফিরতে পারবে না। শুধুমাত্র ফাঁসির কাষ্টে দাঁড়ানোর জন্য ফিরবে।’ নাহিদ ইসলাম যা মনে করেন, বিশ্বাস করেন, তা বলতে একেবারেই দ্বিধায় ভোগেন না। জাতির পিতা প্রশ্নে তিনি সম্প্রতি বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করে না।’ সরকার তার বক্তব্যের সঙ্গে দ্বিমত করেনি। তার মতই স্পষ্টবাদী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাতির পিতা প্রশ্নে তার সোজা বক্তব্য : ‘শেখ মুজিবুর রহমানকে মানুষ জাতির পিতা মানলে ৫ আগস্ট ভাস্কর্য ভেঙ্গে ফেলতো না। শেখ মুজিব আওয়ামী ফ্যাসিজম প্রতিষ্ঠার অন্যতম প্রতীকী মাধ্যম।’ সম্প্রতি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রমাণসহ বিভিন্ন ক্ষেত্রে স্বৈরাচারের দোসরদের অসহযোগিতা ও ষড়যন্তের প্রসঙ্গ ধরে বলেছেন, প্রয়োজনে সিস্টেম ভাঙ্গা হবে এবং যারা অসহযোগিতা করছে তাদের স্থানে নতুন নিয়োগের কথা ভাবছে সরকার। তার এ বক্তব্য বিভিন্ন মহলে নন্দিত হয়েছে।

সরকারে আরো একজন তরুণ আছেন। তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনিও ছাত্র-জনতার বিপ্লবের অন্যতম নায়ক। তিনি প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষে বক্তব্য রেখে থাকেন। তার সাম্প্রতিক একটি বক্তব্য আলোচনায় এসেছে। এক ব্রিফিংয়ে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয়া হবে বলে জানিয়েছেন। বলেছেন, যারা গত তিনটি নির্বাচনে অংশ নিয়েছেন, অবৈধভাবে নির্বাচিত হয়েছেন তারা জনগণের সাথে প্রতারণা করেছেন। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্টÑ তাদের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে বাধা তৈরি করবে। এটা সরকারের দিক থেকে একটা নীতিনির্ধারক বক্তব্য। স্বৈরাচারের পতনের পর পরিত্যক্ত আওয়ামী লীগের রাজনীতিক অধিকার নিয়ে কথাবার্তা হচ্ছে। অধিকাংশের মতে, ফ্যাসিস্ট দল হিসাবে, ঘাতক দল হিসাবে তার রাজনীতি করার অধিকার নেই। তাকে নিষিদ্ধ করা উচিত একাংশের মতে, অন্তত ১০ বছর তার রাজনৈতিক কর্মকাণ্ড বারিত করা উচিত। স্মরণ করা যেতে পারে, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলো খোড়াল থেকে মাথা বের করতে শুরু করেছে। গোপালগঞ্জে সেনাসদস্যদের ওপর হামলার পর বেশকিছু ঘটনা ঘটেছে। ঢাকা কোর্ট প্রাঙ্গনে আওয়ামী আইনজীবীদের স্লোগান-বিক্ষোভ, চট্টগ্রামে ছাত্রলীগের সশস্ত্র মিছিলের কথা এ প্রসঙ্গে উল্লেখ করা যায়। উল্লেখ করা যায়, কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগারদের জড়ো হওয়ার কথাও। তথাকথিত দাবি-দাওয়া ও আন্দোলন ইত্যাদি যে পতিত স্বৈরাচারের চক্রান্ত-ষড়যন্ত্রের অংশ তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। আউট সোর্সিংয়ের চাকরি সরকারিকরণে প্রেসক্লাবে সমাবেশ, মিরপুর টেস্টে সাকিবের অংশগ্রহণের দাবিতে তুলকালাম ইত্যাদিও এর বাইরের কিছু নয়। আওয়ামী লীগের মতো একটি স্বৈরাচারী ও ফ্যাসিবাদী দলকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয়ার অর্থ হলো, তার প্রত্যাবর্তনের সম্ভাবনাকে জাগিয়ে রাখা, যা দেশ ও জনগণের জন্য ক্ষতিকর হতে বাধ্য। ছাত্র-জনতার আন্দোলনের নেতারা এর আগে বলেছেন, স্বৈরাচার ও ঘাতকদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম চালাতে দেয়া হবে না। তাদের এ বক্তব্যের সঙ্গে মাহফুজ আলমের বক্তব্যের মিল আছে। আওয়ামী লীগ যেভাবে মাথা তুলছে তাতে তার সঙ্গে মুক্ত বা নির্বাধ আচরণ করা যাবে না। কাজেই নিয়ন্ত্রণ ও বাধা জরুরি।

সরকারের তরুণ সদস্যরা যেভাবে দায়িত্ব পালন করছেন, কথাবার্তা বলছেন, তাতে মানুষ সন্তুষ্ট ও আশাবাদী। প্রধান উপদেষ্টা বয়োজ্যেষ্ঠ হলেও তার মধ্যে যে তারুণ্য প্রত্যক্ষ করা যায়, তার তুলনা নেই। তার প্রাজ্ঞতা, যোগ্যতা প্রশ্নাতীত। তারুণ্যের খ্যাতিও বিশ্বজুড়ে। উপদেষ্টা মণ্ডলীর সিনিয়র সদস্যরাও অনেকে দীপ্তি ছড়াচ্ছেন। সালেহউদ্দিন ইতোমধ্যে অর্থনীতিতে প্রাণসঞ্চার করতে সমর্থ হয়েছেন। অর্থনীতির অবনমিত সূচকগুলোর অধিকাংশই ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে পদে ব্যর্থ হচ্ছেন। আরো কয়েকজন উপদেষ্টা আছেন, যারা দায়িত্ব পালনে সাফল্য দেখাতে পারছেন না। প্রশাসন এখনো স্বৈরাচারের দোসরদের হাতে। এ ব্যাপারে আলী ইমাম মজুমদারের দায় বড় দাগে বলে মনে করে ওয়াকিবহাল মহল। পুলিশ এখনো প্রস্তুত হয়নি। এ দায় কি স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারবেন? আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। পুলিশ কোনো ভূমিকা রাখছে না। ছাত্রলীগের ৬২ এএসপি নিয়োগ পায় কীভাবে? কীভাবেই বা তিনি তাদের সমাপনী কুচকাওয়াজ উপস্থিত থাকতে সম্মত হন? আরও কয়েকজন উপদেষ্টার পারফরমেন্সও প্রশ্নের ঊর্ধ্বে নয়। তাদের অপারগতা-ব্যর্থতার কারণ কী? যদি তাদের দায়িত্বভার বেশি হয়ে যায়, তবে সে ভার লাঘব করতে হবে। মন্ত্রণালয়ের সংখ্যা কমাতে হবে। দক্ষ, যোগ্য, সৎ এবং বিপ্লবের লক্ষ্য ও কমিটমেন্ট সম্পর্কে যাদের স্বচ্ছ ধারণা ও তার প্রতি আনুগত্য আছে, তেমন ব্যক্তিদের উপদেষ্টা মণ্ডলীতে শামিল করতে হবে। তরুণ উপদেষ্টারা প্রতিযোগিতা করে দায়িত্ব পালন করছেন, দিকনির্দেশক বক্তব্য দিয়ে জনগণকে পথ দেখাচ্ছেন আর সিনিয়র উপদেষ্টাদের অনেকে ব্যর্থ হচ্ছেন। এটা হতে পারে না। তাদের সক্রিয়, দায়িত্বশীল ও সরব হতে হবে।


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

স্মৃতির দর্পণে সালাউদ্দিন কাদের চৌধুরী
ডিকার্বনাইজেশনে আরো জোর দিতে হবে
ঐক্য ও সংহতি অটুট রাখতে হবে
আগামীর বাংলাদেশের স্বপ্ন
ইস্পাত কঠিন জাতীয় ঐক্য ও আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য জরুরি
আরও

আরও পড়ুন

এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার

এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার

প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া

প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া

জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল

জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল

মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল

মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল

"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"

"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"

ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল

ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল

নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা

নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা

আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি

আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি

দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন

দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন

'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'

'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'

বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান

বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান

ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা

ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা

লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক

চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক

উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম

দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম

সবচেয়ে কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে নেপাল: নেপাল রাষ্ট্রদূত

সবচেয়ে কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে নেপাল: নেপাল রাষ্ট্রদূত