বিচ্ছেদের চূড়ান্ত ধাপে ব্র্যাড পিট-জোলি
২০১৬ সালে ডিভোর্স ফাইল করেন তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। তারপর থেকে তাদের আইনি লড়াই চলছেই। অবশেষে আইনগত বিচ্ছেদের চূড়ান্ত ধাপে পৌঁছেছেন তারা। দুজনের কাছের এক সূত্র জানিয়েছেন, আট বছর লড়াইয়ের পড় অবশেষে চূড়ান্ত ধাপে পৌছাতে পেরেছেন তারা। তবে এখনও আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়নি তাদের। সূত্র জানান, কিছু বিষয়ে এখনও আটকে আছেন তারা। সন্তানদের হেফাজত নিয়ে সমঝোতা হলেও...