মেল গিবসনের বাড়ি পুড়ে গেছে
লসঅ্যাঞ্জেলসে দাবানলে অনেক তারকার মতো অস্কারজয়ী হলিউডের অভিনেতা মেল গিবসনের বাড়িও আগুনে পুড়ে গেছে। গিবসনের বাড়ি যখন পুড়ছিলো, তখন তিনি অস্টিনে একটি পডকাস্টের রেকর্ডিং করছিলেন। সেখান থেকেই জানতে পারেন বাড়ি পুড়ে যাওয়ার খবর। গিবসন জানিয়েছেন, মালিবুতে তার সকল স¤পত্তি পুড়ে গেছে। তিনি এটির জন্য ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের সমালোচনা করেছেন। নিউজ ন্যাশনের এলিজাবেথ ভার্গাস রিপোর্টের কাছে এই অভিনেতা বলেন, এটা...