হাজারো কণ্ঠে চ্যানেল আইয়ের বর্ষবরণ
১৬ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম
চ্যানেল আই আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নতুন বাংলা বছরকে বরণ করে নিতে আয়োজন করে বিকাশ নিবেদিত ‘হাজারও কণ্ঠে বর্ষ বরণ ১৪৩১’ পাওয়ার্ড বাই- বার্জার পেইন্টস-এর। রোববার সকাল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই আয়োজনে সারাদেশ থেকে বিভিন্ন শিল্পীরা অংশ নিয়েছেন। মঞ্চে দাড়িয়ে এক হাজারের বেশি শিল্পী নতুন সূর্যকে স্বাগত জানান। বেজে ওঠে সরোদ। বাঙালির উৎসবের সবচেয়ে বড় প্রাণকেন্দ্র হয়ে উঠে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র। সুরের ধারার অধ্যক্ষ ও চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক- এমন ভাবনাকে কেন্দ্র করে হাজারও কণ্ঠে বর্ষ বরণের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে কেবল সুরের ধারা নয়, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা অংশ নিয়েছেন। এমনকি, কলকাতা থেকেও শিল্পীরা এসেছেন। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সকলের মিলিত প্রয়াসে হাজারো কণ্ঠে নববর্ষকে আবাহন করা।’ তিনি আরও বলেন, ‘এই সময়ের পৃথিবী হানাহানি, যুদ্ধ এবং হিংসায় উন্মত্ত। এই নতুন বছর আমাদের সমস্ত দুষিত আবহ থেকে মুক্তি করুক। আমরা একটি সুন্দর পৃথিবীতে বাস করি, একটি সুন্দর পৃথিবী তৈরি করার প্রতিজ্ঞাই হোক এবছর সকলের প্রতিজ্ঞা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী, পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, কানাডার হাইকমিশনার লিলি নিকোলস, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাসহ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা সহ সব শ্রেণী পেশার মানুষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, বার্জারের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী, সিনিয়র হেড অব ক্যাটাগরি হেয়ার অ্যান্ড কেয়ার সাবিত শফিউল্লাহ, ইমপ্রেস গ্রুপের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন এবং ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। গত এক যুগ ধরে আয়োজন করা হচ্ছে সুরের ধারা চ্যানেল আই হাজার কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠান। অনলাইনে রেজিস্ট্রেশন এবং অডিশনের পর মূল অনুষ্ঠানে অংশ নিয়েছেন শিল্পীরা। এবারের আয়োজনে অংশ নিয়েছেন সুরের ধারা অনুষ্ঠানের নিয়মিত শিশু শিল্পীরাও। মহড়ায় শিল্পীদের সার্বিক নির্দেশনা দিয়েছেন ভারতীয় সংগীত তত্তাবধায়ক পুলক সরকার। শিল্পীদের কণ্ঠে বর্ষবরণের পাশাপাশি আয়োজন করা হয়েছিল বৈশাখী মেলার। মেলায় ছিল বাঙালির হাজার বছরের ঐতিহ্যের উপাদান দিয়ে সাজানো স্টলগুলো।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে