বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘সোনিক দ্য হেজহগ ৩’
সেগার জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজিকে ভিত্তি করে নির্মিত সিনেমা ‘সোনিক দ্য হেজহগ ৩’। এটি সোনিক চলচ্চিত্র সিরিজের তৃতীয় কিস্তি এবং ‘সোনিক দ্য হেজহগ ২’র সিক্যুয়েল। প্রথম সিনেমার সাফল্যের পর সিক্যুয়েল হিসেবে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়। এর ভিজ্যুয়াল ইফেক্টস এবং সোনিকের চরিত্রায়ন প্রশংসিত হয়। প্রথম দুটি সিনেমার সাফল্যের পথ ধরে এবার আসছে তৃতীয়টি। সম্প্রতি আন্তর্জাতিকভাবে মুক্তিপ্রাপ্ত...