আমার ডিপ্রেশনের সমস্যাটা জিনগত, বললেন আমিরকন্যা ইরা
সোশ্যাল মিডিয়াতে বেজায় অ্যাক্টিভ বলিউড অভিনেতা আমির খানের মেয়ে ইরা খান। অন্য স্টারকিডদের চেয়ে অনেকটা আলাদা তিনি। নিজের জীবনের অন্ধকারময় দিক নিয়ে প্রকাশ্যে কথা বলতে এতটুকুও কুন্ঠাবোধ করেন না ইরা। গত পাঁচ বছর ধরে নাকি অবসাদের সঙ্গে লড়াই করছেন আমির কন্যা। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
ইরা জানান, তিনি যে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, সেটা...