অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শ্রুতি
২৫ মে ২০২৪, ০১:১৯ পিএম | আপডেট: ২৫ মে ২০২৪, ০১:১৯ পিএম
ভারতের চিত্রশিল্পী শান্তনু হাজারিকার সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ছিল দক্ষিণ ভারতের অভিনেত্রী শ্রুতি হাসানের। তবে সেটা এখন অতীত। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে শ্রুতি হাসান এবং শান্তনু হাজারিকা আর একসঙ্গে নেই। তাদের ব্রেকআপ হয়েছে। তবে ভারতের একাধিক সংবাদমাধ্যম তখন জানিয়েছিল, এটা নেহাতই গুঞ্জন নয়, এটি সত্যি। এত দিন মুখ না খুললেও এবার সেই গুঞ্জনে সিলমোহর দিলেন শ্রুতি হাসান। নিজেই জানালেন, তিনি এখন পুরোপুরি সিঙ্গেল।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রশ্নোত্তরের আয়োজন করেছিলেন শ্রুতি হাসান। সেখানেই তার এক ভক্তের প্রশ্নের উত্তরে অভিনেত্রী নিশ্চিত করেন যে তার এবং শান্তনু হাজারিকার ব্রেকআপ হয়েছে। একই সঙ্গে জানান তিনি—এ ধরনের প্রশ্নের উত্তর দিতে পছন্দ করেন না, তবু দিলেন।
এদিন এক ভক্ত শ্রুতির উদ্দেশে লেখেন, ‘সিঙ্গেল ওর কমিটেড?’ এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী লেখেন, ‘আমার এ ধরনের প্রশ্নের জবাব দিতে ভালো লাগে না। কিন্তু আমি সিঙ্গেল। মিঙ্গেল হতে চাই না। শুধু কাজ আর জীবনকে উপভোগ করতে চাই। হয়েছে?’
শ্রুতি বর্তমানে শুটিংয়ে ব্যস্ত আছেন মুম্বাইতে। আর সেখানেই ভয়ংকর জ্যামে আটকে থাকাকালীন এই প্রশ্নোত্তর পালার আয়োজন করেছিলেন তিনি। সেখানেই অভিনেত্রী জানান ঘর সাজানোর জিনিস তিনি কোথা থেকে কেনেন। তার আগামী সিনেমার কাজ নিয়েও কথা বলেন তিনি।
গত এপ্রিলে শোনা গিয়েছিল বিগত কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর আলাদা হয়ে গেছেন কমলকন্যা শ্রুতি হাসান এবং শান্তনু হাজারিকা। তারা আর একসঙ্গে নেই। এমনকি ইনস্টাগ্রাম থেকেও একে অন্যকে আনফলো করে দিয়েছিলেন তারা। তাদের একসঙ্গে তোলা ছবিও ডিলিট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমেই শ্রুতি হাসান ও শান্তনু হাজারিকার একে অপরের সঙ্গে যোগাযোগ শুরু হয়। এর আগে শ্রুতি জানিয়েছিলেন, তিনি নিজের লেখা একটা কবিতা ডুডল শিল্পী শান্তনুকে পাঠিয়েছিলেন। পরিবর্তে শান্তনু তার শৈল্পিক কাজকর্ম শ্রুতিকে পাঠান। তারপরই তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছিল।
শ্রুতি হাসানকে সর্বশেষ দেখা গেছে গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘সালার’ সিনেমায়। যেখানে তার নায়ক ছিলেন প্রভাস। বর্তমানে শ্রুতির হাতে রয়েছে ‘ডাকোট: আ লাভ স্টোরি’, ‘চেন্নাই স্টোরি’ ছবিগুলোর কাজ। এছাড়া রজনীকান্তের সঙ্গে তিনি ‘কুলি’ সিনেমাতেও কাজ করবেন।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে : লে. কর্নেল কিবরিয়া
যুদ্ধবিরতির প্রতীক্ষায় গাজার ফিলিস্তিনিরা, নিহত ৪৭ হাজার ছুঁই ছুঁই
এক সপ্তাহে মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লির নামাজ আদায়
ধর্ম নিয়ে তাচ্ছিল্যকারীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন আজহারী
‘মা’ দেশ স্বাধীন করেছি- মৃত্যু শয্যায় শহীদ সাব্বির
নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০
লাল সন্ত্রাসের ঘোষণা : মেঘমল্লার বসুর শাস্তির দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ
চুয়াডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম
বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না: শামসুজ্জামান দুদু
মধ্যরাতে জাবির ছাত্রী হলের রুম থেকে লালন ভক্ত যুবক আটক
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা