আদালতের চৌহদ্দিতে আবৃত্তির সীমা
১১ আগস্ট ২০২৩, ০৮:২৮ পিএম | আপডেট: ১২ আগস্ট ২০২৩, ১২:০৩ এএম
আবৃত্তি এক উচ্চমার্গীয় শিল্প। সাহিত্য পদবাচ্যের সামগ্রিক রূপকে কণ্ঠস্বরে যথাযথ প্রয়োগ-প্রক্ষেপণে বহুবিদ ব্যঞ্জনার সমন্বিত প্রকাশই হচ্ছে আবৃত্তি। সঙ্গীত, চারুকলার মতো অনুষঙ্গনির্ভর শিল্প এটি নয়। এমন এক মৌলিক শিল্পের সারথী সীমা ইসলাম। পেশায় আইনজীবী। বিশেষত দেওয়ানি মামলায় লড়েন বাংলাদেশ সুপ্রিম কোর্টে। আবৃত্তি তার নেশা। শিক্ষকতাও করেন নজরুল ইনস্টিটিউটে। শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তির প্রশিক্ষণ দেন তিনি। শৈশবে মুগ্ধ হতেন মানুষের মিষ্টি স্বর আর স্পষ্ট প্রমিত উচ্চারণে। সুন্দর বাচনে বিস্মিত হতেন। তার মা কবি। বড় বোনও রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করতেন। এমন সাংস্কৃতিক পরিম-লে সীমা বেড়ে উঠেছেন। অকুন্ঠ সমর্থন পেতেন পরিবার থেকে। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘খুকি ও কাঠবিড়ালি’ কবিতা করে বিপুলভাবে প্রশংসিত হন। সেই থেকে আবৃত্তির প্রতি তার নেশা চেপে বসে। বিভিন্ন প্রতিযোগিতায় আবৃত্তিতে প্রথম হন। আবৃত্তি চর্চার সুদীর্ঘ পথ পেরিয়ে সীমা ইসলাম এখন একাধারে সুপ্রিমকোর্টের আইনজীবী ও প্রথিতযশা আবৃত্তিকার। মঞ্চ, টেলিভিশন, রাষ্ট্রীয় অনুষ্ঠানাদিতে আবৃত্তি করছেন। হালের ইউটিউব প্ল্যাটফর্মেও ব্যাপক শ্রুত হচ্ছে তার স্বতন্ত্র কন্ঠকর্ম। সুপ্রিম কোর্ট বারে নিজ চেম্বারে বসে জানান একজন ‘সীমা ইসলাম’ হয়ে ওঠার কথা। সর্বোচ্চ আদালতের চৌহদ্দিতে থেকে আবৃত্তিকার হয়ে ওঠা প্রসঙ্গে বলেন, প্রথমত কোনো টার্গেটই ছিলো না। এক ধরণের ভালোলাগা থেকে আবৃত্তি শুনতেন। গদ্য ও পদ্যে ব্যবহৃত শব্দের মানে খুঁজতেন। কবিতা আওড়াতেন। তার মতে, আবৃত্তির জন্য বুঝে কিংবা না বুঝে প্রথমেই শতবার পড়তে হবে কবিতাটি। পড়তে পড়তে তা মস্তিস্কে ঠাঁই করে নেবে। মস্তিস্ক থেকে কন্ঠে নি:সৃত হবে সুললিত আবৃত্তি। এটি নির্মাণের বিষয়। কবিতাটি কোন ছন্দে, কোন রসের মধ্যে আছে বুঝে নিতে হবে। সব বুঝে এক সূঁেতায় মালা গাঁথার নামই আবৃত্তি। সীমা ইসলামের মতে, এটি একটি বড় ধরণের মেডিটেশন। আবৃত্তি নিয়ে ধ্যানমগ্ন হতে হবে। কখনও নিজে বিচরণ করতে হবে কবিতার ভেতর। কখনও ভেতরে জায়গা করে দিতে হবে কবিতাকে। অন্যথায় আবৃত্তিকে আবিষ্কার করা সম্ভব নয়। আবৃত্তির রয়েছে অনেক দরজা-জানালা। এগুলোতে আবিষ্কারের বিষয় আছে। কবিকে ভালো বাসতে হবে। না বুঝে আবৃত্তির মঞ্চে ওঠা উচিৎ নয়। সীমা ইসলাম আবৃত্তি করেছেন কাজী নজরুলের‘ বিদ্রোহী’, ‘সৃষ্টিসুখের উল্লাসে’,‘ফাতেহা-ই-দোয়াজ দহম’, ‘আগমনী’, ‘রাক্ষুসী’, ‘নারী’, ‘গোবাক তরুর সারি’। রবীন্দ্রনাথের ‘এক গাঁয়ে’সহ বেশ কিছু কবিতা আবৃত্তি করেছেন। আধুনিক কবিদের মধ্যে রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর ‘সশস্ত্র বাহিনীর প্রতি’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কবির মৃত্যু’, পুর্ণেন্দুপত্রীর ‘গাছ অথবা সাপের গল্প’, জয় গোস্বামীর ‘মালতীবালা বালিকা বিদ্যালয়’সহ আবৃত্তি করেছেন বহু কবিতা। একদিনে ২২টি কবিতা রেকর্ড করার অনন্য রেকর্ড রয়েছে তার। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের শিল্পীদের আবৃত্তি চর্চার স্বতন্ত্র বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে তিনি বলেন, কোন কবিতা কোন স্কেল থেকে হবে, তা চমৎকারভাবে রপ্ত করেছেন কোলকাতার শিল্পীরা। এ পার্থক্য এদেশীয় আবৃত্তিকারদের ভিন্নতা দিয়েছে। আবৃত্তি নিয়ে পরিকল্পনার কথা বলতে গিয়ে তিনি বলেন, পরিকল্পনা রয়েছে ভিন্ন আঙ্গিকে কিছু নতুন কবিতার আবৃত্তি ভিজুয়ালাইজ করার। আবৃত্তি বিষয়ক কিছু করার জন্য অনেকে অনেক পরামর্শ দিচ্ছেন। আপাত: থাকতে চাই আবৃত্তির প্রাঙ্গনেই। সীমা ইসলাম ব্যক্তিজীবনে এক সন্তানের জননী। পুত্র শেখ উদাত্ত পড়াশুনা করছে কম্পিউটার সায়েন্সে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
জাবিতে শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর মাফরুহী সম্পাদক প্রফেসর বোরহান
নগরবাসীকে পানিতে কষ্ট দিতে সরকারবিরোধী চক্র সক্রিয়
মতলবে নুরুল হুদা স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে ওমর সানি
ফুলবাড়িয়ায় ২ দুই কর্মকর্তাকে বরখাস্ত ও ঠিকাদারে লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন
গুরুদাসপুরে অবৈধ ৯টি ইট ভাটায় ২৮ লাখ টাকা জরিমানা
না ফেরার দেশে জুলিয়েট, স্তব্ধ হলিউড
বিএনপি নেতা গয়েশ্বর রায়ের স্ত্রী মারা গেছেন
নোয়াখালীর সুবর্ণচরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন
কেরানীগঞ্জে আটিবাজারে জায়গা দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
সিদ্ধান্ত প্রত্যাখ্যান চিকিৎসকদের, অবরোধ অব্যাহত
নগরবাসিকে পানিতে কষ্ট দিতে সরকারবিরোধী চক্র সক্রিয়
বিশ্বনাথে যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী জেল হাজতে : ১৬ জনের জামিন লাভ
নিজ এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন হারিস চৌধুরী
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই
অ্যামবুলেন্স ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত ৫
ক্রীড়াঙ্গনে ২০২৪ সালের প্রভাবশালী নারী ব্যক্তিত্ব যারা
অ্যামবুলেন্স ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত ৫
যুবকদের ভোটার তালিকায় আনতে চাই : সিইসি
কাপ্তাই হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে ইআরটি সদস্যদের নিয়ে মতবিনিময় সভা
কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলায় একজন গ্রেফতার