'প্রেম না থাকলে ক্রিয়েটিভিটি আসে না'— কুসুম সিকদার
চলতি বছরে ভালোবাসা দিবসকে ঘিরে নানা কাজে ব্যস্ততা বাড়ে শোবিজ অঙ্গনে। দর্শকদের নতুন কাজ উপহার দিতে তারকা-অভিনয়শিল্পীরা লেগে পড়েন নতুন সব রোম্যান্টিক নাটক-শর্টফিল্মে। এর বাইরে দিনটি উদযাপনে ব্যক্তিগতভাবেও নানা পরিকল্পনা হাতে রাখেন তারা।
তারা সিঙ্গেল হোক বা মিঙ্গেল, ভালোবাসা দিবসে তাদের ব্যস্ততার যেন শেষ নেই! সঙ্গে দর্শকদেরও আগ্রহ থাকে এটি জানতে, কাজের বাইরে ভালোবাসা দিবসে তারকাদের ব্যস্ততা ঠিক কী নিয়ে?সম্প্রতি ভালোবাসা...