"মায়ের মৃত্যু বার্ষিকীতে আবেগঘন পোস্ট দিলেন ডিডি'র জমজ কন্যারা"
সম্প্রতি শন “ডিডি” কম্বসের যমজ কন্যারা তাদের মা কিম পোর্টারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন। গত শুক্রবার তাদের যৌথ ইনস্টাগ্রাম একাউন্টে, কন্যা জেসি এবং ডি’লিলা কম্বস একটি হৃদয়স্পর্শী পোস্ট করেছেন। যেখানে ৪৬ বছর বয়সে লোবার নিউমোনিয়ায় মারা যাওয়া মা কিম পোর্টারকে শ্রদ্ধা নিবেদন করেছেন দুই জমজ বোন।
পোস্টটিতে ১৭ বছর বয়সী যমজদ্বয় তাদের ছোটবেলায় মা পোর্টারকে জড়িয়ে থাকা অবস্থার একটি...