জাতীয় নাগরিক কমিটি সফল হবে কি?
২২ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম
পবিত্র কুরআনে মহান আল্লাহ এরশাদ করেছেন, ‘যাকে ইচ্ছা আমি তাকে ক্ষমতা দান করি, কারও কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিই। যাকে ইচ্ছা সম্মান দান করি, যাকে ইচ্ছা সস্মান দান করি না। যার দৃষ্টান্ত, শেখ হাসিনার পতন।
মহান আল্লাহ অনর্থক কোনো কাজ ও সৃষ্টি করেন না। জুলাই অভ্যুত্থানের পর ছাত্ররা রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চালাচ্ছে। বিশ্বে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে, ক্ষমতায় আরোহন করেছে, সরকার পরিচালনা করেছে, এমন নজির আছে কিনা, জানা নেই। জানা মতে, প্রবীণদের প্রজ্ঞা ও নবীনদের বৈপ্লবিক চেতনার সমন্বয়ে একটি দেশ ও জাতি যেমন সুন্দর ও সুচারুরূপে পরিচালিত হয়, তেমনি স্বৈরশাসনের বিরুদ্ধে বিপ্লব বা গণঅভুত্থান সফলভাবে সংঘটিত হয়। যেমন, ১৭৮৯ সালের ফরাসী বিপ্লব, ১৯১৭ সালের রুশ বিপ্লব, ১৯৪৯ সালের চাইনিজ বিপ্লব, ১৯৮১ সালের ইরানী বিপ্লব, শেখ মুজিব, তাজউদ্দিন, সিরাজুল আলম খানের নেতৃত্বে বাংলাদেশ বিপ্লব, নেলসন মান্ডেলার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ বিপ্লব, মহাত্মা গান্ধী, পন্ডিত জওহর লাল নেহেরু ও বল্লভ ভাই প্যাটেল, নেতাজী সুভাষ চন্দ্র বসুর নেতৃত্বে ভারতের স্বাধীনতা বিপ্লব, কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে পাকিস্তানের স্বাধীনতা বিপ্লব প্রবীণ ও নবীন তথা ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের সম্মলিত আন্দোলনের ফসল। বাংলাদেশের স্বাধীনতা বিপ্লব যেমন কোন একটি গোষ্ঠী বা একক কোন ব্যক্তির অবদান নয়, সম্মিলিত সংগ্রামের ফসল, তেমনি সাম্প্রতিক জুলাই-আগস্ট বিপ্লব বা গণঅভ্যুত্থান যাই বলি, তা শুধুমাত্র ছাত্রদের আন্দোলনের ফসল নয়। সুদীর্ঘ সাড়ে ১৫ বছরের রাজনৈতিক দলের আন্দোলনের ধারাবাহিকতা এ অভ্যুত্থান হয়েছে। তাতে ডান, বাম, মধ্যপন্থি, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, হকার, মুদির দোকানদার হতে শুরু করে আপামর জনসাধারণ সম্মিলিতভাবে অংশগ্রহণ করেছে। কোটা আন্দোলনকারীদের একদফা যদি শেখ হাসিনা গোঁয়ার্তুমি না করে মেনে নিত, তাহলে গণঅভ্যুত্থান সংঘটিত হতো না। শেখ হাসিনার অহংকারই তার পতনের মূল। প্রত্যেকে বড়দল ও ছোটদল সবারই ছাত্র সংগঠন রয়েছে। ১৯৪৮ সালের ৪ জানুয়ারী শেখ মুজিবের নেতৃত্বে সদ্য নিষিদ্ধ ছাত্রলীগ গঠিত হয়। সেই ধারাবাহিকতায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির নেতৃত্বে প্রবীন ও নবীনদের সমন্বয়ে ১৯৪৯ সনের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ, অতঃপর ১৯৫৫ সনে মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ গঠিত হয়। ১৯৫৪ সনে যুক্তফ্রন্ট নির্বাচনে ময়মনসিংহ জেলার নান্দাইলে নুরুল আমিনকে পরাজিত করে ছাত্রনেতা খালেক নেওয়াজ পাশ করেন। তাকে মন্ত্রীত্ব দেয়ার জন্য সুদূর নান্দাইল হতে ছাত্র-জনতা মিছিল করে ঢাকায় আসেন। তখন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ধমক দিয়ে বলেন, ‘নূরুল আমিনের মতো এত বড় লিডারকে পরাজিত করেছ বলে তোমাকে মন্ত্রীত্ব দিতে হবে? মন্ত্রী হতে হলে প্রজ্ঞা লাগে, তুমি ছাত্র নেতা, তোমার মধ্যে এখনও প্রজ্ঞা সৃষ্টি হয়নি।’ ১৯৭৯ সালে জাতীয় পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী নির্বাচনী এলাকায় প্রখ্যাত রাজনীতিবিদ মনরঞ্জন ধরকে পরাজিত করে তিতুমীর কলেজের ছাত্র নেতা আনিছউজ্জামান খোকন পাশ করেন, তাই বলে কি প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে মন্ত্রীত্ব দিয়েছিলেন? কথায় আছে, ৪০ বছরের আগে থাকে তারুণ্যের উদ্দীপনা, ৪০ বছরে আসে প্রজ্ঞা। প্রতিভাবান ব্যক্তিরা আবেগপ্রবণ হন না, বিবেক দ্বারা পরিচালিত হন। আবেগ মানুষকে বিপথগামী করে, ধ্বংস করে, পক্ষান্তরে বিবেক মানুষকে সুপথে পরিচালিত করে এবং সুপ্রতিষ্ঠিত করে। মহান আল্লাহ তায়ালা মহানবী হযরত মুহাম্মদ (স.) কে সৃষ্টিই করেছেন নবুয়াতির জন্য। তাঁকেও ৪০ বছরের আগে নবুওয়াতি দেন নাই। এ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। গ্রাম্য একটি প্রবাদ আছে ‘ছাগলের পাড়ায় ধান পড়েনা, গরু লাগে’। শেখ মুজিবুর রহমান একজন ক্যারিশমেটিক লিডার ও ভাল বক্তা ছিলেন। কিন্তু প্রজ্ঞার অভাব ছিল। সেই পরিপ্রেক্ষিতে, আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক অ্যান্থনী ম্যাসকারেনহাস তার ‘দ্য র্যাপ অফ বাংলাদেশ’ গ্রন্থে শেখ মুজিব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘শেখ মুজিব একজন ভাল বাগ্মী বটে; কিন্তু ভালো নেতা এবং ভালো প্রশাসক নন। ইয়াহিয়া খান যদি ৬ দফার ভিত্তিতে তার হাতে ক্ষমতা ছেড়ে দিত, তাহলে ৬ মাসের মধ্যে ক্ষমতা ফিরে পেত।’ আজ যে ছাত্ররা আবেগের বশবর্তী হয়ে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, তাদের অবস্থা কি হবে, তা অনুমান করতে কষ্ট হয় না। এখানে ভারতের শিক্ষাবিদ ও পন্ডিত আশুতোষ মুখার্জির একটি উক্তি প্রনিধানযোগ্য। তিনি ছাত্র রাজনীতি সম্পর্কে বলেছেন, ছাত্র অবস্থায় রাজনীতি করা ঠিক নয়, তাতে বিদ্যার্জনে ব্যাঘাত ঘটে। ছাত্র অবস্থায় লেখাপড়া শেষে জ্ঞান অর্জন করে সর্বোচ্চ একাডেমির বৈতরনি পার হয়ে রাজনীতিতে অংশগ্রহণ করা উচিৎ।’ তবে উক্তিটি কেউ মানে, কেউ মানে না। পাক-ভারতের মোহাম্মদ আলী জিন্নাত, শের-ই-বাংলা আবুল কাশেম ফজলুল হক, মাওলানা ভাসানী, আব্দুল হাসিম, আবুল মুনসুর আহমেদ, মহাত্মা গান্ধী, জওহর লাল নেহেরু, ভল্লব ভাই প্যাটেল, নেতাজী সুভাষ চন্দ্র বসু প্রমুখরা ছাত্রবস্থায় রাজনীতি করেন নাই। আমরা যদি ১৯৪৭ সাল হতে ২০২৪ সাল পর্যন্ত ৭৭ বছরের ইতিহাস পর্যালোচনা করি, তাহলে দেখতে পাই, ১৯৪৮ সালের মাতৃভাষা আন্দোলন শুরু হয় এবং তা ১৯৫২ সালে চূড়ান্তরূপ লাভ করে। শাসক গোষ্ঠী বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে বাধ্য হয়। উক্ত আন্দোলন ছাত্রদের দ্বারা সংগঠিত হয়েছিল। অনুরূপভাবে, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের স্বাধিকার আন্দোলন, ১৯৬৯ সালের গণআন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন ছাত্ররাই করেছে এবং সফল হয়েছে। এসব আন্দোলনে বাঘা বাঘা সফল লিডার অলি আহাদ, হক, তোহা, তোফায়েল আহমেদ, আব্দুর রব, সিরাজুল আলম খান, শাহজাহান সিরাজ, নূরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুছ মাখনসহ শাসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান, সুলতান আহমেদ মনসুর, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরীর মতো ছাত্র নেতারা ছিলেন। তবে ছাত্রাবস্থায় কোন রাজনৈতিক দল গঠন করেননি। তারা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করেছেন। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে বিজয়লাভ করে ছাত্রদের নতুন দল গঠন আদৌ সাফল্য পাবে কিনা, তাতে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। জাতীয় নাগরিক কমিটি নামে যদি সত্যিই নতুন দল ডিক্লেয়ার দেয়, তাহলে তা কতটা সফল হবে, তা নিয়ে দ্বিমতের অবকাশ রয়েছে।
লেখক: আইনজীবী ও সাবেক সম্পাদক, নরসিংদী জেলা আইনজীবী সমিতি।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মতিউরের স্ত্রী লায়লার আয়কর নথি জব্দ
স্বতন্ত্র বিধিমালা ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান
দুর্নীতির অভিযোগে ইফার কর্মকর্তা শফিকুর সাময়িকভাবে বরখাস্ত
উপদেষ্টারা কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে : আসিফ মাহমুদ
চীনকে মোকাবেলা করতে ভারতের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র
বাগেরহাট জেলা হাসপাতালে দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়মের প্রমাণ
ফাঁকা বাসায় ডেকে নিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অতঃপর
বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন
মাদক ব্যবসায়ের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন শিক্ষক
সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন
চাটখিলে থানার পুকুরে পড়ে ছিল লুট হওয়া চায়না রাইফেল
২৬ জানুয়ারি গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ
লাকসামে সমবায়ের বার্ষিক সাধারণ সভায় -এড.সুজন
সৈয়দপুরে ঘন কুয়াশার কারনে বিমান ওঠা-নামা বন্ধ
ফেব্রুয়ারি মাসের মধ্যে রাজনৈতিক দল ঘোষণা: আখতার হোসেন
সৈয়দপুরে ঘন কুয়াশার কারনে বিমান ওঠা-নামা বন্ধ
কুয়াশার চাদরে ঢাকা সিলেটে, শীতের দাপটে কাহিল জনজীবন
মুজিবনগর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ
দিরাই সরমঙ্গল ইউপি চেয়ারম্যান জুয়েল সাময়িক বরখাস্ত
আপিল আবেদনের অনুমতি পেল চ্যানেল ওয়ান