চলচ্চিত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ববিতা
০৬ এপ্রিল ২০২৪, ১১:৪৮ এএম | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪, ১১:৪৮ এএম
সত্তর ও আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী ববিতা। যার রুপে এখনও বুঁদ হয়ে থাকেন অনেকেই। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনেত্রীর সিনেমাগুলো এখনও দাগ কেটে আছে দর্শকদের মনে। তবে এখন আর আগের মতো রুপালি পর্দায় দেখা যায় না দাপুটে এই অভিনেত্রীকে। বর্তমানে বেশিরভাগ সময় কানাডা অথবা আমেরিকায় থাকেন তিনি। সুযোগ পেলেই নিজের জন্মভূমিতে ছুটে আসেন। কিছুদিন আগেই দেশে ফিরেছেন ববিতা। আর দেশে ফিরেই চলচ্চিত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।
সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান সিনেমা দেখা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ববিতা বলেন, ‘খবর রাখা হয় না। নতুন কোনো সিনেমাও সেভাবে দেখা হয় না। তবে দুই-একটি দেখেছি। মনে হয়েছে গল্প ও নির্মাণে কিছুটা উন্নতি হলেও অশ্লীলতা কিছুটা বেড়েছে। সুড়সুড়ি টাইপের অভিনয় দেখে আমি অভ্যস্ত নই। তাই সেভাবে দেখা হয় না।’
সত্তর ও আশির দশকে কালজয়ী সব সিনেমায় অভিনয় করেছেন ববিতা। কাজ করেছেন সত্যজিৎ রায় ও জহির রায়হানের মতো কিংবদন্তিদের সঙ্গে। দীর্ঘ তিন যুগের ক্যারিয়ারে কয়েকশো সিনেমায় দেখা গেছে তাকে। পরপর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে রেকর্ডও গড়েছেন। সেই ববিতা কয়েক বছর ধরে অভিনয় থেকে অনেকটাই দূরে। মাঝে সিনেমা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ববিতা।
কিছুদিন পর আবার ফেরার ইঙ্গিতও দিয়েছিলেন। বলেছিলেন, ভালো চরিত্র পেলে তিনি অভিনয় করবেন। কিন্তু এতদিনেও কি একটি ভালো চরিত্র তিনি পাননি? এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘অবশ্যই সিনেমা করব। এটাই আমার পেশা। আমি কখনো অভিনয়কে বিদায় বলতে পারি না। তবে এখন যেসব চরিত্রের জন্য আমাকে ডাকা হয়, সেগুলো করতে আমি অভ্যস্ত নই।’
অভিনেত্রী আরো বলেন, ‘মাঝে শাকিব খানের কী একটি সিনেমার জন্য আমার সঙ্গে যোগাযোগ করা হয়। শুটিং হওয়ার কথা ছিল আমেরিকা আর কানাডায়। কিন্তু আমি না বলে দিয়েছি। শুধু মায়ের চরিত্রে অভিনয় করতে আমি চাই না। কেউ যদি আমাকে কেন্দ্র করে গল্প তৈরি করে তাহলে অবশ্যই অভিনয় করব।’
বলিউডের উদাহরণ টেনে ববিতা বলেন, ‘অমিতাভ বচ্চন এ বয়সেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। শ্রীদেবী মৃত্যুর আগেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু আমাদের দেশে এ চর্চাটা নেই। সবাই মনে করে, বয়স হয়ে গেলেই নায়কের বাবা-মার চরিত্র ছাড়া আমাদের কোনো চরিত্র নেই। তাই আমি সিনেমায় নেই। ভালো এবং মনের মতো গল্প পেলে অবশ্যই সিনেমা করব।’
প্রসঙ্গত, ক্যারিয়ারে ২৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন ববিতা। পরপর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি আজীবন সম্মাননাও পেয়েছেন এই নায়িকা। সর্বশেষ ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় দেখা গেছে ববিতাকে।
-এসআই
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে
ব্যবসা বাড়াতে যুক্তরাষ্ট্রে অফিস খুলবে