যে জন্য ছিল জেমস আর্ল জোনসের খ্যাতি
এএফআই আজীবন সম্মাননা অনুষ্ঠানে যখন শন কনরি তার সম্মাননা নেন তখন তার ‘হান্ট ফর রেড অক্টোবর’ ফিল্মের সহ অভিনেতা জেমস আর্ল জোনস তার পরিচয়ের সংক্ষেপে বলেছিলেন ‘ইটস হি’জ ভয়েস’। বাস্তবেও তাই কনরি যেমন তার কণ্ঠ এবং স্কটিশ উচ্চারণের জন্য খ্যাত ছিলেন তেমনি আর্ল জোনসের খ্যাতিও ছিল তার ভারি কণ্ঠের জন্য সেই ‘দিস ইজ সিএনএন’ থেকে শুরু করে তার কণ্ঠ আর...