অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শ্রুতি
২৫ মে ২০২৪, ০১:১৯ পিএম | আপডেট: ২৫ মে ২০২৪, ০১:১৯ পিএম
ভারতের চিত্রশিল্পী শান্তনু হাজারিকার সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ছিল দক্ষিণ ভারতের অভিনেত্রী শ্রুতি হাসানের। তবে সেটা এখন অতীত। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে শ্রুতি হাসান এবং শান্তনু হাজারিকা আর একসঙ্গে নেই। তাদের ব্রেকআপ হয়েছে। তবে ভারতের একাধিক সংবাদমাধ্যম তখন জানিয়েছিল, এটা নেহাতই গুঞ্জন নয়, এটি সত্যি। এত দিন মুখ না খুললেও এবার সেই গুঞ্জনে সিলমোহর দিলেন শ্রুতি হাসান। নিজেই জানালেন, তিনি এখন পুরোপুরি সিঙ্গেল।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রশ্নোত্তরের আয়োজন করেছিলেন শ্রুতি হাসান। সেখানেই তার এক ভক্তের প্রশ্নের উত্তরে অভিনেত্রী নিশ্চিত করেন যে তার এবং শান্তনু হাজারিকার ব্রেকআপ হয়েছে। একই সঙ্গে জানান তিনি—এ ধরনের প্রশ্নের উত্তর দিতে পছন্দ করেন না, তবু দিলেন।
এদিন এক ভক্ত শ্রুতির উদ্দেশে লেখেন, ‘সিঙ্গেল ওর কমিটেড?’ এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী লেখেন, ‘আমার এ ধরনের প্রশ্নের জবাব দিতে ভালো লাগে না। কিন্তু আমি সিঙ্গেল। মিঙ্গেল হতে চাই না। শুধু কাজ আর জীবনকে উপভোগ করতে চাই। হয়েছে?’
শ্রুতি বর্তমানে শুটিংয়ে ব্যস্ত আছেন মুম্বাইতে। আর সেখানেই ভয়ংকর জ্যামে আটকে থাকাকালীন এই প্রশ্নোত্তর পালার আয়োজন করেছিলেন তিনি। সেখানেই অভিনেত্রী জানান ঘর সাজানোর জিনিস তিনি কোথা থেকে কেনেন। তার আগামী সিনেমার কাজ নিয়েও কথা বলেন তিনি।
গত এপ্রিলে শোনা গিয়েছিল বিগত কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর আলাদা হয়ে গেছেন কমলকন্যা শ্রুতি হাসান এবং শান্তনু হাজারিকা। তারা আর একসঙ্গে নেই। এমনকি ইনস্টাগ্রাম থেকেও একে অন্যকে আনফলো করে দিয়েছিলেন তারা। তাদের একসঙ্গে তোলা ছবিও ডিলিট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমেই শ্রুতি হাসান ও শান্তনু হাজারিকার একে অপরের সঙ্গে যোগাযোগ শুরু হয়। এর আগে শ্রুতি জানিয়েছিলেন, তিনি নিজের লেখা একটা কবিতা ডুডল শিল্পী শান্তনুকে পাঠিয়েছিলেন। পরিবর্তে শান্তনু তার শৈল্পিক কাজকর্ম শ্রুতিকে পাঠান। তারপরই তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছিল।
শ্রুতি হাসানকে সর্বশেষ দেখা গেছে গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘সালার’ সিনেমায়। যেখানে তার নায়ক ছিলেন প্রভাস। বর্তমানে শ্রুতির হাতে রয়েছে ‘ডাকোট: আ লাভ স্টোরি’, ‘চেন্নাই স্টোরি’ ছবিগুলোর কাজ। এছাড়া রজনীকান্তের সঙ্গে তিনি ‘কুলি’ সিনেমাতেও কাজ করবেন।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
তাসকিনের দিন ম্লান ব্যাটসম্যানদের ব্যর্থতায়,বড় হারের পথে বাংলাদেশ
তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে অল্পতেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ,জিততে দরকার ৩৩৩
আসছে বছর গাঁটছড়া বাঁধতে চলেছে তামান্না-বিজয় জুটি
লোহাগড়ায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে ৪ জন গুরুতর আহত
মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের জাতীয় ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা
পরিবহন খাতে বিশৃঙ্খলার চেষ্টায় আ.লীগের দোসররা
ড. মাহবুব মোল্লা কলেজ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে
খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাত
নরসিংদীর পলাশে ইটবাহী ট্রলির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা ওপাশ কমিউনিকেশনস লিমিটেডের যাত্রা শুরু
মানুষের ‘হৃদয় স্পর্শ করার’ ট্রেনিং নিতে স্বাস্থ্য উপদেষ্টার পরামর্শ
মুরাদনগরবাসীর কাছে সাবেক মন্ত্রী কায়কোবাদের খোলা চিঠি
সেনবাগ হুফফাযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
সুনামগঞ্জে আ.লীগ নেতার গ্রেফতার দাবি
কিশোরগঞ্জের ওয়ালী নেওয়াজ খানের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত
পদ্মা রেলসেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে মঙ্গলবার
এদেশের মানুষ ইসলামি বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে : কুমিল্লায় আল্লামা মামুনুল হক
পুত্রের কুড়ালের আঘাতে প্রাণ গেল বৃদ্ধ পিতার
বন্ধ আলহাজ জুট মিল চালুর দাবিতে শ্রমিক দলের মানববন্ধন
আগাম আলু খেত ব্ল্যাক লেকে আক্রান্ত