কে হচ্ছে নতুন জেমস বন্ড?
হলিউডের অন্যতম হাইপ তোলা সিরিজ ‘জেমস বন্ড’ দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ ছিল ইয়ন ফিল্মসের হাতে। ‘ডক্টর নো’ থেকে ২০২১ সালে সবশেষ ‘নো টাইম টু ডাই’ মোট ২৫টি সিনেমা প্রযোজনা করেছে ইয়ন ফিল্মস। তবে সিরিজটির দুটি সিনেমা ‘ক্যাসিনো রয়েল’(১৯৬৭) ও ‘নেভার সে নেভার এগেইন’(১৯৮৩) তৈরি হয়েছে অন্য প্রতিষ্ঠানের ব্যানারে।সিনেমায় জেমস বন্ড কোন চশমা পরবে, কোন গাড়িতে চড়বে, কোন অস্ত্রে ঘায়েল করবে শত্রুদের—সব...