বঙ্গতে আসছে সাইকো থ্রিলার সিনেমা 'শ্যামাকাব্য'
সময়ের জনপ্রিয় নির্মাতা বদরুল আনাম সৌদের সরকারি অনুদানের সাইকো থ্রিলার সিনেমা ‘শ্যামাকাব্য’ বড় পর্দার পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মেও মুক্তি পেতে চলেছে। গত বছরের ৩ মে মুক্তি দেওয়া হয়েছিল সিনেমাটি। তবে দর্শক টানতে ব্যর্থ হওয়ায় সপ্তাহ শেষ হওয়ার আগেই তখন নামিয়ে দেওয়া হয় সিনেমাটি। এদিকে ওটিটি প্লাটফর্মে সিনেমাটি মুক্তি পাওয়া নিয়ে বেশ আশাবাদী নির্মাতা।
এই নির্মাতা মনে করেন, ওটিটির দর্শক এমন গল্পই...