ভিক্টোরিয়া বেকহ্যামের জন্মদিনে ‘স্পাইস গার্লস’র পুনর্মিলন
২২ এপ্রিল ২০২৪, ০৫:০৪ পিএম | আপডেট: ২২ এপ্রিল ২০২৪, ০৫:০৪ পিএম
ভিক্টোরিয়া বেকহ্যামের ৫০তম জন্মবার্ষিকীতে ফের এক হলেন তিন দশক আগে লন্ডনে গড়ে ওঠা গানের দল ‘স্পাইস গার্লস’ এর পাঁচ নারী। ইংলিশ পপ ব্যান্ডের এই পাঁচজন হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম, মেলানি ব্রাউন, মেলানি চিশম, এমা বান্টন ও গেরি হ্যালিওয়েল। ভিক্টোরিয়ার জন্মদিনে পাঁচ কন্যার পার্টির ভিডিও ইনস্টাগ্রামে শোয়ার করেছেন তার স্বামী ডেভিড বেকহ্যাম।
ইংল্যান্ডের সাবেক ফুটবলার বেকএম ওই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “আমি কিছুই বলতে চাইছি না, কেবল বলছি, তারা আছেন।’’ মন্তব্যের ঘরে ভিক্টোরিয়া জন্মদিনে নিজেই নিজেকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “দারুণ একটি সন্ধ্যা ছিল। তোমাদের সাবাইকে অনেক ভালোবাসি।’’
জানা গেছে, ভিক্টোরিয়া বেকহ্যামের ৫০তম জন্মদিন উপলক্ষে গত বুধবার (১৭ এপ্রিল) লন্ডনে এক হয়েছিলেন ‘স্পাইস গার্লস’র পাঁচ কন্যা। তারা ছাড়াও ওই পার্টিতে হলিউড অভিনেতা টম ক্রুজ, অভিনেত্রী প্রযোজন সালমা হায়েক, রোজি হান্টিংটন-হোয়াইটলি এবং গর্ডন রামসের মত তারকারা উপস্থিত হয়ে আলো ছড়িয়েছেন।
জন্মদিনের ওই পার্টিতে ‘স্পাইস গার্লস’রা একসাথে তাদের ক্ল্যাসিক গান ‘স্পট’ গেয়ে মাতিয়ে দেন। ঠিক এমনই ঘটেছিল ১৯৯৭ সালে তাদের আরেক পুনর্মিলনিতে। তবে তারা সর্বশেষ একসঙ্গে পারফর্ম করেছিলেন ২০১৯ সালে।
এদিকে বেকহ্যামের ভিডিওটি দারুণ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্যান্ডদলের সদস্যদের প্রতি ভক্ত অনুরাগীরা ভালোবাসা প্রকাশ করেছেন, কিন্তু সব ছাপিয়ে বেকহ্যামের প্রশংসা এসেছে বেশি।
কয়েক বছরের মধ্যে ‘স্পাইস গার্লস’দের ফের একসঙ্গে দেখে বেশিরভাগ অনুরাগী আনন্দিত হয়েছেন। একজন লিখেছেন, “বেকএম, আপনি নিশ্চিতভাবে একজন সেরা সোশাল মিডিয়া ম্যানেজার। আপনি জানেন মানুষ আসলে কী দেখতে চায়।’’ আরেকজনের মন্তব্য, “সংগীতানুরাগীরা এমন মুহূর্ত দেখার অপেক্ষায় ছিল, ধন্যবাদ বেকএম’’।
ভিক্টোরিয়া বেকহ্যাম, মেলানি ব্রাউন, মেলানি চিশম, এমা বান্টন ও গেরি হ্যালিওয়েলের ‘স্পাইস গার্লস’ যাত্রা শুরু করে ১৯৯৪ সালে। তাদের দারুণ জনপ্রিয় গান ‘ওয়ানাবি’ মুক্তি পায় ১৯৯৬ সালে। ওই গানটি তখন ৩৭টি দেশের টপ চার্টের শীর্ষস্থান দখল করেছিল। তাদের প্রথম অ্যালবাম ‘স্পাইস’ সারা বিশ্বে ৩১ মিলিয়ন কপি বিক্রি হওয়ার রেকর্ড তৈরি করে। কেবল মেয়েদের ব্যান্ড হিসেবে বেস্ট সেলিং অ্যালবামের ইতিহাস গড়ে। দ্বিতীয় অ্যালবাম ‘স্পাইস ওয়ার্ল্ড’ দুনিয়াজুড়ে ১৪ মিলিয়ন কপি বিক্রি হয়।
এরপর ১৯৯৭ সালে প্রথমবারের মত কনসার্টে আসে ‘স্পাইস গার্লস’। একটি ফিচারফিল্মেও তারা অংশ নেয় এবং পরের বছর ১৯৯৮ সালে ওয়ার্ল্ড ট্যুরে বের হয় নারীদের এই দল। ওই বছরেই দল ছেড়ে দেন গেরি হ্যালিওয়েল। ২০০১ সালে দল ভেঙে যায় । তবে ২০০৭ সালে ফের একসঙ্গে পারফর্ম করে ‘স্পাইস গার্লস’। ২০১২ সালে অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে স্পাইস গার্লসের তারকারা একসঙ্গে গান করেন।
-এসআই
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে