ইসলামি সংগীতে অনন্য মুজাহিদ বুলবুল
২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পিএম | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পিএম
ইসলামি গজল-গানে শ্রোতাদের মন জয় করেছেন প্রখ্যাত শিল্পি মুজাহিদ বুলবুল। ইসলামি ভাবধারার গানে তার কৃতিত্ব এখন মানুষের মুখে মুখে। তার স্টেজ প্রোগ্রামগুলোতে এখন উপচে পড়ে শ্রোতাদের ভিড়। প্রায় দুই দশকের উপরে লাগাতার পারফর্ম করে যাচ্ছেন তিনি। শীত মৌসুম এলেই দেশের আনাচে কানাচে ইসলামি গজলের অনুষ্ঠানে প্রধান শিল্পি হিসাবে সঙ্গীত পরিবেশন করছেন তিনি।
মুজাহিদ বুলবুল বর্তমান সময়ের একজন শক্তিমান কবিও। ‘পাখি ও হাওরের প্রেম’, কিংবা লাল ‘পাহাড়ের নীল কবিতা’, নামে তাঁর বিখ্যাত দুটি কবিতার বই রয়েছে। ইসলামি গানের ক্ষেত্রেও আধুনিক সুরারোপ তাকে বিশিষ্টতা দান করেছে। গানের লিরিক, ছন্দ, তাল, লয়ে তাঁর রয়েছে নিবিড় পরিচর্যা। এছাড়া ইসলামি সঙ্গীতচর্চাকে উৎসাহিত করতে তিনি ‘রিসালাহ’ নামের একটি শিল্পীগোষ্ঠী গড়ে তুলেছেন। তাঁর তত্ত্বাবধানে দেশের অনেক শিশু কিশোররা সংগীত সংগীত চর্চায় রত আছেন।
ছোটবেলা থেকেই গজলের প্রতি টান ছিল এ শিল্পির। মনের মতো লিরিক পেলেই সুরারোপ করার চেষ্টা করতেন। পরবর্তীতে কঠোর সাধনা ও রেওয়াজ তাঁকে এখন দেশের শীর্ষস্থানীয় ইসলামি সংগীত শিল্পি হিসাবে খ্যাতি এনে দিয়েছে। বাবা মাওলানা আব্দুস সোবহান জিহাদি একজন ইসলামি বক্তা। পরিবার ও বন্ধুবান্ধবের উৎসাহ উদ্দীপনায় শুরুতে তিনি বিভিন্ন অনুষ্ঠানে গজল পরিবেশন করতেন। সেই কৈশোরকালেই ২৬টির মতো ইসলামি সংগীতের ক্যাসেট অ্যালবাম বেরোয়। ধীরে ধীরে পরিণত হওয়া এই শিল্পী এখন ইসলামি সঙ্গীত ভূবনের এক আলোকিত তারকা। বলা যায়, বাংলাদেশে এককভাবে ইসলামি সঙ্গীতের স্টেজ প্রোগ্রাম তাঁর মাধ্যমেই ব্যাপকতা লাভ করে। এছাড়া ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এই শিল্পি ইংল্যান্ডে অবস্থানকালে চ্যানেল আই ইউরোপে তাঁর উপস্থাপনা ও পরিচালনায় ইসলামী সংগীতের ফনোলাইভ অনুষ্ঠান ‘মাদিনার সুর’ অনুষ্ঠান পরিচালনা করেন। এর সুবাধে ইউরোপের মুসলিম কমিউনিটিতে তাঁর সংগীতের আবেদনও ব্যাপক।
১৯৮৪ সালের ১লা জানুয়ারি মৌলভীবাজার জেলা সদরের সাধুহাটি গ্রামে জন্মগ্রহণ করেন মুজাহিদ বুলবুল। তার পারিবারিক নাম মো. মুজাহিদুল ইসলাম বুলবুল। কিশোর বয়সেই পত্র-পত্রিকা সাহিত্যের প্রতি তাঁর অন্যরকম টান ছিল। কিছুদিন সাংবাদিকতাও করেছেন। তারপর নিয়মিত ছড়া, কবিতা ও সনেট লিখে দেশের সাহিত্যমোদিদের কাছে ব্যাপক পরিচিত ও সমাদৃত হন। ১৯৯৮ সালে বের হয় তার প্রথম গজলের অ্যালবাম কামলিওয়ালা। এরপর ধারাবাহিকভাবে বেরোয়- চলো জিহাদ রণে, জাগো হে মুসলমান, ফরিয়াদ, আর্তনাদ, মুক্তির দিশারী, গুলশান, প্রহরী, অসহায় বনি আদমের অশ্রু ঝরে’ অ্যালবামগুলি। শুরুতে এগুলোই তাকে শ্রোতাদের কাছে পরিচিত করে তোলে। বর্তমানে ইন্টারনেট ও প্রযুক্তির কল্যাণে মুজাহিদ বুলবুলের শত শত হামদ, নাত, মরমী ও জাগরণী সংগীত ইউটিউব, ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, ফেইসবুকে ছড়িয়ে ছিটিয়ে আছে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
ছাত্র জনতার জীবন দিয়ে অর্জিত সাফল্যকে হাইজ্যাক করার চেষ্টা হচ্ছে- মামুনুল হক
নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক
গাজার স্বাস্থ্যব্যবস্থা ধ্বংসের পথে: জাতিসংঘের প্রতিবেদন
গাজায় শীতকালীন বিপর্যয়ের মধ্যে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় নিহত ৭ ফিলিস্তিনি
জ্বলন্ত ফানুস পড়ে মিরপুর-ধানমন্ডিতে আগুন
অপকর্মের হোতা পুলিশ কর্তারা এখনও বহাল
দুই সচিবের চুক্তিতে নিয়োগ পাওয়ার সম্ভবনা
হঠাৎ বেপরোয়া ছিনতাইকারী চক্র
ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান রাশিয়ার
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ইসরাইলি হামলায় গাজায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত
প্রথম সরকারি সফরে সউদী যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
আড়ানী পৌরসভায় ৫০০ জন হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ
হালুয়াঘাটে ধরাছোঁয়ার বাইরে পাচার চক্রের ভারতীয় র'য়ের এজেন্ট সেই শুকান্ত দত্ত
সচিবালয়ে অগ্নিকাণ্ড বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে
ইয়েমেনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্সের অপরাধের নেপথ্য কাহিনি
আটঘরিয়ায় স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য দূরীকরনের জন্য স্মারকলিপি প্রদান
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বাতেন, সম্পাদক সাইফুল
ষড়যন্ত্র এখনো থেমে নেই : আমিনুল হক
রাজধানীতে ব্যানার-ফেস্টুন অপসারণ করছে বিএনপি