নানা দেশে নানা রূপে ঈদ

Daily Inqilab আফতাব চৌধুরী

২৫ মার্চ ২০২৫, ০১:০৬ এএম | আপডেট: ২৫ মার্চ ২০২৫, ০১:০৬ এএম

হযরত মুহম্মদ (সা.) যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তার পর পরই ঈদ উৎসবের সূচনা হয়। ঈদ দু’টি ঈদ-উল-ফিতর আর ঈদ-উল-আজহা। রমজানের কৃচ্ছা সাধনের পর আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশের আবসর হচ্ছে ঈদ-উল-ফিতর। তার মাস দুয়েক পর আরবি জিলহজ্জ মাসের দশ তারিখ উদযাপিত হয় অপর ঈদুল আজহা। এই ঈদে প্রতিটি মুসলমানের কাছে যা সবচাইতে প্রিয় তাই উৎসর্গ করা হয় আল্লাহর কাছে। প্রতীক স্বরূপ কোরবানি করা হয় একটি পশু। সাধারণত সেই পশুর মাংস বিলিয়ে দেওয়া হয় গরিব আত্মীয়-স্বজন আর দুঃস্থজনের মাঝে। ঈদের দিন ভোরে অন্যান্য দিনের মত ফজরের নামাজ পড়ে গোসল সেরে মুসলমানরা নতুন জামাকাপড় পরে রওয়ানা হয় ঈদগাহ অভিমুখে। সেখানে ঈদের প্রসন্নতা লাভর আর বিশ্বশান্তির জন্য মোনাজাত বা দোয়া করা হয়। তবে ঈদের নামাজের পূর্বে, পারতপক্ষে ঈদের কিছুদিন আগেই, অবস্থাবান মুসলমানদের বাধ্যতামূলকভাবে দরিদ্র নিঃস্ব জনকে এক নির্দিষ্ট পরিমাণের দান এগিয়ে দিতে হয়। উদ্দেশ্য যাতে দীন দরিদ্ররাও ঈদের খুশিতে নির্দ্বিধায় যোগদান করতে পারে। নামাজের পর জনগণ একে অপরকে আলিংগন করে জানায় ঈদ মোবারক। বাংলাদেশের কোনও কোনও স্থানে স্ত্রীলোকেরাও ঈদের নামাজে যোগদান করেন। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ইত্যাদি দেশে বৃহৎ সংখ্যায় মুসলিম নারীরা ঈদের নামাজে শামিল হয়ে থাকেন। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজে যাওয়ার সময় এবং ফেরার পথে আল্লাহর প্রশস্তি জপ করেন।

আমাদের দেশে কিংবা উপমহাদেশে ঈদ কীভাবে উদযাপিত হয় সে ব্যাপারে আমরা সবাই কম-বেশি ওয়াকিবহাল আছি। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে ঈদের বিভিন্ন রূপ। যেমন, আফ্রিকার টিউনিশিয়ায় লোকেরা বাকলাওয়া নামের একটি বিস্কুট তৈরি করে তা পাড়া-পড়শির মাঝে বিলিয়ে দেয়। সে দেশে দিনের বেলা বেশ নাচ-গান হয় আর রাতের বেলা ভুরিভোজনের পর চলে ছেলে মেয়েদের নিয়ে এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়া আসা।

দক্ষিণ আফ্রিকায় ঈদের আগের দিন যখন ঈদের চাঁদ দৃষ্টিগোচর হয় তখন সবাই একত্রিত হয়ে হর্ষোল্লাস করে। তারপর ইফতার মুখে দিয়ে সমাপ্তি ঘটে রমজান মাসের অন্তিম রোজার। এরপর সম্পন্ন হয় মাগরিবের সমবেত নামাজ। তারপরই ঘোষকেরা গলা ফাটিয়ে ঘোষণা করে ঈদের চাঁদ দেখা গেছে। আরম্ভ হয় ঈদের তোড়জোড়।

সৌদি আরবের লোকেরা ঈদের আগে আগেই নিজেদের বাড়িঘর সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। ঈদের দিনগুলোতে সৌদিদের আতিথেয়তার বাহুল্য সকল সীমা অতিক্রম করে। দোকানগুলোতেও তখন উপহারের মেলা লেগে যায়। যেমন কেউ চকলেটের দুটো বাক্স কিনল। তাকে মিলবে চকলেট পরিবেশন করার জন্য এক সুদৃশ্য ডিশ, একেবারে বিনামূল্যে। মধ্য সৌদি আরবে আল কাসিম বলে একটি অঞ্চল আছে। সেখানে সামাজিক প্রথা অনুসারে নামাজের পর প্রত্যেকটি বাড়ির লোক এক একখানা কার্পেট নিয়ে এসে বিছিয়ে দেবে রাস্তার পাশে। তরপরই সেই বাড়িগুলো থেকে সুস্বাদু খাবারের পসরা এনে সাজানো হবে সেই কার্পেটের উপর। এরপর, যার সেখানে মর্জি বস, যেটা মর্জি খাও।

তুরস্কে উৎসব চলে তিন দিন ধরে। নামাজের পর সবাই একত্রিত হয় কবরস্থানে সেখানে শায়িত মৃত আত্মীয়স্বজনদের নাজাত ও চিরশান্তি কামনা করে পাঠ করা হয় মোনাজাত। কবরের পার্শ্ববর্তী অঞ্চল মেলা সদৃশ রূপ ধারণ করে। সেখানে কেনা-বেচা চলে রঙিন ফুলের, গোলাবজল আর ধর্মগ্রন্থের। মিশরে ঈদের সময় স্কুল কলেজে চলে লম্বা ছুটি। নামাজের অন্তে নামাজের নেতৃত্ব দেন যে ইমাম তিনি জনগণকে সৎপথে চলার জন্য, দুঃস্থদের সাহায্য করার জন্য আর পূন্য অর্জনের জন্য উদ্বুদ্ধ করে খোতবা পাঠ করেন। পাশ্চাত্য সভ্যতায় স্পর্শিত অনেক পরিবার আবার সমুদ্র সৈকতে, প্রমোদ উদ্যানে, সিনেমায়, থিয়েটারে বা নীল নদিতে প্রমোদ-ভ্রমণে গিয়ে ঈদের ছুটি উপভোগ করে। টিভিতেও ঈদ উপলক্ষে চলে মনোরঞ্জনের অন্তহীন কার্যক্রম।

ঈদ উপলক্ষে ইন্দোনেশিয়ার সরকারি ও বেসরকারি উভয় খন্ডেই কর্মীদের অতিরিক্ত এক মাসের বেতন বোনাস রূপে দেওয়া হয়। কোনও প্রতিষ্ঠান যদি অন্যথা করে তকে তাদের সরকারি শান্তির মুখোমুখি হতে হয়। মালয়েশিয়া, সিঙ্গাপুর আর ব্রুনাইতে ঈদ ঘটা করে পালন করা হয়। এতদঞ্চলে বাড়িতে কাজ করার লোকেরাও ঈদের ছুটিতে গ্রামে চলে যায়। তাই অনেক সম্পন্ন্ পরিবারের লোক রান্নাঘরের ঝামেলা এড়াতে এ কটা দিন ক্রেতা-দুরস্ত হোটেলে চলে গিয়ে, সেখানে থেকে ঈদ পালন করেন।

অষ্ট্রেলিয়া মুসলিম প্রধান দেশ নয়। তবুও ১৯৮৭ সাল থেকে সেখানে সরকারি পৃষ্ঠপোষকতায় সিডনী ক্যানবেরা, মেলবোর্ণ ইত্যাদি মহানগরিতে ঈদ উৎসব পালিত হয়ে আসছে। এই উৎসবে অংশগ্রহণ করার জন্য প্রতিবছর সারা বিশ্ব থেকে অনেক বরেণ্য ব্যক্তিকে আমন্ত্রণ করে নিয়ে আসা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে ঈদ উপলক্ষে বিভিন্ন দেশের মুসলমান একত্রিত হয়ে নামাজ আদায় করেন। মসজিদ প্রাঙ্গণ কিংবা সামূহিক কেন্দ্রে প্রীতিভোজের আয়োজন করা হয়ে থাকে। অনেক শহরে মুসলিম জনগণ একত্রিত হয়ে প্রমোদ উদ্যান, স্কেটিং রিংক কিংবা কনভেনশন সেন্টার ভাড়া করে দিনব্যাপী ঈদ মিলনোৎসবের আয়োজন করে থাকে। সেখানে স্বচ্ছল পরিবারের লোকেরা রকমারি খাবার নিয়ে আসেন। সে খাবার দরিদ্র-অসহায় লোকদের মধ্যে পরিবেশন করা হয়।

লন্ডনের ঈদ উৎসবের এক আন্তর্জাতিক রূপ ফুটে উঠে। বাঙালি পাড়ায় যদি কোর্মা-পোলাও এর ঘ্রাণ নাকে আসছে তা পাকিস্তানি গলিতে সামোসা আর নিহারির গন্ধে ‘ম’ ‘ম’ করছে হাওয়া।

চীন দেশের ৫৬টি নথিভুক্ত জনগোষ্ঠীর মধ্যে ১০টি গোষ্ঠী প্রধানত মুসলমান। সংখ্যায় এরা দু’ কোটিরও অধিক। জিনজিয়াং প্রদেশে হান জনগোষ্ঠীর লোকেরা যখন ঈদ উৎসব উদযাপন করে তখন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় গরিব লোকদের বাড়িতে মাংস ও অন্যান্য খাদ্যদ্রব্য উপহার হিসেবে পাঠানো হয়ে থাকে। চীনের ইউনান প্রদেশেও ঘটা করে ঈদ পালন করা হয়।

ফিজি, মরিশাস আর গিয়ানা প্রভৃতি দেশে ভারতীয় বংশোদ্ভূত লোকেরাই সংখ্যাগরিষ্ঠ। তাই সে সকল দেশে ঈদের আয়োজনে ভারতীয় সামাজিক পরম্পরার ছাপ স্পষ্টরূপে দৃশ্যমান হয়।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট।


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বই আত্মার মহৌষধ
পহেলা বৈশাখ শুধু একটি দিন নয়
সুযোগের সদ্ব্যবহার করতে হবে
শুভ নববর্ষ
আন্তঃধর্মীয় সংলাপের গুরুত্ব
আরও
X

আরও পড়ুন

ভারতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, যেভাবে নাটকীয়ভাবে বেঁচে গেল একটি পরিবার

ভারতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, যেভাবে নাটকীয়ভাবে বেঁচে গেল একটি পরিবার

অবশেষে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন উখিয়ার ১৩ এসএসসি পরীক্ষার্থী

অবশেষে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন উখিয়ার ১৩ এসএসসি পরীক্ষার্থী

পবিপ্রবি শিক্ষার্থী পানিতে পড়ে আহত হওয়ার পরে চিকিৎসা অবহেলার মৃত্যুর অভিযোগ

পবিপ্রবি শিক্ষার্থী পানিতে পড়ে আহত হওয়ার পরে চিকিৎসা অবহেলার মৃত্যুর অভিযোগ

শেরপুর জেলা উপজেলায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

শেরপুর জেলা উপজেলায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নববর্ষ উদযাপনে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আনন্দ শোভাযাত্রা

নববর্ষ উদযাপনে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আনন্দ শোভাযাত্রা

মাজারের বার্ষিক ওরসের মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী

মাজারের বার্ষিক ওরসের মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী

কুমিল্লার রাজগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে পৌনে দুই কোটি টাকার মালামাল ভস্মীভূত

কুমিল্লার রাজগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে পৌনে দুই কোটি টাকার মালামাল ভস্মীভূত

সরকার নয়, আমরা একটি দেশ হিসেবে কাজ করছি: জ্বালানি উপদেষ্টা

সরকার নয়, আমরা একটি দেশ হিসেবে কাজ করছি: জ্বালানি উপদেষ্টা

মতলবে উপজেলা বিএনপির বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

মতলবে উপজেলা বিএনপির বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

ফিলিস্তিনবাসীদের শান্তি কামনায়   বিশেষ দোয়া মাহফিল

ফিলিস্তিনবাসীদের শান্তি কামনায়  বিশেষ দোয়া মাহফিল

বর্ণাঢ্য ‘ড্রোন শো’ দেখে মুগ্ধ লাখো মানুষ

বর্ণাঢ্য ‘ড্রোন শো’ দেখে মুগ্ধ লাখো মানুষ

নতুন বছরে সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক  : মঞ্জু

নতুন বছরে সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক : মঞ্জু

বুধবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

বুধবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

পুরোনো পদে ফিরলেন গাঙ্গুলি

পুরোনো পদে ফিরলেন গাঙ্গুলি

আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল

আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল

রূপায়ণ সিটিতে শতকন্ঠে বর্ষবরণ

রূপায়ণ সিটিতে শতকন্ঠে বর্ষবরণ

বর্ষবরণকে স্বাগত জানিয়ে গাজীপুরে জেলা বিএনপির শোভাযাত্রা

বর্ষবরণকে স্বাগত জানিয়ে গাজীপুরে জেলা বিএনপির শোভাযাত্রা

আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি: ফারুকী

আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি: ফারুকী

ভারতীয়দের হজ কোটা ৮০ শতাংশ কমাল সৌদি

ভারতীয়দের হজ কোটা ৮০ শতাংশ কমাল সৌদি

চীনা দূতাবাসের সৌজন্যে ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো

চীনা দূতাবাসের সৌজন্যে ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো