এবার পরিচালকের বিরুদ্ধে মামলা করলেন শ্রীলেখা
২৮ আগস্ট ২০২৪, ০৯:৫৪ এএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৪, ০৯:৫৪ এএম
টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র কলকাতার পাশাপাশি বাংলাদেশেও পরিচিত মুখ। অভিনয় জগতে দীর্ঘ ক্যারিয়ার তার। কলকাতার সাম্প্রতিক আরজি করকাণ্ডে সরব তারকাসহ সাধারণ জনতা। এর মাঝেই নিজের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। পরিচালক রঞ্জিত বালকৃষ্ণনের বিরুদ্ধে যৌন হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। সোমবার (২৬ আগস্ট) তিনি কোচি সিটি পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
কয়েকদিন আগেই মালয়ালম চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নারীদের হেনস্থার অভিযোগের ভিত্তিতে প্রকাশিত হয়েছে বিচারপতি হেমা কমিটির রিপোর্ট। এর মাধ্যমেই প্রকাশ্যে আসে শ্রীলেখা মিত্রের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত স্পর্শের একটি ঘটনা। এই টলিউড অভিনেত্রীর অভিযোগ, অডিশনের সময় মালয়ালি পরিচালক রঞ্জিত বালকৃষ্ণন তাঁকে শারীরিকভাবে হেনস্থা করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, সোমবার (২৬ আগস্ট) তিনি কোচি সিটি পুলিশ কমিশনারের কাছে ওই মালয়ালি নির্মাতার বিরুদ্ধে যৌন হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিনেত্রীর অভিযোগ, ২০০৯ সালে ‘পালেরি মনিক্যম: ওরু পাথিরাকোলাপাথাকাথিনতে কথা’ নামের একটি চলচ্চিত্রে অডিশন দেওয়ার সময়ে তাঁকে যৌন হেনস্থা করেছেন পরিচালক রঞ্জিত।
এ বিষয়ে সংবাদমাধ্যমে শ্রীলেখা বলেন, ‘অডিশনের সময় রঞ্জিত আমাকে ডেকে নিয়ে যান তার বেড রুমের দিকে, ছবির গল্প বলার জন্য। আমি ভাবলাম, ভিড় এড়ানোর জন্য তিনি ডাকছেন। রুমটি বেশ অন্ধকার ছিল। আমি রুমের বারান্দায় দাঁড়িয়ে এক সিনেমাটোগ্রাফারের সঙ্গে ফোনে কথা বলছিলাম। হঠাৎ আমার হাতের চুড়িগুলো নিয়ে খেলতে শুরু করলেন পরিচালক। আমার অস্বস্তি হচ্ছিল। কারণ, আমার সঙ্গে তেমন কোনো বন্ধুত্বও ছিল না তার। কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না। তার পরে তিনি আমার ঘাড়ে ও চুলে হাত দিতে শুরু করেন। সঙ্গে সঙ্গে আমি সেই ঘর থেকে বেরিয়ে যাই।’
এদিকে প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করলেও ২৪ ঘণ্টার মধ্যে কেরালার সরকারি সংস্থা ‘কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমি’ থেকে পদত্যাগ করেছেন পরিচালক রঞ্জিত। অন্যদিকে, হেমা কমিটি রিপোর্ট প্রকাশের পরই আইনি পদক্ষেপ নিতে শুরু করেছেন হেনস্থার শিকার একাধিক নারী। কেরালার সরকার ইতিমধ্যেই মালয়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্থার বিরুদ্ধে এক বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করেছে। সেখানে এক নবীন লেখক যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছেন পরিচালক ডিকে প্রকাশের বিরুদ্ধে।
এর আগে অভিনেতা প্রযোজক বাবুরাজের নামেও যৌন হেনস্থার অভিযোগ করেছেন এক অভিনয়শিল্পী। ২০১৯ সালের সেই অভিযোগ এবার পুলিশের কাছে লিখিতভাবে করতে চান বলে দাবি করেছেন তিনি। তবে অভিযুক্তদের মধ্যেও কেউ কেউ আইনি পদক্ষেপ নিয়েছেন। যেমন অন্য একটি ঘটনায় ‘অ্যাসোসিয়েশন অব মালয়ালাম মুভি আর্টিস্ট (এএমএমও)’র সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এক বর্ষীয়ান অভিনেতা। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই অভিনেতাই এবার কেরালা পুলিশের কাছে নির্যাতিতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
শেরপুরে অগ্নিকাণ্ডের কোটি টাকার ক্ষতি : অল্পের জন্যে প্রাণে বাচঁলো ৪০ ছাত্র শিক্ষক
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ও বিশ্বব্যাপী বাস্তুচ্যুতি, এক ভয়াবহ বাস্তবতা
রাশিয়া উ.কোরিয়াকে এক মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করেছে
শরীয়তপুরের জাজিরায় ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার
ইমরান খানের সরকার পতনে সউদীর হাত ছিল : দাবি স্ত্রী বুশরার
'ভারতের গোয়ায় জয়া আহসানের বিশেষ প্রদর্শনী'
ওমানে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, ২২ জন আহত
লেবানন থেকে ফিরলেন আরো ৮২ বাংলাদেশি
"পিটিআই" প্রধান ইমরান খানকে নতুন মামলায় ৫ দিনের রিমান্ড
রবিবার নতুন নির্বাচন কমিশনের শপথ
প্রশংসায় ভাসছে পাকিস্তান
কেশবপুরে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু
২৪ নভেম্বরের ‘পিটিআই’র বিক্ষোভ নিয়ে বুশরা বিবির বার্তা ও সরকারের প্রতিক্রিয়া
লাঞ্চের আগেই ৪ উইকেট নেই ভারতের
মাইলফলকের টেস্ট স্মরণীয় করে রাখতে চান মিরাজ
আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে ঠাকুরগাঁওয়ের ইএসডিওর সাইড ইভেন্ট অনুষ্ঠিত
বেতন পেয়ে অবরোধ প্রত্যাহার করল বেক্সিমকোর শ্রমিকেরা
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪৭
ট্রাম্প প্রশাসনের জন্য মনোনীত দুই সদস্যের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ
ট্রাম্প ব্যবসায়ী, আমরাও একজন ব্যবসায়ী পার্টনার চাই : টাইম ম্যাগাজিনকে ড. ইউনূস