রিফাইন্ড আওয়ামী লীগ : নানা প্রশ্ন
২৯ মার্চ ২০২৫, ১২:২৮ এএম | আপডেট: ২৯ মার্চ ২০২৫, ১২:২৮ এএম

আওয়ামী লীগ শুদ্ধ বা রিফাইন্ড হতে চায়- এমন কোনো অভিপ্রায় কি দলটির আছে? দলটির প্রধান শেখ হাসিনা বা কোনো নেতা কি বলেছেন, তারা শুদ্ধ হতে চায়? বরং টানা ১৫-১৬ বছরে তারা যা করেছে, ঠিকই করেছে, সুযোগ পেলে আরো করবে, সেই বার্ত আছে বিভিন্ন খবরে। কেউ ভুল করেছে বলে স্বীকারোক্তি থাকলেই না সামনে শুদ্ধ হওয়া বা শুদ্ধ করার বিষয়। সেসবের কোনো বালাই নেই। ব্যাপারটি অনেকটা গ্রাম দেশের প্রবাদ, ‘যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শীর ঘুম নাই’- এর মতো ব্যাপার।
পাকিস্তান আমলে বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আওয়ামী লীগ। বাংলাদেশের অভ্যুদয়ের পরও বিভিন্ন গণআন্দোলনে শামিল ছিলো দলটি। ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগকে বিলুপ্ত করে দেন শেখ মুজিবুর রহমান। পরে জিয়াউর রহমানের আমলে আওয়ামী লীগ নতুন করে নিবন্ধন পায়। ১৯৭৫ সালের থেকে দীর্ঘ একুশ বছর পর রাজনীতির সার্কাসে ১৯৯৬ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের ভুল স্বীকার করে দলের সভানেত্রী শেখ হাসিনা মাথায় হিজাব টাইপের পট্টি আর হাতে তসবি নিয়ে কান্নার ভান করে চুয়াত্তরের দুর্ভিক্ষসহ অতীতের ভুলত্রুটির জন্য ক্ষমা চান। সেইসঙ্গে আব্দার করেন অন্তত একবারের জন্য যেন ক্ষমতায় যাওয়ার সুযোগ দেওয়া হয়। সেটি ছিল রিফাইন্ড বা রেক্টিফাই হওয়ার আবেদন-আর্জি। যদিও সেই আবেদন আর্জির ভিত্তিতে আওয়ামী লীগ পরিশুদ্ধ হয়নি। যা ছিল, তাই রয়ে গেছে। এবার এখন পর্যন্ত দলটির কোনো পর্যায়েই সে ধরনের কোনো নমুনা নেই। এবার উপরন্তু, বড়াই-খেমটি ব্যাপকতা।
এ ক্ষেমটির মধ্যেই ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে সেনা প্রশাসন ‘চাপ দিচ্ছে’ জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সংগঠক হাসনাত আব্দুল্লাহর মাধ্যমে বাজারে এসেছে রেক্টিফাই কথাটি। ফেইসবুক পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সেনানিবাস থেকে ‘রিফাইন্ড আওয়ামী লীগকে’ রাজনীতিতে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়। এ নিয়ে ক’দিন পানি ঘোলা হয়েছে। আবার মিটমাটও হয়েছে। কিন্তু রেক্টিফাইড আওয়ামী লীগের আলোচনায় বাজারে যে উত্তাপ ছড়িছে সেটি চলমান। আওয়ামী লীগের পক্ষে এ নিয়ে রাজনৈতিক বয়ান বেশ চলছে।
আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না, তা নিয়েও চলছে নানা কথামালা। একটি পক্ষ চায়, শেখ হাসিনা ও তার পরিবারের সবাইকে বাদ দিয়ে বিদ্রোহী আওয়ামী লীগ গঠন করানো। আরেকটি বিকল্প হলো, শেখ হাসিনার সম্মতিতে তার পরিবর্তে স্বচ্ছ ভাবমর্যাদার নেতাদের নেতৃত্বে ‘রিফাইন্ড’ তথা পরিশোধিত আওয়ামী লীগকে ভোটে রাখা। এরই মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় সরকারকে অংশগ্রহণমূলক নির্বাচনের পরামর্শ দিয়েছে। বলেছে ইনক্লুসিভ নির্বাচনের কথা। মানে আওয়ামী লীগকে আসন্ন নির্বাচন করতে দেয়া।
বলা হচ্ছে, ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ পরিকল্পনাটি ভারতের। এ পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো, শেখ হাসিনার সরাসরি নিয়ন্ত্রণ ছাড়া, আওয়ামী লীগের একটি অংশকে পুনর্বাসন করা, যাতে দলটি রাজনীতিতে টিকে থাকে এবং ভবিষ্যতের নির্বাচনে অংশ নিতে পারে। প্রশ্ন হচ্ছে, এটি কি প্রকৃতপক্ষে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ, নাকি কৌশলগত ক্ষমতার পুনর্বণ্টনের নতুন এক ষড়যন্ত্র? গত কয়েক মাসে রাজনৈতিক মেরুকরণ চরম আকার ধারণ করেছে। নতুন শক্তি হিসেবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি আত্মপ্রকাশ করেছে, যে আওয়ামী লীগ ও বিএনপির পুরোনো দ্বৈতশক্তির বিপরীতে এক নতুন ধারার রাজনীতি আনতে চায়। অন্যদিকে, বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও অন্যান্য বিরোধী দল আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কেউ কৌশলগত আবার কেউ জোরালো অবস্থান ব্যক্ত করছে। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধে শক্তিশালী অবস্থান নিচ্ছে।
দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম করলেও, ভেতরে ভেতরে কৌশলগত সিদ্ধান্তের দোলাচল রয়েছে বিএনপিতে। বিএনপি থেকে বলা হয়েছে, গণহত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত নন, এমন কারও নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনও বাধা নেই। মানে বিকল্প নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ ফিরলে, তাতে তাদের আপত্তি থাকবে না। তবে জামায়াতে ইসলামীর নেতাদের ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে। দলটির আমির ডা. শফিকুর রহমান বিষয়টি নিয়ে তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না।’ জামায়াতের আমিরের বক্তব্য এনসিপি’র হাসনাত আব্দুল্লাহর অবস্থানকে সমর্থন করে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। অন্য দলগুলোর মধ্যেও ভিন্ন ভিন্ন মত রয়েছে। রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণঅধিকার পরিষদ ও এবি পার্টিসহ অন্যান্য সমমনা দলগুলোর লক্ষ্য মূলত গণতান্ত্রিক সংস্কার, তাই তারা আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেবে না। রিফাইন্ড আওয়ামী লীগ তত্বের মাঝে কৌশলে আওয়ামী লীগকে পুনর্বাসনের নমুনা দেখছে।
এ পরিকল্পনা বাস্তবায়ন হলে এটি দেশকে রাজনৈতিকভাবে একটি মিথ্যাচারের জালে আটকে ফেলতে পারে, যেখানে পুরোনো অপরাধীদের নতুন রূপে পুনর্বাসন করা হবে বলে নিশ্চিত তারা। রিফাইন্ড আওয়ামী লীগ পরিকল্পনা মূলত একটি রাজনৈতিক পুনর্বাসন প্রকল্প, যা ক্ষমতা রক্ষার জন্য একটি নতুন কৌশল। শেখ হাসিনার পতনের পর ভারত কৌশলগত অবস্থান পুনর্বিবেচনা করছে এবং নতুন রাজনৈতিক শক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইছে। তবে, ভারত আওয়ামী লীগকে পুরোপুরি হারাতে চায় না, কারণ তাদের দীর্ঘদিনের মিত্র ছিল এই দল। তাই তারা রিফাইন্ড আওয়ামী লীগ পরিকল্পনার মাধ্যমে এমন একটি কাঠামো তৈরি করতে চাইছে, যা তাদের স্বার্থ রক্ষা করবে। আওয়ামী লীগ কীভাবে নিচ্ছে বিষয়টাকে, তা নিয়েও নানা আলোচনা চলছে। কারণ শেখ হাসিনাসহ দলটির মূল নেতৃত্বকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্বের কথা এসেছে। দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এখন দেশের বাইরে অবস্থান করছেন। বিদেশি একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, বিষয়টি সম্বন্ধে তার কিছু জানা নেই। কে বলেছে, কারা বলেছে, তাও জানা নেই। তার কাছে জানতে চাওয়া হয়েছিলো যে সাবের হোসেন চৌধুরী, শিরীন শারমিন চৌধুরী এবং শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কি না। উত্তরে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বারবার নির্বাচিত। তিনি তার দায়িত্ব এখনও পালন করছেন। তার নেতৃত্বেই আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে।
‘রিফাইন্ড’ বা ‘পরিশুদ্ধ’ আওয়ামী লীগের ধারণা নিয়ে দলটির ভেতরে কোনো আলোচনা নেই। নেতৃত্বে পরিবর্তন আনার বিষয়েও কোনো চিন্তাভাবনার কথা জানা যায়নি। এ বিষয়ে দলটির পলাতক প্রধান নেতৃত্বের কোনো সায় আছে, এমন আভাসও পাওয়া যায়নি। ফলে দেশে আওয়ামী লীগের পরিশুদ্ধ অংশকে রাজনীতিতে ফেরানোর সম্ভাবনা নিয়ে যে আলোচনা বা শোরগোল চলছে, তা কতটা বাস্তবসম্মত, সেই প্রশ্নও দেখা দিয়েছে।
লেখক : সাংবাদিক ও কলামিস্ট
rintu108@gmail.com
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

প্রশাসনের সহযোগিতায় অটোরিক্সায় শৃঙ্খলা ফিরেছে

শেখ হাসিনা ভারতের সহায়তায় বাংলাদেশে ফ্যাসিস্ট ভূমিকা অবতীর্ণ করেছে : এ্যানি

রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে পরিত্যক্ত অস্ত্র-গুলি উদ্ধার

নোয়াখালীর কবিরহাটে জমজ দুই শিশু ধর্ষণ, পরিবারের পাশে তারেক রহমান

যথেষ্ট খাদ্যশস্য সরকারের কাছে মজুত রয়েছে: খাদ্য উপদেষ্টা

দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাইয়ের স্বর্ণপদক অর্জন করলেন রাজবাড়ীর রুমি

জুলাইয়ের গণহত্যায় সরাসরি ভারতের মদত ছিল: এ্যানি

সমালোচনা সইতে না পেরে সমর্থকদের দিকে তেড়ে গেলেন পাক ক্রিকেটার

হাসিনার প্রত্যর্পণের বিষয়ে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না: প্রেস সচিব

‘ময়লার ভাগাড়সহ কোনো স্থানেই ময়লা পোড়ানো যাবে না’

ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ বিল পাসের প্রতিবাদ জামায়াতের

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহবায়ক জসিম, সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন ও সদস্য সচিব আমির

চা শিল্পে সংকট, শৃঙ্খলা ভাঙলে ব্যবস্থার নেয়ার ঘোষণা

কানাডায় ভারতীয় নাগরিক ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

মরণ বাঁধ ফারাক্কার প্রভাবে পদ্মা নদীতে পানির বড় আকাল

ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীস্নান

পাঁচবিবিতে বাস ভাড়া আদায় রোধে প্রশাসনের অভিযান

গাজার ভয়াবহ চিত্র, জীবন বাজি রেখে ক্যামেরাবন্দী করছেন ফটোসাংবাদিকরা

ধবলধোলাই হয়ে রিজওয়ান বললেন, ‘হতাশার সিরিজ’