পক্ষপাতের কারণে পরপর দুবার সালমানের ছবি থেকে বাদ পড়েন ‘বালিকা বধূ’ অবিকা!
স্বজনপোষণের জন্যই সালমানের ছবি থেকে দু-বার বাদ পড়েছেন অবিকা গোর? বিতর্কের জবাব দিলেন ‘বালিকা বধূ’। মন ভোলানো মিষ্টি হাসি ‘বালিকা বধূ’ রূপী আনন্দীকে নিশ্চয় মনে আছে? কালার্সের জনপ্রিয় মেগা সিরিয়াল ‘বালিকা বধূ’র সুবাদে রাতারাতি তারকার খ্যাতি পেয়েছিলেন শিশুশিল্পী অবিকা গোর। এরপর পেরিয়েছে অনেকটা সময়। অবিকা আর ছোট নেই, শীঘ্রই বলিউডে নায়িকা হিসাবে পথচলা শুরু করছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক...