এবার পরিচালকের বিরুদ্ধে মামলা করলেন শ্রীলেখা
২৮ আগস্ট ২০২৪, ০৯:৫৪ এএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৪, ০৯:৫৪ এএম
টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র কলকাতার পাশাপাশি বাংলাদেশেও পরিচিত মুখ। অভিনয় জগতে দীর্ঘ ক্যারিয়ার তার। কলকাতার সাম্প্রতিক আরজি করকাণ্ডে সরব তারকাসহ সাধারণ জনতা। এর মাঝেই নিজের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। পরিচালক রঞ্জিত বালকৃষ্ণনের বিরুদ্ধে যৌন হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। সোমবার (২৬ আগস্ট) তিনি কোচি সিটি পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
কয়েকদিন আগেই মালয়ালম চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নারীদের হেনস্থার অভিযোগের ভিত্তিতে প্রকাশিত হয়েছে বিচারপতি হেমা কমিটির রিপোর্ট। এর মাধ্যমেই প্রকাশ্যে আসে শ্রীলেখা মিত্রের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত স্পর্শের একটি ঘটনা। এই টলিউড অভিনেত্রীর অভিযোগ, অডিশনের সময় মালয়ালি পরিচালক রঞ্জিত বালকৃষ্ণন তাঁকে শারীরিকভাবে হেনস্থা করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, সোমবার (২৬ আগস্ট) তিনি কোচি সিটি পুলিশ কমিশনারের কাছে ওই মালয়ালি নির্মাতার বিরুদ্ধে যৌন হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিনেত্রীর অভিযোগ, ২০০৯ সালে ‘পালেরি মনিক্যম: ওরু পাথিরাকোলাপাথাকাথিনতে কথা’ নামের একটি চলচ্চিত্রে অডিশন দেওয়ার সময়ে তাঁকে যৌন হেনস্থা করেছেন পরিচালক রঞ্জিত।
এ বিষয়ে সংবাদমাধ্যমে শ্রীলেখা বলেন, ‘অডিশনের সময় রঞ্জিত আমাকে ডেকে নিয়ে যান তার বেড রুমের দিকে, ছবির গল্প বলার জন্য। আমি ভাবলাম, ভিড় এড়ানোর জন্য তিনি ডাকছেন। রুমটি বেশ অন্ধকার ছিল। আমি রুমের বারান্দায় দাঁড়িয়ে এক সিনেমাটোগ্রাফারের সঙ্গে ফোনে কথা বলছিলাম। হঠাৎ আমার হাতের চুড়িগুলো নিয়ে খেলতে শুরু করলেন পরিচালক। আমার অস্বস্তি হচ্ছিল। কারণ, আমার সঙ্গে তেমন কোনো বন্ধুত্বও ছিল না তার। কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না। তার পরে তিনি আমার ঘাড়ে ও চুলে হাত দিতে শুরু করেন। সঙ্গে সঙ্গে আমি সেই ঘর থেকে বেরিয়ে যাই।’
এদিকে প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করলেও ২৪ ঘণ্টার মধ্যে কেরালার সরকারি সংস্থা ‘কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমি’ থেকে পদত্যাগ করেছেন পরিচালক রঞ্জিত। অন্যদিকে, হেমা কমিটি রিপোর্ট প্রকাশের পরই আইনি পদক্ষেপ নিতে শুরু করেছেন হেনস্থার শিকার একাধিক নারী। কেরালার সরকার ইতিমধ্যেই মালয়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্থার বিরুদ্ধে এক বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করেছে। সেখানে এক নবীন লেখক যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছেন পরিচালক ডিকে প্রকাশের বিরুদ্ধে।
এর আগে অভিনেতা প্রযোজক বাবুরাজের নামেও যৌন হেনস্থার অভিযোগ করেছেন এক অভিনয়শিল্পী। ২০১৯ সালের সেই অভিযোগ এবার পুলিশের কাছে লিখিতভাবে করতে চান বলে দাবি করেছেন তিনি। তবে অভিযুক্তদের মধ্যেও কেউ কেউ আইনি পদক্ষেপ নিয়েছেন। যেমন অন্য একটি ঘটনায় ‘অ্যাসোসিয়েশন অব মালয়ালাম মুভি আর্টিস্ট (এএমএমও)’র সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এক বর্ষীয়ান অভিনেতা। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই অভিনেতাই এবার কেরালা পুলিশের কাছে নির্যাতিতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিলেন প্রিন্সেস রিমা
মানবতাবিরোধী অপরাধীরা যেন নির্বাচন করতে না পারে : বদিউল আলম মজুমদার
মাগুরায় ৬ ইটভাটায় অভিযান: ১৩ লাখ টাকা জরিমানা, ২টি ভাঙ্গচুর
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মাস্কের বিতর্কিত ইশারা নিয়ে তীব্র সমালোচনা
লাখ লাখ ভারতীয় হারাতে যাচ্ছেন মার্কিন নাগরিকত্ব
শরীয়তপুর পৌরসভার খাল উদ্ধার অভিযান শুরু
কলাপাড়ায় গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে গৃহবধূকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি
নির্বাচন ব্যবস্থা সংস্কারে ‘সুপারিশ’ নিয়ে যা বললেন বদিউল আলম মজুমদার
আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা: ট্রাম্প
সড়ক থেকে সরেছেন প্রবাসীরা, স্বাভাবিক হয়েছে যান চলাচল
হিজাববিহীন তাওয়াফ! কে এই পাকিস্তানি নারী?
চীনের যে অস্ত্রের ভয়ে কাঁপছে ভারত আমেরিকা
প্রথম সামাজিক অনুষ্ঠানে নাচলেন ট্রাম্প-মেলানিয়া
ফেসবুকে যা লিখলেন আলোচিত অভিনেতা জয়
শিল্পী সমিতি থেকে ফ্যাসিস্ট নিপুণের স্থায়ী বহিষ্কার
অভিবাসন নিয়ন্ত্রণে ট্রাম্পের কঠোর পদক্ষেপ, সিবিপি ওয়ান অ্যাপ বাতিল
টিকা না পেয়ে সড়ক অবরোধ করেছেন প্রবাসীরা
তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মানসিক অপ্রকৃতস্থ যুবকের মৃত্যু
সরকারী চাকুরীর প্রলোভনে টাকা আত্মসাৎ, ভুক্তভোগীকে মামলায় হেনস্থার অভিযোগ
ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন